📚অষ্টম শ্রেণির পরিবেশ বিজ্ঞান:অধ্যায়-১:বল ও চাপ(প্রশ্নের মান-১,২,৩)📚
✍️প্রশ্নের মান-১:
১ এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি?
উত্তর : এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন হলো N
২. এক নিউটন এর সংজ্ঞা দাও। অথবা, এস আই পদ্ধতিতে বলের একক এর সংজ্ঞা দাও।
উত্তর: 1 কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার / সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয়।
৩. 1 কেজি ভরের বাটখারা কে হাতে ধরে রাখলে ওই বাটখারা টি কত পরিমান বল প্রয়োগ করে?
উত্তর: ৭.৪ নিউটন।
৪. বল পরিমাপক সমীকরণটি লেখ।
উত্তর : F=ma অর্থাৎ, বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ
৫. সিজিএস পদ্ধতিতে বলের একক কি? উত্তর : সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন।
৬. এস আই পদ্ধতিতে বলের একক কি?
উত্তর: এস আই পদ্ধতিতে বলের একক নিউটন।
৭. কোন বস্তুর ওজন কাকে বলে?
উত্তর : কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকেই বস্তুটির ওজন বলা হয়।
৮. অভিকর্ষ বল কাকে বলে?
উত্তর : পৃথিবীর টানকেই অভিকর্ষ বল বা বস্তুর ওজন বলে।
৯. কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়?
উত্তর : স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।
১০. একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমান বলে নিজের দিকে টানে?
উত্তর : একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী (3 × 9.8) নিউটন বা 29.4 নিউটন বল দ্বারা নিজের দিকে টানে।
১১. ঘর্ষণ বল কাকে বলে?
উত্তর : দুটি তল এর সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হল ঘর্ষণ বল।
১২. একটি ভলের উপর একটি ১ কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় রয়েছে। বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ কত?
উত্তর : বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ 9.8 নিউটন।
১৩. ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি?
উত্তর: ঘর্ষণ বল দুই প্রকার। যথা: (ⅰ) স্থির অবস্থার ঘর্ষণ ও (ii) গতিশীল অবস্থার ঘর্ষণ।
১৪. ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে?
উত্তর: ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা দল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে।
১৫. স্থির অবস্থাযর ঘর্ষণ কাকে বলে?
উত্তর : টানা বা যেকোেনা ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ।
১৬. গতিশীল অবস্থায় ঘর্ষণ কাকে বলে?
উত্তর: বল প্রয়োগের ফলে একটি বস্তু যখন গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ।
১৭. ঘনত্ব কাকে বলে?
উত্তর : একক আয়তনের বস্তুর ভরকে ঐ বস্তুর ঘনত্ব বলে।
১৮. গাঢ় নুনজল ও সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি?
উত্তর: গাঢ় নুনজল।
১৯. 1 লিটার = কত সি সি?
উত্তর : অথবা, 1 লিটার = কত ঘন সেমি? 1 লিটার = 1000cc বা ঘন সেন্টিমিটার।
২০. পারদ এর ঘনত্ব কত?
উত্তর : পারদের ঘনত্ব 13.6 গ্রাম / ঘন সেমি। তরলের চাপ
২১. চাপ কাকে বলে?
উত্তর: একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলা হয়।
২২. তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে?
উত্তর : তরলের চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে।
২৩. পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন?
উত্তর : পাত্র তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি। তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ ততো বাড়বে। তাই পাত্রীর তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়।
২৪. তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর : তরলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা: (i) তরলের গভীরতা (ii) তরলের ঘনত্ব ও (iii) ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।
২৫. তরলের কোন ধর্ম কে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়?
উত্তর : তরলের সমোচ্চশীলতা ধর্ম কে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেয়া হয়।
২৬. টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা কত ছিল?
উত্তর: টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা ছিল 76 সেন্টিমিটার।
২৭. টরিসেলি যদি তার পরীক্ষার জলে দ্বারা করতেন তাহলে জল স্তম্ভের উচ্চতা কত হত?
উত্তর : তাহলে জল স্তম্ভের উচ্চতা হত 10.3 মিটার।
২৮. 76 সেমি পারদ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জল সৃষ্টি করতে পারে কেন?
উত্তর: 10.3 মিটার। পারদ এর তুলনায় জলের ঘনত্ব অনেক কম বলে এমন হয়।
✍️প্রশ্নের মান-২/৩:
১. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বলতে কী বোঝায়?
উত্তর: নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানা যায় – যখন একটি বস্তু অপর বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমমানের বল প্রয়োেগ করে। এই দুটি বলের একটিকে ক্রিয়া বললে অন্য বলটিকে বলা হয় প্রতিক্রিয়া।
২. বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের মান ও বেগের পরিবর্তনের মধ্যে কী সম্পর্ক জানা যায়।
উত্তর : বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় যে, কোনো বস্তুর ওপর যত বেশি মানের বল প্রয়োগ করা হবে, প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণও ততই বেশি হবে। বল যদি দ্বিগুন হয় তাহলে জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুন হবে।
৩. ঘর্ষণ বল বলতে কী বোঝ?
উত্তর: একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাঁধাদানকারী বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে।
৪. স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলতে কী বোঝ?
