📚 সপ্তম শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন:প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 📚
👉সেট-১:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:1×6=6
(i) কোনো বস্তুর উয়তা বাড়লে সেটি কোনটি পেল ভাবা যেতে পারে?- (a) শক্তি, (b) তাপ, (c) আলো, (d) অন্ধকার।
(ii) একটি বস্তুর 10°C থেকে 20°C উয়তা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে- (a) দ্বিগুণ, (b) তিনগুণ, (c) চারগুণ, (d) একগুণ।
(iii) 0°C উন্নতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে তাপগ্রহণের পরিমাণ হবে -(a) 537 ক্যালোরি, (b) 0 ক্যালোরি, (c) 80 ক্যালোরি, (d) 1 ক্যালোরি।
(iv) কোন্ প্রাণীজ খাদ্যবস্তুতে কার্বোহাইড্রেট উপস্থিত? (a) লালশাক, (b) চাল, (c) আম, (d) মধু।
(v) লোহিত রক্তকণিকায় যে প্রোটিন উপস্থিত তা হল- (a) গ্লোবিউলিন, (b) ফাইব্রিনোজেন, (c) হিমোগ্লোবিন, (d) মায়োসিন।
(vi) কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে কোন্ ভিটামিন?(a) ভিটামিন-A, (b) ভিটামিন-D, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-K।
2. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :1x3=3
(i) বাষ্প থেকে তরলে পরিণত হলে অবস্থার পরিবর্তনের নাম কী হবে?
উঃ ঘনীভবন।
(ii) দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে মানবদেহের কীসের ব্যাস বেড়ে যায়?
উঃ রক্তনালীর ব্যাস বেড়ে যায়।
(iii) পৃথিবীর কত শতাংশ জল পানযোগ্য?
উঃ ২.৫ শতাংশ পানযোগ্য।
3.একটি বা দুটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :2×3=6
(i) দেহের ওজন বেড়ে গেলে সৃষ্টি হয় এমন যে-কোনো দুটি সমস্যার কথা উল্লেখ করো।
উঃ স্থূলতা, মধুমেহ,উচ্চ রক্তচাপ ইত্যাদি।
(ii) একটি শিশুর অপুষ্টিজনিত রোগের নাম লিখে তার সংজ্ঞা দাও।
উঃ ম্যারাসমাস।
মারাসমাস হল মারাত্মক অপুষ্টি - কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সহ শরীরের কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত খাদ্যউপাদানের ঘাটতি। ম্যারাসমাস ত্বকের নিচের চর্বি এবং পেশীর দৃশ্যমান অপচয় ঘটায়, যা শরীরকে একটি ক্ষীণ চেহারা দেয়। এটি শিশুদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
(iii) মাটির কলশির জল ঠান্ডা থাকার উপযুক্ত কারণ লেখো।
উঃ একটি মাটির পাত্রের দেয়াল ছিদ্রযুক্ত হয়, যার ফলে জল কলসের গা বেয়ে চুঁইতে থাকে এবং পাত্রের পৃষ্ঠ থেকে তা বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ পাত্রের ভিতরের জল থেকে গৃহীত হয়, আর এইভাবেই ভিতরে সঞ্চিত জল শীতল থাকে। এই কারণেই গ্রীষ্মকালের গরম দিনগুলিতেও মাটির পাত্রে জল শীতল থাকে।
👉সেট-২:
✍️ ভৌতবিজ্ঞান:
1. নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও : 0.5×5=2.5
(i) 0°C ও O°F কোনটির উষ্ণতা কম?
উঃ 0°F
(ii) কোন্ ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না?
উঃ অসদবিম্বকে পর্দায় ধরা যায় না।
(iii) কোন্ তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না?
উঃ লীনতাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না।
(iv) ছায়া কতপ্রকার ও কী কী?
