📚উত্তরসহ ষষ্ঠ শ্রেণির ইতিহাস সাজেশন: তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন📚
👉SET-1:
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(i) গৌতম বুদ্ধ প্রথম শিষ্যত্ব প্রদান করেন- (a) চার জনকে, (b) পাঁচ জনকে, (c) দশ জনকে, (d) বারো জনকে।
উঃ (b) পাঁচ জনকে।
(ii) শশাঙ্ক ছিলেন – (a) কনৌজের রাজা, (b) মালবের রাজা, (c) গৌড়ের রাজা, (d) থানেশ্বরের রাজা।
উঃ (c) গৌড়ের রাজা।
(iii) ‘অভিজ্ঞান শকুন্তলম' নাটকটির রচয়িতা হলেন – (a) শূদ্রক, (b) ভাস. (c) বাল্মীকি, (d) কালিদাস।
উঃ (d) কালিদাস।
(iv) সুয়ান জাং যে বৌদ্ধবিহার- এ পড়াশোনা করেন তার নাম- (a) নালন্দা, (b) সোমপুরী, (c) তক্ষশিলা (d) বিক্রমশীল।
(v) বর্ণ ও ছবি মিলিয়ে লেখা মিশরীয় লিপির নাম - (a) কিউনিফর্ম, (b) হায়ারোগ্লিফ, (c) খরোষ্ঠী, (d) ব্রাহ্মী।
উঃ (b) হায়ারোগ্লিফ।
2.শূন্যস্থান পূরণ করো :
(i) বুদ্ধ ধৰ্ম্ম-সংঘ হল বৌদ্ধধর্মের তিনটি রত্ন।
(ii) মহাভারতের আদিনাম ছিল ভারত সংহিতা।
(iii) শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ।
(iv) 'বুদ্ধচরিত' কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ।
(v) সাতবাহন রাজা হাল "গাথা সপ্তশতী" রচনা করেন।
3. ক-স্তম্ভের সঙ্গে খ- শুম্ভ মিলিয়ে লেখো :
ক- স্তম্ভ খ-স্তম্ভ
(i)অজন্তা। (a)বৌদ্ধ শিক্ষা (ii)বিহার (b)গ্রিক ঐতিহাসিক
(iii) দয়েব (c) মুদ্রা
(iv)হেরোডোটাস। (d)জেন্দ আবেস্তা
(v)কার্ষাপণ (e)গুহাচিত্র
উঃ (i)-(e),(ii)-(a),(iii)-(d), (iv)-(b),(v)-(c),
4. নীচের বিবৃতিগুলির কোটি ঠিক ও কোটি ভুল নির্ণয় করো :1x4=4
(i) দিগম্বরগণ শ্বেতবস্ত্র পরিধান করতেন।
উঃ ভুল।
(ii) গান্ধার ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব বিদ্যমান ছিল।
উঃ সত্য।
(iii) তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়।
উঃ সত্য।
(iv) প্রথম কাগজ বানানোর কৌশল আবিষ্কৃত হয় রোমে।
উঃ ভুল।
5. একটি বাক্যে উত্তর দাও:
(i) কে 'কেবলিন' নামে পরিচিতি লাভ করেছিলেন?
উঃ তপস্যা করার পর মহাবীর কেবলিন নামে পরিচিতি লাভ করেছিলেন।
(ii) বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনা কী নামে পরিচিত?
উঃ বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনা ধর্ম-চক্র-প্রবর্তন নামে পরিচিত।
(iii) সুয়ান জাং-এর লেখা ভ্রমণবৃত্তান্তটির নাম কী?
উঃ সুয়ান জাং-এর লেখা ভ্রমণবৃত্তান্তটির নাম হলো সি-ইউ-কি।
(iv) ‘আইহোল প্রশস্তি'র লেখক কে?
উঃ ‘আইহোল প্রশস্তি'র লেখক হলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি।
(v) জুনাগড় শিলালেখ থেকে কার কৃতিত্বের কথা জানা যায়?
উঃ জুনাগড় শিলালেখ থেকে শকসম্রাট মহাক্ষত্রপ রুদ্রদামনের কৃতিত্বের কথা জানা যায়।
(vi) ‘উপবেদ' নামে পরিচিত কোন শাস্ত্র?
উঃ চিকিৎসা শাস্ত্র উপবেদ নামে পরিচিত।
(vii) কোন্ মহাকাব্যকে 'পঞ্চমবেদ' বলা হয় ?
