📚 সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ সাজেশন(দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ)📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো:(প্রশ্নের মান-১):
১.প্রদত্ত কোন্ বানানগুচ্ছের সবকটি ঠিক? – (ক) অধঃপাত, অগ্নিসাত, সংবিধান, (খ) অহরহ, সংবোধন, অগ্নিসাৎ, (গ) অহরহ, সম্বোধন,বয়ঃসন্ধি, (ঘ) বয়সন্ধি, অধঃপাত, অগ্নিসাৎ।
২. প্রদত্ত কোন্ শব্দটি যোগরুঢ় শব্দের উদাহরণ ? – (ক) পঙ্কজ, (খ) গায়ক, (গ) পরিধি, (ঘ) হরিণ।
৩.প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? – (ক) আলাপ-সালাপ, (খ) ঝমঝম, (গ) যাইযাই, (ঘ) হেসেখেলে।
৪.‘পৌত্র' শব্দটি – (ক) মৌলিক শব্দ, (খ) যৌগিক শব্দ, (গ) সাধিত শব্দ, (ঘ) রুঢ় শব্দ ।
৫.প্রদত্ত কোন্ শব্দটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? – (ক) লাখ লাখ, (খ) আলাপ সালাপ, (গ) ছম ছম ৷
৬.ঠিক বানানটি বেছে নাও : (ক) ঈশৎ, (খ) ইসৎ, (গ) ঈষৎ ।
৭.কোনটি তদ্ভব শব্দ? – (ক) কাজ, (খ) কৃষ্ণ (গ) কেষ্ট, (ঘ) চা
৮.চিনি, লুচি – এই শব্দগুলি কোন্ ভাষা থেকে এসেছে? (ক) গ্রিক, (খ) বর্মি, (গ) চিনা, (ঘ) ফরাসি।
৯.ধামা, ঢোল কোন্ ধরনের শব্দ? - (ক) তদ্ভব, (খ) খাঁটি দেশি শব্দ, (গ) তৎসম, (ঘ) বিদেশি শব্দ।
১০.সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ সরাসরি বাংলা শব্দ-ভাণ্ডারে গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলে –(ক) বিদেশি, (খ) অর্ধ-তৎসম, (গ) তৎসম, (ঘ) তদ্ভব শব্দ।
১১.একটি যোগরুঢ় শব্দের উদাহরণ – (ক) বৃক্ষ, (খ) হরিণ, (গ) পঙ্কজ, (ঘ) চন্দ্ৰ ।
১২.যে শব্দের অর্থ প্রকৃতি-প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে—(ক) মৌলিক, (খ) যৌগিক, (গ) ধ্বন্যাত্মক, (ঘ) অনুকার শব্দ ।
১৩.মাঠে-ময়দানে শব্দটি-(ক) অনুকার শব্দ, (খ) শব্দদ্বৈত, (গ) ধ্বন্যাত্মক শব্দ, (ঘ) যোগরুঢ় শব্দ।
১৪.সঠিক বানানটি নির্বাচন করো:(ক) ঋষভ (খ) ঋসভ (গ) ইষভ (ঘ) ঈষৎ।
১৫.প্রদত্ত কোন্ বানানটি ভুল? (ক) শ্রেণি, (খ) ঊষা, (গ) পদবী, (ঘ) অঙ্গুরী।
১৬.যোগরুঢ় শব্দের সঠিক উদাহরণ হল-(ক) পঙ্কজ, (খ) হরিণ, (গ) প্রবীণ, (ঘ) মণ্ডপ।
১৭.শুদ্ধ বানানটি হবে – (ক) আত্মসাৎ, (খ) আত্মসাত, (গ) আত্মশাৎ।
১৮.প্রদত্ত কোন্ শব্দটি যোগরুঢ় শব্দের উদাহরণ ? – (ক) পঙ্কজ, (খ) গায়ক, (গ) পরিধি।
১৯.ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ – (ক) টুং টাং, (খ) চলাফেরা, (গ) মুখোমুখি।
২০.কোনটি সঠিক বানান ? –(ক) মুমূর্ষু, (খ) মুমুর্ষু।
২১.যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে –(ক) রুঢ়, (খ) যোগরুঢ় শব্দ বলে।
২২.কোনটি শব্দদ্বৈত-র উদাহরণ নয়? — (ক) হেসেখেলে, (খ) হো হো ।
২৩.‘গায়ক’শব্দটি – (ক) মৌলিক, (খ) যৌগিক শব্দের উদাহরণ।
২৪.শব্দকে অর্থগতভাবে কয়টি ভাগে বিভক্ত করা যায়? – (ক) দুই, (খ) তিন, (গ) চার, (ঘ) পাঁচ-ভাগে।
২৫.শুদ্ধ বানানটি হল – (ক) সায়াহ্ন, (খ) সায়ক, (গ) সায়াহু, (ঘ) সায়।
২৬.একটি রুঢ় শব্দের উদাহরণ – (ক) হরিণ, (খ) বাঁশি, (গ) পঙ্কজ, (ঘ) গায়ক।
২৭.‘টুং টাং’–এটি – (ক) ভাবপ্রকাশক ধ্বন্যাত্মক শব্দের, (খ) শব্দদ্বৈতের, (গ) মৌলিক শব্দের, (ঘ) ধ্বনি প্রকাশক ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ।
২৮.যে শব্দের অর্থ প্রকৃতি-প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায়, তাকে বলে – (ক) রুঢ়, (খ) যৌগিক, জো) মৌলিক, (ব) সাধিত শব্দ।
২৯.প্রদত্ত কোন্ বানানগুচ্ছর সবকটি ঠিক?
