📚দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 📚
✍️ প্রশ্নের মান-৮:
১. জাদুঘর কি? অতীত পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
২. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।
৩. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪. পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো।
৫. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আলোচনা করো।
৬. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা কর।
৭. উনবিংশ শতকের বাংলার সমাজ জীবনে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
৮. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য গুলি লেখ। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এই আইনের ধারা গুলি কি কি?
৯. ক্যান্টন বাণিজ্যের কারণ ও ফলাফল আলোচনা করো।
১০. নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
১১. রাওলাট আইনের উদ্দেশ্য ও শর্ত গুলো কি কি? এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল?
১২. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও প্রভাব আলোচনা করো।
১৩. ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা আলোচনা কর।
১৪. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৫. কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসেন? এই মিশনের প্রভাব ও ব্যর্থতার কারণগুলি আলোচনা কর।
Sk Kabir. Mob. No-9547382324
skacademyallinone.blogspot.com