📚অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ সাজেশন(দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ)📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো:(প্রশ্নের মান-১)
১.স্বয়ং জমিদার এসে হাজির। - নিম্নরেখ পদটি -
-(ক) সাপেক্ষ সর্বনাম, (খ) আত্মবাচক সর্বনাম, (গ) ব্যতিহার সর্বনাম, (ঘ) সাকল্যবাচক সর্বনাম।
২. ‘এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়।' - নিম্নরেখ পদটি –(ক) সংযোজক অব্যয়, (খ) প্রশ্নবোধক অব্যয়, (গ) আলংকারিক অব্যয়, (ঘ) আবেগসূচক অব্যয়।
৩. ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে - (ক) ধাতু, (খ) প্রত্যয়, (গ) বিভক্তি, (ঘ) কাল ৷
৪."ক্রিয়া' শব্দের অর্থ হল – (ক) কাল, (খ) সময়, (গ) কাজ, (ঘ) বর্তমান।
৫.একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হল – (ক) শ্রীচৈতন্য, (খ) নদী, (গ) পাহাড়, (ঘ) সমুদ্র।
৬.“দেখিস আমাদের ভুলিস নে।” – এটি একটি
– (ক) আবেগসূচক বাক্য, (খ) অনুজ্ঞাবাচক বাক্য, (গ) নির্দেশক বাক্য, (ঘ) প্রশ্নবাচক বাক্য।
৭.একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদটি ব্যবহৃত হয় – (ক) বিশেষ্য, (খ) সর্বনাম, (গ) অব্যয়, (ঘ) ক্রিয়া।
৮.ক্রিয়ার মূলকে বলে – (ক) সমাপিকা, (খ)অসমাপিকা, (গ) ধাতু, (ঘ) প্রত্যয়।
৯.শাবাশ, দারুণ খেলছ – নিম্নরেখ অংশটি হল
-(ক) ক্রিয়া, (খ) বিশেষ্য, (গ) অব্যয়; (ঘ) বিশেষণ ।
১০. ‘মানুষ” শব্দটি কী ধরনের বিশেষ্য ? – (ক) গুণবাচক, (খ) জাতিবাচক, (গ) ব্যক্তিবাচক, (ঘ) সংজ্ঞাবাচক।
১১.“খুব ভালো ছেলে” – 'খুব' পদটি – (ক) বিশেষ্যের বিশেষণ, (খ) ক্রিয়াবিশেষণ, (গ) বিশেষণের বিশেষণ, (ঘ) সর্বনামের বিশেষণ।
১২.‘আমার সঙ্গে এসো।' - বাক্যটি হল – (ক) প্রার্থনাসূচক, (খ) না-বাচক, (গ) অনুজ্ঞাসূচক, (ঘ) আবেগসূচক।
১৩.যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে-(ক) নির্দেশক, (খ) প্রশ্নসূচক, (গ) অনুজ্ঞাসূচক, (ঘ) আবেগসূচক বাক্য বলে।
১৪.যে-সে, যিনি-তিনি, যাকে-তাকে – এগুলি
-(ক) সাপেক্ষবাচক, (খ) নির্দেশক, (গ) আত্মবাচক, (ঘ) অনির্দেশক সর্বনাম পদের উদাহরণ।
১৫.তোকে নিয়ে আর পারি না । – নিম্নরেখাঙ্কিত অংশটি হল – (ক) বিশেষ্য, (খ) বিশেষণ, (গ) অব্যয়, (ঘ) ক্রিয়া।
১৬.বরুণ ছবি আঁকছে। – নিম্নরেখ অংশটি হল – (ক) অব্যয়, (খ) সর্বনাম, (গ) ক্রিয়া, (ঘ) বিশেষ্য ।
১৭.“ক্রোধ আমাদের চরম শত্রু।” ' - এখানে 'ক্রোধ' যে ধরনের বিশেষ্য-(ক) গুণবাচক বিশেষ্য, (খ) অবস্থাবাচক বিশেষ্য, (গ) ভাববাচক বিশেষ্য, (ঘ) ক্রিয়াবাচক বিশেষ্য।
১৮.“তোমার নাকি মেয়ের বিয়ে?”-এটি কী জাতীয় বাক্য ? – (ক) সংশয়সূচক, (খ) লগ্নপ্রশ্ন, (গ) নির্দেশক, (ঘ) বিস্ময়সূচক।
১৯.“তিনি আমাদের সাত গাঁয়ের মাথা।” – এখানে ‘মাথা' পদটি কোন্ অর্থে প্রযুক্ত ? – (ক) মস্তিষ্ক, (খ) প্রধান, (গ) দুশ্চিন্তা, (ঘ) বুদ্ধি
২০.একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ -
(ক) আমরা সবাই রাজা, (খ) শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, (গ) কে কে রথ দেখতে যাবে?, (ঘ) যিনি রাজা তিনি ঋষি।
উঃ (খ) নিজ নিজ।
✍️ প্রশ্নের মান-২:
👉উদাহরণসহ সংজ্ঞা লেখ:
১.আত্মবাচক সর্বনাম ২.সংশয়সূচক বাক্য ৩.আলংকারিক অব্যয় ৪.অনুজ্ঞাবাচক বাক্য ৫.সংজ্ঞাবাচক বিশেষ্য ৬.গুণবাচক বিশেষ্য ৭.নির্দশক বাক্য ৮.সর্বনাম পদ ৯.অব্যয় পদ ১০.আবেগসূচক বাক্য ১১.প্রশ্নসূচক বাক্য ১২.জটিল বাক্য ১৩.শর্তসাপেক্ষ বাক্য ১৪.নামধাতুজ ক্রিয়া ১৫.সরল বাক্য ১৬.যৌগিক বাক্য ১৭.জাতিবাচক বিশেষ্য ১৮.দ্বিকর্মক ক্রিয়া
👉নীচের শব্দগুলিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি করে বাক্য লেখ:
১.চোখ ২.মাথা ৩.হাত ৪.পড়া ৫.
👉নির্দশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো: