📚 ষষ্ঠ শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন: তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 📚
Physical Science:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i ) কাজ করার সামর্থ্যকে বলে – (a) শক্তি, (b) ক্ষমতা, (c) বল, (d) কার্য।
উঃ (a) শক্তি।
(ii). খাদ্যশৃঙ্খলে সংখ্যা সবচেয়ে বেশি - (a) প্রথম শ্রেণির খাদকের, (b) দ্বিতীয় শ্রেণির খাদকের, (c) সর্বোচ্চ খাদকের, (d) উৎপাদকের।
উঃ (d) উৎপাদকের।
(iii) প্রাথমিক বা মৌলিক রাশি হল – (a) ক্ষেত্রফল, (b) সময়, (c) আয়তন, (d) বেগ।
উঃ (b) সময়।
(iv) জাঁতিতে দ্বিতীয় শ্রেণির লিভারের সংখ্যা – (a) একটি, (b) দুটি, (b)তিনটি, (d) চারটি।
উঃ (b)তিনটি।
(v) এককবিহীন রাশি হল - (a) আয়তন, (b) তাপমাত্রা, (c) প্রবাহমাত্রা, (d) আপেক্ষিক গুরুত্ব।
উঃ (d) আপেক্ষিক গুরুত্ব।
(vi) 4°C উয়তায় 1 L জলের ভর (a) 10 কেজি, (b) 1 কেজি, (c) 0.1 কেজি, (d) 0.01 কেজি।
উঃ (b) 1 কেজি।
(vii) বায়ুর কোন্ শক্তিকে কাজে লাগিয়ে পাততোলা নৌকা চালানো হয়? - (a) স্থিতিশক্তি, (b) শব্দশক্তি, (c) যান্ত্রিকশক্তি। (d) গতিশক্তি ।
উঃ (d) গতিশক্তি ।
( (viii) স্ক্রু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে, তা আসলে একটি – (a) লিভার, (b) নততল, (c) পুলি, (d) চক্র ও অক্ষদণ্ড ।
উঃ (b) নততল।
(ix) কোনটি প্রথম শ্রেণির যুগ্ম লিভার ? – (a) চিমটা, (b) সাঁড়াশি (c) জাঁতি, (d) মানুষের হাত।
উঃ (b) সাঁড়াশি।
(x) সাধারণ তাপমাত্রায় উবে যায় – (a) ন্যাপথলিন, (b) বরফ, (c) খাদ্যলবণ, (d) চিনি।
উঃ (a) ন্যাপথলিন।
(xi) পারদ হল একটি – (a) তরল, (b) কঠিন, (c) গ্যাস, (d) অধাতু।
উঃ (a) তরল।
(xii) সবচেয়ে হালকা মৌল কোনটি? – (a) কার্বন, (b) হাইড্রোজেন, (c) নাইট্রোজেন, (d) অক্সিজেন।
উঃ (b) হাইড্রোজেন।
(xiii) কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় – (a) গ্যাস, (b) বারুদ, (c) সোডা ওয়াটার, (d) জল।
উঃ (c) সোডা ওয়াটার।
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) ফড়িং কোন্ শ্রেণির খাদক?
উঃ প্রথম শ্রেণির খাদক।
(ii) শূন্যস্থান পূরণ করো : সব ধরনের শক্তিই শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
(iii) শূন্যস্থান পূরণ করো : ক্ষেত্রফল মাপার একক হল বর্গমিটার।
(iv) সাইকেলের চেন কোন্ সরল যন্ত্রের মতো কাজ করে ?