উঃ ছায়া দুপ্রকার- 1.প্রচ্ছায়া 2.উপচ্ছায়া।
(v) একটি অচৌম্বক পদার্থের নাম লেখো।
উঃ একটি অচৌম্বক পদার্থের নাম হলো তামা,কাঠ।
(vi) শূন্যমাধ্যমে আলোর বেগ কত?
উঃ শূন্যমাধ্যমে আলোর বেগ হলো প্রতি সেকেন্ডে 1.86 লক্ষ মাইল।
2. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : 1×5=5
(i) তাপমাত্রা কাকে বলে?
উঃ তাপমাত্রা বা উষ্ণতা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যেটা নির্দেশ করে বস্তুটি তাপ গ্ৰহণ করবে না বর্জন করবে।
(ii) প্রচ্ছায়া ও উপচ্ছায়া কী?
উঃ কোনাে বিস্তৃত আলােক উৎসের সামনে কোনাে অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়ার সৃষ্টি হয় তার মাঝখানে গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশকে প্রচ্ছায়া বলে।
প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারযুক্ত অঞ্চলকে উপচ্ছায়া বলে।
(iii) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী? উঃ 👇
উঃ ইংরেজী U অক্ষরের মতো বাঁকানো ইষ্পাতদন্ডকে চুম্বকে পরিণত করলে সেই চুম্বককে অশ্বখুরাকৃতি চুম্বক বলে।
(v) কুরিবিন্দু কী?
উঃ যে উষ্ণতায় চুম্বকের চুম্বকত্ব লোপ পায় , তাকে বলে কুরিবিন্দু।
(vi) বিক্ষিপ্ত প্রতিফলন বলতে কী বোঝো?
উঃ যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল না হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তবে আলোর সেই প্রতিফলনকে ব্যাপ্ত বা বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে।
✍️ জীবন বিজ্ঞান:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :0.5×3=1.5
(i) জলে দ্রবণীয় ভিটামিনটি হল - (a) ভিটামিন-A, (b) ভিটামিন-D, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-K।
(ii) লৌহের অভাবজনিত রোগটি হল - (a) অ্যানিমিয়া, (b) রিকেট, (e) গয়টার, (d) অন্ধত্ব।
(iii) প্রদত্ত কোনটি লিপিড জাতীয় খাদ্য - (a) পনির, (b) কাঁকড়া, (c) বাদাম, (d) গম।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×3=3
(i) পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত?
উঃ পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ 2.5 শতাংশ।
(ii) উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী উপাদানের প্রয়োজন?
উঃ জল,কার্বন ডাই অক্সাইড, ও সূর্যালোক।
(iii) প্রোটিনের অভাবজনিত একটি রোগের নাম লেখো।
উঃ প্রোটিনের অভাবজনিত দুটি রোগের নাম হলো কোয়াশিওকর ও ম্যারাসমাস।
3. নীচের শূন্যস্থানগুলি পূরণ করো : 1×3=3
(i) আয়োডিনের অভাবে গয়টার বা গলগন্ড রোগ হয়।
( ii) চুল ও নখে উপস্থিত প্রোটিনটি হল কেরাটিন।
iii) রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে ভিটামিন K।
Physical Science
1x
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
(i) তাপমাত্রা মাপা হয় (৪) থার্মোমিটার, (b) ব্যারোমিটার, (c) ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে।
(ii) কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয়
(a) বাষ্পীভবন, (b) ঘনীভবন, (c) গলন।
(iii) বায়ু আলোর (a) অস্বচ্ছ, (b) স্বচ্ছ, (c) ঈষদ স্বচ্ছ মাধ্যম।
(iv) একটি চৌম্বক পদার্থ হল- (a) গাছের পাতা, (b) কাচের গ্লাস, লোহার পেরেক।
2. নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও:
(i) লীনতাপ কী?
(iii) প্রচ্ছায়া কাকে বলে?
1x4
(ii) আলোর স্বপ্রভ উৎস কী?
(iv) চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কী বোঝো?
Life Science
1. নীচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও: (যে-কোনো তিনটি)
(i) রড কোশ কোথায় থাকে?