উঃ মহাভারতকে 'পঞ্চমবেদ' বলা হয়।
(viii) মেসোপটেমিয়া কথার অর্থ কী?
উঃ মেসোপটেমিয়া কথার অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী দেশ।
(ix) রাজা মিনান্দার কোন্ বৌদ্ধ ভিক্ষুর প্রভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
উঃ রাজা মিনান্দার বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
(x) প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেন কোন সভ্যতার লোকেরা ?
উঃ প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেন মেসোপটেমীয় সভ্যতার লোকেরা।
(xi) শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন?
উঃ শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র।
(xii) বাকাটকরা জেলাকে কী নামে অভিহিত করত?
উঃ বাকাটকরা জেলাকে পট্ট বা আহার নামে অভিহিত করত।
6. দু-তিনটি বাক্যে উত্তর দাও :
(i) মৌর্য আমলে প্রচলিত দুধরনের ভূমি-রাজস্বের নাম কী?
উঃ মৌর্য আমলে প্রচলিত দু ধরনের ভূমি রাজস্ব হল ভাগ ও বলি।
(ii) তৃতীয় বৌদ্ধসংগীতি কোথায় ও কার আমলে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ তৃতীয় বৌদ্ধ সংগীতি সম্রাট অশোকের আমলে পাটলিপুত্রে হয়েছিল।
(iii) জৈন ধর্মে ত্রিরত্ন' বলতে কী বোঝো?
উঃ সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হয়।
(iv) আটবিক কাদের বলা হত?
(v) সুঙ্গদের দুজন প্রধান শাসকের নাম লেখো।
vii) বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
(viii) রাজা হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম উল্লেখ করো।
(ix) তোরণ কাকে বলে?
(x) দুজন গ্রিক ঐতিহাসিকের নাম লেখো।
7. তিন-চারটি বাক্যে উত্তর লেখো : (যে-কোনো পাঁচটি)
(i) মহাজনপদগুলির শাসনব্যবস্থা কেমন ছিল ?
(ii) পঞ্চমহাব্রত বলতে কী বোঝো?
(iii) সম্রাট অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী ছিল ?
উঃ বিন্দুসারের পুত্র মৌর্য সম্রাট অশোক আনুমানিক খ্রিস্টপূর্ব ২৭৩ থেকে ২৩২ অব্দা পর্যন্ত শাসন করেন। ঘোড়ার দিকে নাকি অশোক খুব নিষ্ঠুর ছিলেন বলে জানা যায়। সারা জীবনে মাত্র একটা যুদ্ধ করেন তিনি কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায়। সেই হিংসার জন্য পরে অশোক দুঃখ পান। জানা যায় যে বৌদ্ধ সন্ন্যাসী উপযুক্ত অসুখকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। এই ঘটনা কলিঙ্গ যুদ্ধের পরে পরেই ঘটেছিল। বৌদ্ধ ধর্মের প্রভাবে হিংসা বন্ধ করেন অশোক। যুদ্ধ করাও ছেড়ে দেন তিনি। পশুদের মারাও বন্ধ করে দেন তিনি। সব মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেন।
(iv) টীকা লেখো : ‘সুদৰ্শন হ্রদ'।
উঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশে রাজকীয় উদ্যোগে জলসেচ ব্যবস্থার একটা প্রধান উদাহরণ সুদর্শন হ্রদ। * মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত ঐ হ্রদের ব্যবহার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াওয়াড় অঞ্চলে ঐ হ্রদটি বানানো হয়েছিল। ওয়াড় কথার মানে শহর। এটি একটি নদীভিত্তিক বড়ো মাপের সেচ প্রকল্প (সেতু)। অশোকের শাসনকালে সেচ প্রকল্পটিতে কয়েকটি সেচ খালও যোগ করা হয়। শকশাসক রুদ্রদামন ঐ হ্রদটির সংস্কার করেন (১৫০ খ্রিস্টাব্দ)। বাঁধটিকে আরো বড়ো ও শক্ত করা হয়। এই পুরো কাজের বর্ণনা রুদ্রদামন জুনাগড়ে একটি শিলালেখতে খোদাই করিয়েছিলেন। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের শাসনের প্রথম বছরেই আবার হ্রদটি মেরামতির দরকার হয় (১৩৬ গুপ্তাব্দ বা ৪৫৫/৪৫৬ খ্রিস্টাব্দ)। খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক পর্যন্ত সুদর্শন হ্রদের টানা ব্যবহার হয়েছিল।
(v) গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে নারীর অবস্থান কেমন ছিল?