উঃ পুলি বা কপিকলের মত কাজ করে।
(v) পাহাড়ের চূড়ায় জমে থাকা জল ঝরণার আকারে নেমে আসলে কোন শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উঃ স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়।
(vi) সমানানুপাতটি পূরণ করো : চক্র : অক্ষদণ্ড :: লিভারের বাহুদ্বয় :আলম্ব।
(vii) আনুমানিক পরিমাণ বা আন্দাজ-এর একটি উদাহরণ দাও।
উঃ সূর্যের ভর মাপা হলো আনুমানিক পরিমাণ বা আন্দাজ-এর একটি উদাহরণ।
(viii) ফসফরাস ট্রাইফ্লুওরাইড-এর সংকেত লেখো।
উঃ ফসফরাস ট্রাইফ্লুওরাইড-এর সংকেত হলো PF3
(ix) দুটি শূন্যযোজী মৌলের নাম লেখো।
উঃ তিনটি শূন্যযোজী মৌলের নাম হলো হিলিয়াম, নিয়ন,আর্গন।
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
(i) SI-তে দৈর্ঘ্য, ভর ও সময়ের এককগুলির নাম লেখো।
উঃ SI-তে দৈর্ঘ্য এর একক হলো-মিটার,
SI-তে ভর এর একক হলো-কিলোগ্ৰাম,
SI-তে সময়ের একক হলো-সেকেন্ড।
(ii) ঘণ্টার গায়ে হাতুড়ি ছুঁয়ে রাখলে কোনো শব্দ উৎপন্ন হয় না, কিন্তু ওই হাতুড়ি দিয়ে জোরে ঘন্টার গায়ে আঘাত করলে শব্দ তার কারণ কী?
উঃ কারণ এখানে যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে পরিণত হয়।তাই হাতুড়ি দিয়ে জোরে ঘন্টার গায়ে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়।
(iii)জটিল যন্ত্র কাকে বলে?
উঃ যে যন্ত্র দুই বা তার বেশি সরল যন্ত্র মিলিয়ে তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে। যেমন-সেলাই মেশিন।
(iv) যোজ্যতা পরিমাপে হাইড্রোজেনকে প্রমাণ হিসেবে ধরা হয় কেন?
উঃ
(v) উদাহরণসহ চৌম্বক পদার্থের সংজ্ঞা দাও।
উঃ চুম্বক যেসব পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন-লোহা,নিকেল,কোবাল্ট ইত্যাদি।
4.তিন-চারটি বাক্যে উত্তর দাও:
i) নীচের উদাহরণগুলিতে শক্তির রূপান্তর লেখো:
(a) সেতারের তারকে হাত দিয়ে টান দেওয়া, (b) ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করা, (c) টর্চের সুইচ টিপে আলো জ্বালানো।
উঃ (a) যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি।
(b) বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি।
(c) রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি।
(ii) আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায়?
উঃ প্রথমে একটি ড্রপার দিয়ে ৫০থেকে ১০০ফোঁটা জল মাপনী চোঙে নিয়ে তার আয়তন মাপতে হবে। তারপর যত ফোঁটা জল নেওয়া হয়েছে সেই সংখ্যা দিয়ে প্রাপ্ত আয়তনকে ভাগ করতে হবে।
(iii) একটি জলে অদ্রাব্য কঠিন বস্তুর বা ছোটো পাথরের আয়তন এবং ঘনত্ব কীভাবে নির্ণয় করবে?
উঃ প্রথমে তুলাযন্ত্রের সাহায্যে পাথরটির ভর মাপতে হবে। তারপর একটি মাপনী চোঙে নির্দিষ্ট পরিমাণ জল নিয়ে ঐ জলে পাথরটিকে ডোবানো হলো।ফলে মাপনী চোঙের জলস্তর যতটা বৃদ্ধি পাবে সেটা হবে পাথরের আয়তন। সবশেষে পাথরের ভরকে আয়তন দিয়ে ভাগ করলে পাথরটির ঘনত্ব পাওয়া যাবে।
(iv) ভারী বস্তুকে লরিতে তোলার সময় তক্তাকে আনতভাবে রাখা হয় কেন?
উঃ কারণ তক্তাকে আনতভাবে রাখলে সেটি নততলের মতো কাজ করে। ফলে যান্ত্রিক সুবিধা বেশি হয়।ফলে ভারী বস্তুকে সহজেই লরিতে তোলা যায়।
(v) একটি পাত্রে লোহার গুঁড়ো, কিছুটা বালি ও নুন-এর মিশ্রণ আছে। কীভাবে তিনটি জিনিসকে পৃথক করবে?
উঃ প্রথমে একটি চুম্বক ব্যবহার করে মিশ্রণ থেকে লোহার গুঁড়ো পৃথক করবো। তারপর মিশ্রণটিতে জল যোগ করা হলো এবং ছাঁকনির সাহায্যে বালি আলাদা করা হলো। অবশেষে জলীয় দ্রবণটিকে তাপ প্রয়োগ করলে খাদ্য লবণ বা নুন পাওয়া যাবে।
(vi) O, 20, O2, বলতে কী বোঝায়?