1×3=
(ii) ম্যারাসমাস কীসের অভাবে হয়?
(iii) খাদ্যের কোন্ উপাদানকে 'প্রোটিন বাঁচোয়া খাদ্য' বলে?
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
(iv) অ্যানিমিয়া কোন্ খনিজ মৌলের অভাবজনিত লক্ষণ?
(i) জলে ও তেলে দ্রবণীয় ভিটামিন-এর নাম লেখো।
(ii) ট্যারা চোখ এবং গয়টার --এর অভাবে হয়।
2x2=
(iii) লৌহসমৃদ্ধ খাদ্য এবং আয়োডিন সমৃদ্ধ খাদ্য উৎসের নাম লেখো।
Physical Science
(i) উন্নতা মাপার যন্ত্রের নাম (ii) 'ম্যাগনেট' কথাটি এসেছে। নামক খনিজ পদার্থ থেকে।
(iii) P বস্তু থেকে Q বস্তুর দিকে তাপ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বস্তুর উন্নতা বেশি।
1. শূন্যস্থান পূরণ করো:
2. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো: (যে-কোনো দুটি)
(i) রামধনু বা রংধনু সৃষ্টির কারণ- (a) নিয়মিত প্রতিফলন, (b) বিচ্ছুরণ, (c) বিক্ষিপ্ত প্রতিফলন।
1 * 2 = 2
(ii) এক ব্যক্তি সমতল দর্পণের সামনে ও মিটার দূরে দাঁড়িয়ে আছেন। দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে -
(a) 5 মিটার, (b) 3 মিটার, (c) 30 মিটার।
(ii) চুম্বক আকর্ষণ করে না (a) লোহাকে, (b) নিকেলকে, (c) তামাকে।
3. নির্দেশ অনুসারে পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো: (যে-কোনো একটি)
2 1/2 * 1 = 2 1/2
(i) সমতল দর্পণে আলোকরশ্মির প্রতিফলনের চিত্রে আপতিত রশ্মি, প্রতিফলন কোণ ও আপতন বিন্দু চিহ্নিত করো।
(ii) একটি দণ্ড চুম্বকের চিত্রে চৌম্বক অক্ষ, উদাসীন অঞ্চল ও চৌম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো।
Life Science
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: (যে-কোনো দুটি)
1 * 2 = 2
(i) জলে গুলে যায় যে ভিটামিনটি তা হল (a) ভিটামিন-D, (b) ভিটামিন-C, (c) ভিটামিন-A, (d) ভিটামিন-K।
(ii) আমরা প্রত্যহ প্রায় গড়ে যে পরিমাণ মূত্র ত্যাগ করি তা হল- (a) 1.5 লিটার, (b) 2.5 লিটার, (c) 3.5 লিটার।
(iii) গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটির নাম হল (a) শ্বসন, (b) সালোকসংশ্লেষ, (c) বাষ্পমোচন।
2. একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি)
(i) একটি শর্করা ও একটি লিপিড জাতীয় খাদ্যের উদাহরণ দাও।
1 * 3 = 3
(ii) আয়রনের অভাবে কোন্ রোগ হয়?
(iii) মূলের প্রধান কাজ কী?
(iv) চুল ও নখে কী প্রোটিন থাকে?
A-স্তম্ভের সঙ্গে B-স্তম্ভের মিল খুঁজে লেখো:
1/2 * 5 = 2 1/2
B-স্তম্ভ
3.
A-স্তম্ভ
(i)
বিরিয়ানি, হলুদ মিষ্টি
(a)
মাটির ওপর থেকে শ্বাস নেওয়া
(ii)
পট্যাটো চিপস, ভুট্টার খই
(b)
অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করা
(iii)
(iv)
পাথরকুচি পাতার মূল
(c)
(d)
মেটানিল ইয়োলো
জল ও খাদ্য পরিবহণ করা
(v)
পত্রবৃন্ত
কলশপত্রীর পাতা
(e)
ট্রান্স ফ্যাট