(vi) স্তূপ ও চৈত্য বলতে কী বোঝো?
৪. সাত-আটটি বাক্যে উত্তর লেখো : (যে-কোনো দুটি)
(i) সমাজের কোন্ কোন্ শ্রেণির মানুষ নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল ও কেন?
(ii) মৌর্য আমলের শাসনব্যবস্থার বর্ণনা দাও।
(iii) বিহার ও মহাবিহারের মধ্যে কী কী পার্থক্য দেখা যায় ?
(iv) গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চার বর্ণনা দাও।
👉SET-2:
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(i) আলেকজান্ডার ছিলেন -- (a) ভারতের মগধের শাসক, (b) গ্রিসের ম্যাসিডনের শাসক, (c) ইটালির রোমের শাসক।
(ii) যে বৌদ্ধ সন্ন্যাসী অশোককে বৌদ্ধধর্মে দীক্ষা দেন- - (a) সেলিউকাস, (b) চন্দ্রগুপ্ত, (c) উপগুপ্ত।
(iii) 'ইন্ডিকা' বইয়ের লেখক ছিলেন – (a) কৌটিলা, (b) চাণক্য, (c) মেগাস্থিনিস।
(iv) সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন – (a) সিমুক, (b) প্রথম সাতকর্ণি, (c) গৌতমীপুত্র সাতকর্ণি ।
(v) জীবকের গুরু ছিলেন – (a) দ্রোণাচার্য, (b) আত্রেয়, (c) পাণিনি।
(vi) চন্দ্রগ্রহণ হওয়ার কারণ প্রথম নির্ণয় করেন - (a) বরাহমিহির, (b) আর্যভট্ট, (c) নাগার্জুন।
(vii) 'রত্নাবলী' নাটকের রচয়িতা হলেন রাজা – (a) দ্বিতীয় পুলকেশী, (b) হাল, (c) হর্ষবর্ধন।
(viii) গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় – (a) সামস্ত ব্যবস্থা, (b) বেগার প্রথা, (c) অগ্রহার ব্যবস্থা।
(ix) মৌর্য আমলের পুরুষেরা অনেকেই মাথায় - (a) মুকুট, (b) শিরস্ত্রাণ, (c) পাগড়ি পরতেন।
(x) জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন – (a) দয়েব, (b) অহ্বর, (c) দেব।
(xi) হেরোডোটাস ছিলেন একজন গ্রিক – (a) সম্রাট, (b) ঐতিহাসিক, (c) সেনাপতি।
(xii) অগ্নি ছিলেন – (a) পাটলিপুত্রের রাজা, (b) গ্রিসের রাজা, (c) তক্ষশিলার রাজা।
(xii) যে ধর্মকে কেন্দ্র করে গান্ধার শিল্প গড়ে উঠেছিল (a) জৈন, (b) ইসলাম, (c) বৌদ্ধ ।
(xiv) 'ফো-কুয়ো-কি' নামক গ্রন্থের রচয়িতা হলেন- (a) ফাসিয়ান, (b) মেগাস্থিনিস, (c) সুয়ান জাং।
2. নীচের প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও :
(i) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
(ii) অর্থশাস্ত্র'-এর রচয়িতা কে?
(iii) কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
(iv) শিলাদিত্য' উপাধি কার ছিল?
(v) ভারতের রক্ষাকারী' কাকে বলা হয়?
(vi) কাসিয়ান কে ছিলেন?
(vii) কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন?
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
(i) কাকে শকারি বলা হয় এবং কেন?
(ii) হর্ষবর্ধন কোথাকার রাজা ছিলেন? হর্ষবর্ধনের বাবার নাম কী ছিল?
(iii) গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো?
(iv) জীবন বলতে কী বোঝো?
(v) মহাভারত কে রচনা করেন? মহাভারতে কোন যুদ্ধের কথা বলা হয়েছে ?
(vi) প্রাচীন ভারতের দুজন শল্যচিকিৎসকের নাম লেখো।
(vii) কোন কোন নদীর তীরে চিন সভ্যতা গড়ে উঠেছিল ?
(viii) আশোক তাঁর জীবনে কটি যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধটির নাম কী ছিল?
4. নীচের প্রশ্নগুলির তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) অশোকের ধম্ম কী?
(ii) এলাহাবাদ প্রশস্তি কী?
(iii) টাকা লেখো : দশ রাজার যুদ্ধ।
(iv) প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল?
(viii) 'গোত্র' কথাটির প্রাচীন অর্থ কী ছিল ?