উঃ ‘O’-হলো একটি অক্সিজেন পরমাণু।
‘2O’-হলো দুটি অক্সিজেন পরমাণু।
‘O2’-হলো একটি অক্সিজেন অণু।
Life Science:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) হাতির দাঁত হল ওপরের চোয়ালের রূপান্তরিত - (a) কৃন্তক, (b) ছেদক, (c) পেষক, (d) পুরাপেষক।
উঃ (a) কৃন্তক।
(ii) জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল – (a) ইনজেকশনের সিরিঞ্চ, (b) পুরোনো কাগজ, (c) ফলের খোসা, (d) খড়।
উঃ (a) ইনজেকশনের সিরিঞ্চ।
(iii) এককোশী জীবের রাজ্য হল (a) প্রোটিস্টা, (b) মোনেরা, (c) প্ল্যান্টি, (d) অ্যানিমালিয়া।
উঃ (a) প্রোটিস্টা।
(iv) কাঁপুনি দিয়ে জ্বর আসে যে রোগে, সেটি হল (a) কলেরা, (b) ম্যালেরিয়া, (c) আমাশয়, (d) জন্ডিস। -
উঃ (b) ম্যালেরিয়া।
(v) কলাগাছ একটি – (a) একবীজপত্রী, (b) দ্বিবীজপত্রী, (c) বহুবীজপত্রী, (d) বৃক্ষজাতীয় উদ্ভিদ।
উঃ (a) একবীজপত্রী।
(vi) লেজ নাচিয়ে মাঠেঘাটে ঘুরে বেড়ানো পাখি হল – (a) খঞ্জনা, (b) কাজল পাখি, (c) বুনো হাঁস, (d) পাতিকাক।
উঃ (a) খঞ্জনা।
(vii) যাযাবর পিঁপড়ে দেখা যায়। (a) শীতের দেশে, (b) গরমের দেশে, (c) বৃষ্টিপাতের আধিক্যযুক্ত অঞ্চলে, (d) বরফাচ্ছন্ন অঞ্চলে।
উঃ (b) গরমের দেশে।
(viii) পুনর্ব্যবহার করতে হবে। (a) ফেলে দেওয়া বোতল, (b) পুরোনো লোহা, (c) পাইপ, (d) DDT
উঃ (a) ফেলে দেওয়া বোতল।
(ix) দক্ষিণ ভারতে বাঘ-কে বলা হয়। (a) টাইগার, (b) শের, (c) পুলি, (d) বাঘ।
উঃ (c) পুলি।
(x) শুষ্ক আঁশ থাকে কোন্ প্রাণীর দেহে? (a) অ্যাভিস (b) মৎস্য, (c) সরীসৃপ, (d) উভচর।
উঃ (c) সরীসৃপ।
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) শূন্যস্থান পূরণ করো:
(i)কারখানা থেকে তৈরি বর্জ্যের উদাহরণ হল-বিভিন্ন রাসায়নিক পদার্থ।
(ii) লাল পিঁপড়েদের আরেক নাম কী?
উঃ নালসো পিঁপড়ে।
(iii) বেমানান শব্দটি খুঁজে বার করো : সিরিঞ্জ, তুলো, প্লাস্টার, ডিডিটি।
উঃ ডিডিটি।
(iv) ঠিক বা ভুল লেখো: চিংড়ি একপ্রকার মাছ।
উঃ ভুল।
(v) একটি টেরিডোফাইটার উদাহরণ দাও।
উঃ ফার্ণ,হর্সটেল ইত্যাদি।
3. বামদিক ও ডানদিক মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(i)জেন গুডাল. (a)বাদুড়
(ii)এম কে চন্দ্রশেখর. (b)শিম্পান্জি
(c)মৌমাছি
উঃ (i)-(b),(ii)-(a).
4. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
(i) বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন?
উঃ১. বাড়িঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরিবেশ সুন্দর থাকে। ২.বাড়িঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরিবেশ দূষণ মুক্ত থাকে এবং মন প্রফুল্ল থাকে।
(ii) ফ্লিপার কী? কীভাবে ফ্লিপার সৃষ্টি হয়েছে?