উত্তর : দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি, ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, আমাদের পা কিংবা জুতোর তলা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে এবং পিছলে পড়ে যাই না।
৫. গতিশীল অবস্থার ঘর্ষণ বা চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলতে কী বোঝ?
উত্তর : কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয়, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে, তাকে চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ (sliding friction) বলে।
৬. কাদা অপেক্ষা শক্ত মাটিতে গাড়ি চালানো সুবিধাজনক কেন?
উত্তর : গাড়ি চলার সময় গাড়ির চাকা ও রাস্তার মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বল গাড়িকে চলতে বা এগিয়ে যেতে সাহায্য করে। শক্ত মাটিতে গাড়ির চাকার ঘর্ষণ বল বেশি হয় তাই গাড়ি সহজে এগিয়ে যায়। কিন্তু কাদাপূর্ণ রাস্তায় নরম মাটির সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণ বল খুব কম হওয়ায় গাড়ি সহজে এগিয়ে যেতে পারে না।
৭. ঘনত্ব কাকে বলে? SI-তে এর একক লেখো।
উত্তর : কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব (density) বলে। অর্থাৎ, ঘনত্ব = ভর/আয়তন SI-তে এর একক হল কিগ্রা/ঘনমিটার।
৮. তরলের চাপ বলতে কী বোঝ?
উত্তর : তরলের মধ্যে কোনাে বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফলবিশিষ্ট কোনাে সমতলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে ওই বিন্দুতে তরলের চাপ (pres-sure) বলে।
১০. প্লবতা বলতে কী বোঝায়?
উত্তর : তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োেগ করে, তাকে প্লবতা (buoyancy) বলে। প্লবতার মান নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়।
১১. আর্কিমিডিসের নীতিটি লেখো।
উত্তর : কোনো কঠিন পদার্থের বস্তুকে কোনো স্থির প্রবাহী পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, যদি উভয়ের মধ্যে রাসায়নিক ক্রিয়া সংঘটিত না হয়, তবে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এবং ওই ওজন হ্রাসের পরিমাণ বস্তুটি কর্তৃক অপসারিত প্রবাহী পদার্থের ওজনের সমান হয়। এটিই আর্কিমিডিসের নীতি।
১২. প্লবতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর : প্লবতা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে-
1. বস্তুর নিমজ্জিত অংশের আয়তন,
2. বস্তু যে মাধ্যমে নিমজ্জিত (তরল বা গ্যাস) তার ঘনত্ব ও 3. ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।
১৩. এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন?
উত্তর : এক টুকরো লোহা যে পরিমাণ জল অপসারিত সেই জলের ভর লোহার টুকরোটির চেয়ে কম। তাই লোহার টুকরো জল ডুবে যায়। অন্যদিকে একটা জাহাজের আয়তন বিশাল। জাহাজকে জলে নামানোর পর সে বিশাল আয়তনের জল অপসারিত করে। অপসারিত জলের ভর বিশাল ওই জাহাজের চেয়ে বেশি। তাই জাহাজ জলে ভাসে।
১৪. গ্যাস বেলুন আকাশে ওড়ে কেন?
উত্তর : গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস পূর্ণ থাকে। গ্যাসভরতি বেলুন যে আয়তনের বায়ু অপসারিত করে তার ওজন বেলুনের ওজনের চেয়ে বেশি অর্থাৎ বায়ুর প্লবতা বেলুনের ওজন অপেক্ষা বেশি। সেই কারণে বেলুনের ওপর ক্রিয়াশীল লব্ধি বল ঊর্ধ্বমুখী হয়। ফলে গ্যাস বেলুন আকাশে ওড়ে।
১৫. লাইফবেল্ট কী এবং এটি কীজন্য ব্যবহৃত হয়?
উত্তর : লাইফবেল্ট একটি বায়ুপূর্ণ রবারের থলি। স্টিমার বা জাহাজে এটি রাখা হয়। » কোনো কারণে স্টিমার বা জাহাজ ডুবে গেলে ডুবন্ত যাত্রীরা এই লাইফবেল্টের সাহায্যে ভেসে থাকে। এই লাইফবেল্ট এবং মানুষের মোট ওজন এদের সম-আয়তন জলের ওজনের চেয়ে কম হয় বলে এর সাহায্যে ডুবন্ত মানুষ ভেসে থাকতে পারে। এই লাইফবেল্টের সাহায্যে সাঁতার না-জানা মানুষ সাঁতার শিখতে পারে।
১৬. বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে বল ও বেগের মধ্যে কী সম্পর্ক জানা যায়?
উত্তর : বিজ্ঞানী নিউটনের প্রথম গতিসূত্র থেকে বোঝা যায় যে, কোনাে বস্তুর বেগ না বদলালে বা বস্তুটি থেমে থাকলে বস্তুর ওপর হয় কোনো বলই প্রযুক্ত হচ্ছে না কিংবা বস্তুটির ওপর ক্রিয়াশীল বলগুলির যোগফল শূন্য।
১৭. নিউটনের গতিসূত্র তিনটি বিবৃত্ত করো।
প্রথম গতিসূত্র: বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমযোগে সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে।
দ্বিতীয় সূত্র : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে।
তৃতীয় সূত্র : প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।