(ix) আরুণি কে?
(x) 'মৃচ্ছকটিকম' শব্দের অর্থ কী?
(xi) মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
(xii) বিশল্যকরণী কী?
(xiii) ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখো।
(xiv) 'মেসোপটেমিয়া' শব্দের অর্থ কী?
(v) কুমারজীব সম্পর্কে তিনটি বাক্য লেখো।
(vi) লক্ষ্মণের শক্তিশেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
(vii) টীকা লেখো: মিশরীয় সভ্যতা।
5. নীচের প্রশ্নগুলির পাঁচ-ছটি বাক্যে উত্তর দাও :
(i) গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো।
(ii) নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো।
(iii) গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্যজয় সম্পর্কে কী জানা যায় ?
(iv) গুপ্ত যুগের সমাজব্যবস্থা কেমন ছিল তা সংক্ষেপে লেখো।
(v) ষোড়শ মহাজনপদ সম্পর্কে যা জানো লেখো।
👉SET-3:
1. সঠিক উত্তরটি বেছে নাও :
(i) ঋগবেদে কোন্ ভাষার প্রভাব লক্ষ করা যায়?
(ii) বৈদিক সাহিত্যকে যে চারটি ভাগে ভাগ করা যায় সেগুলি হল - (a) বাংলা, (b) ইন্দো-ইরানীয় (c) ইংরেজি, (d) ইন্দো-আর্য ভাষা। - (b) ব্রাহ্মণ, (c) আরণ্যক ও উপনিষদ, (d) প্রদত্ত সবকটি।
(iii) বৈদিক যুগে অন্যতম পালিত পশু ছিল – (a) ঘোড়া, (b) ছাগল, (c) গোরু, (d) প্রদত্ত সবকটি। (a) সংহিতা,
(iv) কোন্ মহাজনপদ মগধের খুব কাছে ছিল? - (a) বজ্জি, (b) লিচ্ছবি, (c) বৈশালী, (d) কুশিনারা।
(v) 'দ্বাদশ অঙ্গ' কীসের সঙ্গে যুক্ত ছিল? – (a) জৈন ধর্ম, (b) বৌদ্ধধর্ম, (c) নব্যধর্ম আন্দোলন, (d) চতুর্যাম।
(vi) মৌর্যদের রাজধানী ছিল - (a) পাটলিপুত্র, (b) পাবা, (c) কুশিনারা, (d) মগধ।
(vii) কনিষ্ক যে উপাধি নিয়েছিলেন তার নাম (a) মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী, (b) মগধরাজ (c) সেবানংপিয়, (d) মহারাজাধিরাজ।
(viii) ষোড়শ মহাজনপদের যুগে কৃষিতে প্রধান ফসল ছিল – (a) ধান, (b) গম, (c) যব, (d) আখ ।
(ix) ঘন জঙ্গল কাটা হত – (a) লোহার কুড়ুল ও কুঠার দিয়ে, (b) দা ও কুঠার দিয়ে, (c) দা ও কুড়ুল দিয়ে, (d) প্রদত্ত কোনোটিই নয়।
(x) স্মৃতিশাস্ত্রতে যে বিষয় নিয়ে আলোচনা হত, সেগুলি হল -(a) সম্পত্তির অধিকার, (b) নীতিশাস্ত্র, (c) রোজকার জীবনের নানা দিক, (d) সম্পত্তির অধিকার ও রোজকার জীবনের নানা দিক।
(xi) সাতবাহন রাজা হালের লেখা গ্রন্থ হল- (a) গাথা সপ্তশতী, (b) মহাভাষ্য, (c) সঙ্গম সাহিত্য, (d) চরক সংহিতা।
(xii) প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ছিলেন – (a) কালিদাস, (b) ভারবি, (c) বিশাখদত্ত, (d) শূদ্রক।
xiii) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিকরা বলত – ( a) মেসোপটেমিয়া, (b) তক্ষশিলা, (c) চিন (d) মধ্য এশিয়া ।
(xiv) খরোষ্ঠী লিপি তৈরি হয়েছিল -
(a) আরামীয় লিপি থেকে, (b) দেবনাগরী লিপি থেকে, (c) আরামীয় ও দেবনাগরী লিপি থেকে, (d) প্রদত্ত কোনোটিই নয়।
2. নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও :
(i) রত্নিন কাদের বলে?
(ii) পরবর্তী বৈদিক যুগের একটি বৈশিষ্ট্য লেখো।
(iii) বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন?
(iv) মহাবীর কোন্ বংশের রাজকুমার ছিলেন?