উঃ👉 তিমির সাঁতার কাটার অঙ্গকে বলে ফ্লিপার।
👉 জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য তিমির হাতদুটো পরিণত হয়েছে সাঁতার কাটার অঙ্গ ফ্লিপারে।আর পিছনের পা দুটো লোপ পেয়েছে।
(iii) সমাজবদ্ধ জীব কাদের বলা হয় উদাহরণসহ লেখো।
উঃ যেসব জীব একসঙ্গে দল বেঁধে বসবাস করে তাদের সমাজবদ্ধ জীব বলে। যেমন-মৌমাছি, পিঁপড়ে হলো সমাজবদ্ধ জীব।
(iv) তারামাছে অনুপস্থিত কিন্তু রুইমাছে উপস্থিত মৎস্য শ্রেণির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উঃ
5. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) হাতির সঙ্গে মানুষের সংঘাত দিনে দিনে বাড়ছে কেন। দুটি পরিযায়ী পাখির নাম লেখো।
(ii) রোহোল ও রাবার কী? কোথায় দেখা যায় ?
(iii) 4R পদ্ধতি কী? সংক্ষেপে বর্ণনা করো।
উঃ আমাদের চারপাশে পড়ে থাকা নানাধরনের বর্জ্যকে আবার ব্যবহার করতে হবে। আর তার জন্য চাই সুপরিকল্পনা। এব্যাপারে 4R (Reduce, Refuse, Reuse, Recycle) পদ্ধতির সাহায্য আমরা নিতে পারি।
কমিয়ে আনা ( Reduce ) : যেসব বর্জ্য পরিবেশে জঞ্জাল বাড়ায়, সেগুলির ব্যবহার কমিয়ে আনতে পারি।যেমন প্লাস্টিক ব্যাগ,
আবার কাজে লাগানো (Reuse) : ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগানো। যেমন তরকারির খোসা।
পুনর্ব্যবহার (Recycle) : ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা।পুরোনো লোহা গলিয়ে ধাতুর নতুন কিছু জিনিস তৈরি করা।
প্রত্যাখ্যান করা (Refuse) : সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস কিছুতেই ব্যবহার করব না।যেমন প্লাসটিক ব্যাগ।
(iv) ঘাস, গোলাপ ও আম গাছ কোন্ কোন্ উদ্ভিদগোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের স্বপক্ষে একটি করে যুক্তি দাও।
👉SET-2:
Physical Science:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) প্রদত্ত কোনটি তরল পদার্থ - (a) ধোঁয়া, (b) কর্পূর, (c) তামা, (d) পারদ।
উঃ (d) পারদ।
(ii) খাদ্যলবণ কী কী মৌল দিয়ে তৈরি? (a) ক্যালশিয়াম ও অক্সিজেন, (b) হাইড্রোজেন ও অক্সিজেন, (c) কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, (d) সোডিয়াম ও ক্লোরিন।
উঃ (d) সোডিয়াম ও ক্লোরিন।
( iii) কোবাল্টের চিহ্ন কোনটি ? – (a) Ca. (b) C. (c) Co. (d) K
উঃ (c) Co
(iv) একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হল –
(a) সৌরশক্তি, (b) বায়ুশক্তি, (c) কয়লার শক্তি, (d) জোয়ার-ভাটার শক্তি।
উঃ (c) কয়লার শক্তি।
(v) সমস্ত সবুজ উদ্ভিদকুল হল – (a) প্রথম শ্রেণির খাদক, (b) বিয়োজক, (c) উৎপাদক, (d) গৌণ খাদক।
উঃ (c) উৎপাদক।
(vi) সৌরকুকারে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হচ্ছে? (a) ) আলোকশক্তি তাপশক্তিতে, (b) রাসায়নিক শক্তি শব্দশক্তিতে, (c) তড়িৎশক্তি তাপশক্তিতে, (d) যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে ।
উঃ (a) ) আলোকশক্তি তাপশক্তিতে।
(vii) কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয়, তা হল - (a) আয়তন, (b) উচ্চতা, (c) ক্ষেত্রফল, (d)ঘনত্ব।
উঃ (c) ক্ষেত্রফল।
(viii) কোনটি মৌলিক একক? - (a) মোল, (b) ঘনমিটার, (c) ক্যালোরি, (d) ডাইন।
উঃ (a) মোল।
(ix) কোনো চলমান যন্ত্রে পিচ্ছিল তেল লাগানো হলে, যন্ত্রের ঘর্ষণ-(a) কমে যাবে, (b) বৃদ্ধি পাবে, (c) একই থাকবে, (d) যন্ত্রটি থেমে যাবে।
উঃ (a) কমে যাবে।
(xi) সুপারি কাটার জাঁতি কোন শ্রেণির লিভার?
