📚অষ্টম শ্রেণির ইতিহাস:অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:অধ্যায়-১: ইতিহাসের ধারণা:প্রশ্নোত্তর(প্রশ্নের মান-১)📚
1.ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
👉তিনভাগে ভাগ করা হয় - প্রাচীন, মধ্য ও আধুনিক।
2. ‘রাজাবলি’ নামে ইতিহাস বইটি কে কত খ্রীষ্টাব্দে লিখেছেন?
👉১৮০৮ খ্রীস্টাব্দে মৃত্যুঞ্জর বিদ্যালঙ্কার লিখেছিলেন।
3.‘History of British India’ নামে ভারতের ইতিহাস বইটি কে কত খ্রীষ্টাব্দে লিখেছিলেন?
👉১৮১৭ খ্রীষ্টাব্দে জেমস মিল।
4.‘History of British India’বইটি লেখার মূল উদ্দেশ্য কী ছিল?
👉ভারতের অতীতকথাকে এক জায়গায় জড়ো করা। 5.জেমস মিল ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করেন ও কী কী?
👉 তিনভাগে ভাগ করা হয় -হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশযুগ।
6.‘অন্ধকারময় যুগ’ কোন যুগকে বলে?
👉মুসলিম যুগকে ‘অন্ধকারময়' যুগ বলে।
7) 'ঔরঙ্গজেব কত খ্রীষ্টাব্দে মারা যান?
👉১৭০৭ খ্রীষ্টাব্দে।
8.ঔরঙ্গজেবের সময়কালকে সাধারণত ভারতের ইতিহাসের কোন যুগে ফেলা হয়?
👉মধ্যযুগে ফেলা হয়।
9.কত খ্রীষ্টাব্দে পলাশীর যুদ্ধ হয়?
👉১৭৫৭ খ্রীষ্টাব্দে।
10.পলাশির যুদ্ধ ভারত ইতিহাসের কোন যুগে ধরা হয়?
👉আধুনিক যুগে।
11.সুলতান ইলতুৎমিস মারা যাওয়ার পর কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করা হয়?
👉মেয়ে সুলতানা রাজিয়াকে।
12.যুগ বলতে কী বোঝায়?
👉যুগ বলতে একটা বড়ো সময়কে বোঝায়।
13. ভারতবর্ষের বিভাজন কত সালে হয়ে ছিল?
👉 ১৯৪৭ সালে।
14.ইতিহাস রচনার উপাদান গুলি কী কী?
👉কাগজপত্র, বই, আঁকা ছবি, ডায়েরি, চিঠি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র ইত্যাদি।
15. অ্যালান অক্টোভিয়ান হিউম এর জীবনী কার লেখা?
👉উইলিয়ম ওয়েডারবার্ন এর লেখা।