📚সপ্তম শ্রেণির ভূগোল সাজেশন: তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন📚
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
(i)সাড়ে 23 ডিগ্ৰী উত্তর অক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে - ( a) 21 জুন, (b) 21 মাৰ্চ, (c) 22 ডিসেম্বর।
উঃ ( a) 21 জুন।
(ii) পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের সাপেক্ষে সূর্যের অবস্থান (a) কেন্দ্রে, (b) ফোকাসে, (c) উপবৃত্তের ওপর।
উঃ (b) ফোকাসে।
(iii) ভারতের প্রমাণ দ্রাঘিমার মান-(a) 82°30' পূর্ব, (b) 88°30' পূর্ব (c) 180°।
উঃ (a) 82°30' পূর্ব।
(iv) প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত সেমি পারদস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে। - (a) 0.1 সেমি, (b) 1 সেমি, (c) 0.2 সেমি।
উঃ (b) 1 সেমি।
(v) একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল – (a) তিব্বত মালভূমি, (b) দাক্ষিণাত্য মালভূমি, ( c) ছোটোনাগপুর মালভূমি।
উঃ (a) তিব্বত মালভূমি।
(vi) পশ্চিমবঙ্গের যে অঞ্চলটিতে গেলে আমরা অনেক খাঁড়ি দেখতে পাব তা হল (a) দার্জিলিং, (b) পুরুলিয়া, (c) সুন্দরবন।
উঃ (c) সুন্দরবন।
(vii) মানচিত্রে অনিত্যবহ নদীগুলিকে যে রঙের সাহায্যে দেখানো হয় তা হল- (a) লাল, (b) কালো, (c) নীল।
উঃ (c) নীল।
(viii) ক্যাডমিয়াম দূষণে যে অসুখ হয় তা হল – (a) ব্ল্যাকফুট, (b) ইতাই ইতাই, (c) কুরোসিস।
উঃ (b) ইতাই ইতাই।
(ix) দুষিত জলকে পরিশ্রুত ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় (a) ডিটারজেন্ট, (b) আর্সেনিক, (c) ক্লোরিন।
উঃ (c) ক্লোরিন।
(x) ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনাটি ঘটে (a) 1984 (b) 1986, (c) 1985 সালে।
উঃ (a) 1984।
(xi) পৃথিবীর মোট জলের - (a) 6. (b) 8. (c) 3 ভাগ স্বাদু জল।
উঃ (c) 3 ভাগ স্বাদু জল।
(xii) ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল – (a) গঙ্গা (b) যমুনা, (c) লুনি।
উঃ (c) লুনি।
(xiii) ফ্রান্সের দীর্ঘতম নদী — (a) পো, (b) দানিয়ুব (c) সিন ।
উঃ (c) সিন ।
(xiv) পুনঃরপ্তানিকারক বন্দর' বলা হয়। (a) লন্ডন, (b) এসেন, (c) চেন্নাই-কে।
উঃ (a) লন্ডন।
(xv) হিরাকাটা ও পালিশের জন্য পৃথিবী বিখ্যাত – (a) রটারডাম, (b) আমস্টারডাম, (c) দি হেগ ।।
উঃ (b) আমস্টারডাম।
(xvi) ইউরোপের বৃহত্তম হ্রদ (a) ল্যাডোগা, (b) ভিক্টোরিয়া, (c) গার্ভা।
উঃ (a) ল্যাডোগা।
2. নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
A. শূন্যস্থান পূরণ করো :
(I) অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা হয়-২৯.
(i) সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন তাকে পৃথিবীর অপসুর অবস্থান বলে।
(iii ) 'বৃঢ়-এর রানি' বলা হয় এসেন শহরকে।
(iv) জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত।
(v) রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত
৩ লিটার বিশুদ্ধ জল প্রয়োজন হয়।
B. এককথায় উত্তর দাও :
(i) পৃথিবীর তুলনায় সূর্য কত বড়ো?
উঃ ১৩ লক্ষ গুণ বড়।
(ii) 'বিষুব' কথার অর্থ কী ?
উঃ সমান দিনরাত্রি।
(iii) 'পৃথিবীর ছাদ' কাকে বলে?
উঃ পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলে।
(iv) ইউরোপ ও আফ্রিকার মাঝে কোন প্রণালী রয়েছে?
উঃ জিব্রাল্টার প্রণালী।
(v) ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কী?
উঃ মাউন্ট এলবুর্জ।
C. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও :
বাম স্তম্ভ ডানস্তস্ত
(i) হাজার হ্রদের দেশ (a)বদ্বীপ
(ii)ইতালির ভিসুভিয়াস (b) ফিনল্যান্ড
(iii) হিমালয় (c)আগ্নেয় পর্বত
(iv)নদীর নিম্নপ্রবাহ (d)ভঙ্গিল পর্বত
উঃ (i)-(b),(ii)-(c),(iii)-(d),(iv)-(a).