(v) কত বছর ধরে মহাবীর জৈন ধর্ম প্রচার করেন?
(vi) বিম কদফিসেস কী উপাধি নিয়েছিলেন?
(vii) জনপদ কাকে বলে?
(viii) ষোড়শ মহাজনপদের আমলে একটি কারিগরি শিল্পের উল্লেখ করো।
(ix) পাণিনির ব্যাকরণের নাম লেখো।
(x) চিকিৎসা বিষয়ে যে-কোনো একটি গ্রন্থের নাম লেখো।
(xi) 'দেবীচন্দ্রগুপ্তম' নাটকটি কী নিয়ে লেখা হয়?
(xii) একজন গ্রিক ঐতিহাসিকের নাম লেখো।
(xiii) ভারতীয় উপমহাদেশের সঙ্গে যেসব জায়গার যোগাযোগ ছিল, সেরকম যে-কোনো একটি জায়গার নাম লেখো।
(xiv) পহ্লব রাজা গণ্ডোফারনেস-এর আমলে কে খ্রিস্টধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন ?
3.নীচের প্রশ্নগুলির তিন-চারটি বাক্যে উত্তর লেখো :
(i) ইন্দো-গ্রিক কাদের বলা হত?
অথবা, গ্রিকরা কোন রাজার আমলে কিছু অঞ্চল দখল করেছিল এবং গ্রিকরা অনেকেই কোন জায়গার বাসিন্দা ছিলেন?
(ii) গুপ্ত আমলের শিল্পচর্চার যে-কোনো একটি বৈশিষ্ট্য লেখো ।
অথবা, মৌর্য আমলের শিল্পচর্চার যে-কোনো একটি বৈশিষ্ট্য লেখো।
(iii) দিনার কাকে বলে? মৌর্য আমলে নারী শ্রমিকদের যে-কোনো একটি কাজ লেখো।
অথবা, মৌর্য আমলের অর্থনীতি কীসের ওপর নির্ভর করত এবং জমি কেন উর্বর থাকত?
(iv) হর্ষ কেন মগধরাজ উপাধি নিয়েছিলেন?
অথবা, হয় কেন শিলাদিত্য উপাধি নিয়েছিলেন?
(v) অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে?
অথবা, মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? তিনি কত বছর ধরে তপস্যা করেন?
(vi) রাজ্য কাকে বলে এবং এর একটি বৈশিষ্ট্য লেখো। অথবা, প্রাচীনকালের যে-কোনো দুটি যজ্ঞের নাম লেখো।
4. নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও:
(i) আদি বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল?
অথবা, মগধের দুটি রাজধানীর নাম লেখো। মগধ কেন শক্তিশালী ছিল তার যে-কোনো দুটি কারণ লেখো।
(ii) সেলিউকাস নিকেটর কে ছিলেন? মৌর্য আমলের দুটি রাজস্বের নাম লেখো। শেষ মৌর্য সম্রাটকে সরিয়ে রাজা হলেন কে?
অথবা, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার ছিল? বিমের ছেলের নাম কী ? কার আমলে সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল ?
(iii)কোন্ আমলে গোলমরিচের ফলন বিখ্যাত ছিল? মৌর্য আমলে মহিলারা কোন্ জিনিস পোশাকের ওপর ব্যবহার করতেন? কোন্ কোন্ জিনিস দিয়ে মৌর্য আমলের ঘরবাড়ি তৈরি হত?
অথবা, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? হুনরা গুপ্ত আমলে কেন ভারত আক্রমণ করে?
(iv) প্রাকৃত কথাটি কোন্ শব্দ থেকে এসেছে? প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাধারণ মানুষের ব্যবহৃত যে-কোনো দুটি ভাষার নাম লেখো।
(v) ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারসিক সাম্রাজ্যের যে সাংস্কৃতিক যোগাযোগ ছিল তার দুটি বৈশিষ্ট্য লেখো।
অথবা, দক্ষিণ ভারতে সঙ্গম বলতে কী বোঝো? অথবা, ভারতীয় উপমহাদেশে নাটকের ওপর গ্রিকদের কী প্রভাব ছিল লেখো।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(i) মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন?
অথবা, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো।
(ii) গুপ্ত আমলে বর্ণাশ্রম কেমনভাবে মানা হত তার বর্ণনা দাও। অথবা, ষোড়শ মহাজনপদের আমলে বাণিজ্যের গুরুত্ব কতটা ছিল?