-(ক) অধঃপাত, অগ্নিসাত, সংবিধান, (খ) অহরহ, সংবোধন, অগ্নিসাৎ, (গ) অহরহ,সম্বোধন, বয়ঃসন্ধি, (ঘ) বয়সন্ধি, অধঃপাত, অগ্নিসাৎ ।
৩০.প্রদত্ত কোন্ বানানটি ভুল? – (ক) অবনি, (খ) সূৰ্য্য, (গ) অর্থ, (ঘ) কিংবদন্তী।
৩১.প্রদত্ত কোন্ শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? – (ক) মণ্ডপ, (খ) পঙ্কজ, (গ) গায়ক, (ঘ) পরিধি।
৩২.প্রদত্ত কোনটি শব্দদ্বৈত-র উদাহরণ নয়? – (ক) আলাপসালাপ, (খ) ঝমঝম, (গ) যাই যাই, (ঘ) হেসে খেলে।
৩৩.সঠিক বানানটি নির্বাচন করো -(ক) শশিভূষণ (খ) সশিভূষণ (গ) শষিভূষণ।
৩৪.ঠিক বানানটি বেছে নাও – (ক) ফাল্গুণ, (1) দুর্গা, (গ) অদ্ভূত, (ঘ) বীপদ।
৩৫.কোটি শব্দদ্বৈত-র উদাহরণ নয়?-(ক) আলাপসালাপ, (খ) ঝমঝম, (গ) যাই যাই, (ঘ) হেসে খেলে।
৩৬.প্রদত্ত কোন্ শব্দটি রূঢ় শব্দের উদাহরণ?-(ক) মণ্ডপ, (খ) পঙ্কজ, (গ) গায়ক, (ঘ) পরিধি।
৩৭.প্রদত্ত কোন্ বানানগুচ্ছর সবকটি ঠিক? – (ক) অধঃপাত, অগ্নিসাত, সংবিধান, (খ) অহরহ, সংবোধন, অগ্নিসাৎ, (গ) অহরহ, সম্বোধন,
বয়ঃসন্ধি, (ঘ) বয়সন্ধি, অধঃপাত, অগ্নিসাৎ।
৩৮.প্রদত্ত কোন্ বানানটি ভুল? – (ক) অবনি, (খ) সূৰ্য্য, (গ) অর্থ্য, (ঘ) কিংবদন্তী।
৩৯.প্রদত্ত কোন্ শব্দটি রূঢ় শব্দের উদাহরণ ? – (ক) মণ্ডপ, (খ) পঙ্কজ, (গ) গায়ক, (ঘ) পরিধি।
৪০.প্রদত্ত কোটি শব্দদ্বৈত-র উদাহরণ নয়? – (ক) আলাপসালাপ, (খ) ঝমঝম, (গ) যাই যাই, (ঘ) হেসে খেলে।
✍️ প্রশ্নের মান-২:
👉 উদাহরণসহ সংজ্ঞা লেখ:
১.মৌলিক শব্দ:
উঃ যে -সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, নাক, লাল, তিন, ইত্যাদি।
২.সাধিত শব্দ:
উঃ মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয়, সেগুলোকে সাধিত শব্দ বলে। উদাহরণ: প্রত্যয়যোগে-মোগল+আই-মোগলাই। উপসর্গযোগে—সু+নাম = সুনাম।
৩.রুঢ় শব্দ:
উঃ যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রুঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন—হস্তী=হস্ত + ইন, অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
৪.যোগরুঢ় শব্দ ৫.তদ্ভব শব্দ ৬.তৎসম শব্দ ৭.অর্ধতৎসম শব্দ ৮.ধ্বন্যাত্মক শব্দ ৯.শব্দদ্বৈত ১০.মিশ্র শব্দ ১১.অনুকার শব্দ ১২.বিদেশি শব্দ ১৩.দেশি শব্দ
১৪.গঠনগত দিক দিয়ে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
১৫. বাংলা বানানের ক্ষেত্রে কোথায় ‘ণ’(মূর্ধন্য) হবে -তার তিনটি নিয়ম উদাহরণসহ লেখ।
✍️ প্রশ্নের মান-৫:
👉 যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
১. পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা।
২. দেশ ভ্রমণ
৩. তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা।
৪.একটি নদী/গাছের আত্মকথা।