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(i) মাটির দূষণ রোধের দুটি ব্যবস্থা লেখো।
উঃ (i) গৃহস্থালির বর্জ্য আবর্জনা অন্যত্র এবং নির্দিষ্ট স্থান নির্ধারণ করে ফেলা উচিত। (ii) প্লাস্টিক বা পলিথিন জাতীয় জিনিসপত্রের পরিবর্তে কাগজ, শালপাতা, পাটের ব্যাগ বা মাটির পাত্র ব্যবহার করা উচিত। (iii) কৃষিজমিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। এর পরিবর্তে জৈব সারের বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। (iv) কারখানায় উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে হবে। (v) শৌচাগার ছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ করা উচিত নয়।
(ii) ট্রাক-ফার্মিং কী?
উঃ ট্রাক ফার্মিং হল এক ধরনের বাণিজ্যিক উদ্যানপালন যেখানে শাকসবজি বড় আকারে জন্মানো হয় এবং ট্রাক ব্যবহার করে দূরবর্তী বাজারে পরিবহন করা হয়।
(iii) অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো।
উঃ (i) অক্ষরেখাগুলি পূর্ব-পশ্চিমে বিস্তৃত এবং এগুলি পরস্পর সমান্তরাল। অক্ষরেখাগুলি প্রতিটিই পূর্ণবৃত্ত। অক্ষরেখাগুলির সর্বনিম্ন মান 0° এবং সর্ব্বোচ্চ মান 90 (ii) অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ ছোটো হতে থাকে। (iii) অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। (iv) একই অক্ষরেখার মধ্যে অবস্থিত স্থানগুলিতে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না।
(iv) ইউট্রোফিকেশান কী ?
উঃ সাবান, ডিটারজেন্টের ফসফেট (ক্ষার) বদ্ধ পুকুর, জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ‘ইউট্রোফিকেশন’বলে ৷
5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
(i) ইউরোপ মহাদেশের সমৃদ্ধির তিনটি কারণ লেখো।
উঃ 1.ইউরোপ মহাদেশ উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। ফলে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়।
2.এই মহাদেশের তিনদিকে জলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় এখানকার জলবায়ু সমভাবাপন্ন ও নাতিশীতোয়। ফলে এই মহাদেশের অধিবাসীরা কর্মঠ ও পরিশ্রমী।
3.ইউরোপ মহাদেশের মতো সুদীর্ঘ উপকূল রেখা কোনো মহাদেশে নেই। ভগ্ন উপকূলভাগে অসংখ্য বন্দর ও পোতাশ্রয় নির্মিত হয়েছে।
4.খনিজ সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই মহাদেশ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ।
5.বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি, খাদ্যশস্য উৎপাদন ও পশুপালন এই মহাদেশের প্রধান জীবিকা। গবাদিপশু পালন করে ইউরোপে দুগ্ধজাত বিভিন্ন শিল্প, পশম শিল্প গড়ে তোলা হয়েছে। এইসব কারণের জন্য ইউরোপ এক সমৃদ্ধশালী মহাদেশ হয়ে উঠেছে।
(ii) জলদূষণের তিনটি কারণ লেখো।
উঃ। জলদূষণের কারণগুলি হল—
(i) শিল্প-কারখানা থেকে দূষণ : বিভিন্ন শিল্প-কারখানা থেকে নির্গত পলিথিন-প্লাস্টিক, অপরিশোধিত খনিজ তেল,বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, নানা ধরনের ধাতু যথা অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানিক, তামা, জিঙ্ক, পারদ, সিসা,ক্রোমিয়াম প্রভৃতি নালা-নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশে জলকে দূষিত করে।
(ii) গৃহস্থালি থেকে দূষণ : দৈনন্দিন রান্নায় ব্যবহৃত তরিতরকারির খোসা, শৌচাগারের মল-মূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল ইত্যাদি নালা-নর্দমা দিয়ে পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে জলকে দূষিত করে। এছাড়া বিভিন্ন খাটাল, পশুশালা, বড়ো বাজার, হাসপাতাল প্রভৃতি থেকে উৎপন্ন বর্জ্য জলদূষণ ঘটায়।
(iii) কৃষিক্ষেত্র থেকে জলদূষণ : চাষের জমিতে দেওয়া রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে পড়ে জলকে দূষিত করে।
(iv) তাপীয় দূষণ : তাপবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত উয় দূষিত বর্জ্য জল জলাশয় বা নদীতে মিশে জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে জল দূষণ ঘটায়।
(v) তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ : পারমাণবিক চুল্লি বা পরীক্ষাগার থেকে অথবা পারমাণবিক বিস্ফোরণের পর তা থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জলকে দূষিত করে।
(iii) পোল্ডারভূমি কীভাবে তৈরি হয় ?