(iii) প্রাচীন ভারতে বিজ্ঞানচর্চার নানা দিকগুলি লেখো। অথবা, প্রাচীন ভারতে শিল্পচর্চার নানা দিকগুলি লেখো।
👉SET-4:
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পূর্ণ করো :
(i) ঋগবেদের অংশ – (a) স্তোত্র, (b) ভেকস্তুতি, (c) শ্লোক।
(ii) যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হল (a) বৈদিক শিক্ষা, (b) জৈন শিক্ষা, (c) বৌদ্ধ শিক্ষা।
(iii) মহাভারতের লেখক - (a) বাল্মীকি, (b) দণ্ডী, (c) কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।
(iv) সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হত – (a) ধনী মানুষদের, (b) কৃষকদের, (c) কারিগরদের।
(v) আর্য একটি-(a) ভাষাগত শব্দ, (b) দেশগত শব্দ, (c) জাতিবাচক শব্দ।
(vi) তামিল ভাষায় রামায়ণ লেখেন – (a) বাগভট্, (b) ভর্তৃহরি, (c) কম্বন।
(vii) অস্তি ছিলেন – (a) পাটলিপুত্রের, (b) গ্রিসের, (c) তক্ষশিলার রাজা।
(viii) গুপ্ত যুগের পরে হাতেখড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম – (a) উপনয়ন, (b) বিদ্যারম্ভ, (c) সমাবর্তন।
(ix) গৌতম বুদ্ধ মারা যান- (a) খ্রিস্টপূর্ব ৪৮৬ অব্দে, (b) খ্রিস্টপূর্ব ৪৬৮ অব্দে, (c) খ্রিস্টপূর্ব ৫৪০ অব্দে।
(x) গোলমরিচের ফলন বিখ্যাত ছিল – (a) তামিলনাড়ুতে, (b) কর্ণাটকে, (c) কেরলে।
(xi) মহাভারতের আদিনাম ছিল – ( a) আদিকাব্য, (b) মহাকাব্য, (c) জয়কাব্য।
(xii) বেশিরভাগ মহাজনপদ যে নদীর উপত্যকায় অবস্থিত ছিল – (a) গঙ্গা, (b) যমুনা, (c) কৃয়া
(xiii) যে পর্বতের উল্লেখ ঋগবেদে নেই - (a) সাতপুরা, (b) হিমালয়, (c) বিন্ধ্য।
(xiv) হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি – (a) প্রদেশ, (b) দেশ, (c) জেলা।
(xv) মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হত (a) দূরত্ব ও দিক, (b) জায়গার নাম, (c) রাজার শাসন এলাকা বোঝাতে।
2. পূর্ণ বাক্যে উত্তর দাও :
(i) মহাজনপদের আমলে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে কোন্ স্থান বিখ্যাত ছিল ?
(ii) পরবর্তী বৈদিক যুগে কোন্ কোন্ দেবতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন?
(iii) রাজা বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন?
(iv) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বাণিজ্যের উন্নতির সবচেয়ে বড়ো প্রমাণ কী?
(v) মৌর্য সম্রাট বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন শাসকের যোগাযোগ ছিল?
3.ঠিক না ভুল নির্বাচন করো :(i) বাগভট্ ছিলেন একজন চিকিৎসক।
(ii) লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল।
(iii) কম্বনের রামায়ণে রামকেই বড়ো করে দেখানো হয়েছে।
(iv) প্রথম দরায়বৌষের লেখতে ‘হিদুষ' শব্দটি পাওয়া যায়।
(v) গরিব মানুষেরা নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন।
vi) কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল।
4. শূন্যস্থান পূরণ করো :
(i) গুপ্ত আমলের প্রথম স্থাপত্য হিসেবে
বানানো শুরু হয়।
ii) নাটকের পর্দাকে সংস্কৃতে বলা হয়।
(iii) দাক্ষিণাত্যের কালোমাটিতে চাষ বেশি হত।
(iv) শক শাসক রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি ভাষায় প্রথম বড়ো লেখ।
(v) মগধ অঞ্চলে ধানের চাষ বেশি হত।
5. ক স্তম্ভের সঙ্গে খ শুম্ভ মিলিয়ে লেখো :
ক- স্তম্ভ খ- স্তম্ভ (i)কাশ্মীর (a)বিশাখদত্ত ii) দেবীচন্দ্রগুপ্তম (b) প্রিয়দর্শিকা।
(iii)দণ্ডী
(iv)হর্ষবর্ধন
(c)বুরজাহোম
(d) দশকুমার চরিত