উঃ পোল্ডারভূমি তৈরি করতে প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতর থাকে জলনিকাশী চক্র খাল। এরপর এই ঘেরা জলাভূমিকে পাম্পের সাহায্যে কাদা জল দিয়ে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি বা কাদা থিতিয়ে গেলে ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলা হয়। পলি শুকিয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর ওই জমিকে লবণমুক্ত করার জন্য ফেলে রাখা হয়। সবশেষে জমিকে কৃষিকাজের উপযোগী করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর ধরে হে, ক্লোভার প্রভৃতি পশুখাদ্যের চাষ করা হয় এবং পশুপালন করা হয়। এরপরে জমি কৃষির উপযুক্ত হয় এবং সেখানে শস্য ও ফুলের চাষ করা হয়।
(iv) লাভাগঠিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও।
উঃ অগ্ন্যুৎপাতের সময় উত্তপ্ত ও গলিত লাভা ভূ-পৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে বিরাট মালভূমির সৃষ্টি করে তাকে লাভাগঠিত মালভূমি বলে।
যেমন : ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি এরকম লাভাগঠিত মালভূমি।
6. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
(i) মানবজীবনে পর্বতের প্রভাবগুলি আলোচনা করো।
উঃ মানবজীবনে পর্বতের নানারকম প্রভাব রয়েছে এগুলি হল :
(i) উঁচু পর্বতের বরফগলা জল থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি বহু নদী। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়।
(ii) জলীয় বাষ্পপূর্ণ বাতাস হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুরূপে ভারতে বৃষ্টিপাত ঘটায়। (iii) পর্বত বিরাট প্রাচীরের মতো উয় ও শীতল বায়ুপ্রবাহকে আটকায়। শীতকালে সাইবেরিয়া থেকে আসা তীব্র শীতল বাতাসকে বাধা দিয়ে হিমালয় পর্বত ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়।
(iv) পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে নরম কাঠের মূল্যবান বনভূমি, পর্বতের ঢালে গড়ে ওঠা তৃণভূমিতে ভালো পশুচারণ ক্ষেত্র তৈরি হয়। বহু মানুষ এর থেকে জীবিকা অর্জন করেন এবং পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করেন।
(v) পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোত হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক হয়। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়।
(ii) লন্ডন অববাহিকার ভূ-প্রকৃতি আলোচনা করো।
উঃ লন্ডন অববাহিকা ব্রিটিশ যুক্তরাজ্যে অবস্থিত। এর উত্তরে চিলটার্ন উচ্চভূমি, দক্ষিণে নর্থ ডাউনস উচ্চভূমি, পশ্চিমে রিডিং শহর এবং পূর্বে উত্তর সাগর। এই অববাহিকার আয়তন প্রায় 7760 বর্গ কিমি.ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর দুই তীরে মধ্যবর্তী নিম্ন সমতলভূমিতে লন্ডন অববাহিকা অবস্থিত। এই অববাহিকার আকৃতি মাটির সরার মতো। এই অববাহিকার মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্বদিকে টেমস নদী বয়ে চলেছে। টেমস নদীর মোহানার কাছাকাছি বা এই অববাহিকার পূর্বদিকে বিশেষ কোনো উচ্চভূমি দেখা যায় না। তবে উৎস অঞ্চলে বিশেষত উত্তর, পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে চিলটার্ন, হোয়াইট হর্স ও নর্থ ডাউনস নামে তিনটি উচ্চভূমি দেখা যায়। অতীতে এই উচ্চভূমির মাঝের অংশ বসে গিয়ে এই নিম্নভূমির সৃষ্টি হয়েছে।পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদীর সঞ্জয়কার্যের ফলে লন্ডন অববাহিকা অঞ্চলের সৃষ্টি হয়েছে।
(iii) রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো।
উঃ। জার্মানির রুঢ় শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশের নয় এটি সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এখানে শিল্পোন্নতির অনুকূল কারণগুলি হল-
(i) উন্নতমানের কয়লা : রুঢ় অঞ্চলে উন্নতমানের অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস কয়লার জন্য শিল্পগুলিতে জ্বালানি ও কাঁচামালের অভাব হয় না।
(ii) উন্নত পরিবহণ ব্যবস্থা ঃ রেল, সড়ক, জলপথ ও বিমানপথ পরিবহণের জন্য এই অঞ্চল ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত। এই কারণে সমগ্র শিল্পাঞ্চলটি শিল্পে ব্যাপক উন্নত।
(iii) আকরিক লোহার প্রাচুর্য : রূঢ় উপত্যকায় ভূগর্ভ থেকে আকরিক লোহা পাওয়া না-গেলেও পাশাপাশি অঞ্চল থেকে প্রচুর আকরিক লোহা পাওয়া যায়। ফ্রান্সের লুক্সেমবার্গ সীমান্তে অবস্থিত লোরেন অঞ্চল আকরিক লোহার জন্য বিখ্যাত।
(iv) জনবসতিপূর্ণ অঞ্চল : অঞ্চলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় শিল্পের প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যায় এবং এখানকার শ্রমিকরা স্বাভাবিকভাবেই শিল্পকর্মে যথেষ্ট দক্ষ।
(v) পর্যাপ্ত মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যা : প্রযুক্তির দিক দিয়ে জার্মানি অন্যতম। বিশ্বের ধনী দেশগুলির মধ্যেও জার্মানি অন্যতম। তাই শিল্পোন্নতির জন্য প্রয়োজনীয় মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যার অভাব এখানে নেই।
(iv) নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট যেকোনো তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।