(a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) এটি কোনো লিভার যন্ত্র নয়।
উঃ (a) প্রথম শ্রেণির লিভার।
(xi) আনততল হল (a) সরল যন্ত্র, (b) জটিল যন্ত্র, (c) লিভার, (d) পুলি।
উঃ (a) সরল যন্ত্র।
(xiii) প্রদত্ত জোড়গুলির মধ্যে কোনটিতে দ্বিতীয় শ্রেণির লিভার নেই? — (a) কাঁচি ও জাতি, (b) নৌকার দাঁড় ও মাছ ধরার ছিপ, (c) পেরেক তোলার যন্ত্র ও মানুষের বাহু, (d) বেলচা ও বটল ওপেনার।
উঃ (c) পেরেক তোলার যন্ত্র ও মানুষের বাহু।
Group - B:
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) ঠিক বা ভুল নির্বাচন করো : বংশগত কারণ ও সঠিক পুষ্টির ওপর বৃদ্ধি নির্ভর করে।
উঃ ঠিক।
(ii) সাদা ফসফরাসের পারমাণবিকতা কত ?
উঃ সাদা ফসফরাসের পারমাণবিকতা চার।
(iii) জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী গ্যাস পাওয়া যায় ?
উঃ ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
(iv) খেলোয়াড়দের জুতোয় স্পাইক লাগানো হয় কেন?
উঃ স্পাইকগুলি জুতোর পৃষ্ঠকে বাড়িয়ে তোলে যার ফলে ঘর্ষণ বৃদ্ধি পায় এবং খেলোয়াড়দের পিছলে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
(v) কোনো বস্তুর ওজন শূন্য হয় কেন?
উঃ কোনো বস্তুর উপর প্রযুক্ত লম্ব বল শূন্য হওয়ার কারণে বস্তুর ওজন শূন্য হয়। যেমন-পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।
(vi) দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো।
উঃ সৌরশক্তি ও জোয়ার ভাটার শক্তি।
(vii) শূন্যস্থান পূরণ করো : সৌরদিনকে আমরা 365 দিয়ে ভাগ করে পাই গড় সৌরদিন।
(viii) ঠিক বা ভুল নির্বাচন করো পাহাড়ি রাস্তা নততলের নীতি মেনে বানানো হয়।
উঃ ঠিক।
(ix) টিউবওয়েলের হাতল কোন শ্রেণির লিভার?
উঃ প্রথম শ্রেণির লিভার।
Group-C:
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
(i) তোমাদের খেলার মাঠের আয়তাকার আকার হলে, কীভাবে সেটির ক্ষেত্রফল পরিমাপ করবে?
(ii) শ্বাসকার্যে যে গ্যাসটি তুমি বাতাসে ত্যাগ করো তার সংকেত এবং সেটির একটি ভৌতধর্ম উল্লেখ করো।
(iii) অসমৃণ তল অপেক্ষা মসৃণ তলে ঘর্ষণ বল কম না বেশি হয় এবং কেন হয় ?
(iv) তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কী অসুবিধা হত?
(v) উদাহরণ সহযোগে যৌগিক পদার্থের সংজ্ঞা লেখো।
(vi) একটি কেলাসিত পদার্থের নাম ও রাসায়নিক সংকেত লেখো।
((vii) নততলের ব্যবহারে কি শক্তির খরচ বাঁচে?
Group-D:
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) শক্তি সংরক্ষণে খাদ্যশৃঙ্খলের গুরুত্ব লেখো।
(ii) কপিকলের কার্যনীতি আলোচনা করো।
(ii) SI একক বলতে কী বোঝায়? এই পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি কী কী?
(iv) ধাতু ও অধাতুর দুটি পার্থক্য লেখো। মিশ্র ও যৌগিক পদার্থের পার্থক্য লেখো। যোজ্যতা কী?
(v) নাম লেখো : H2S, HI, PF3. CO। ছাঁকনি হিসেবে ব্যবহার করা হয় এরূপ কাগজকে কী বলে?
Life Science:
Group-A:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) ক্যাপসুলের মতো গুঁড়ি গুঁড়ি রেণু থাকে – (a) টেরিডোফাইটাতে, (b) ব্রায়োফাইটাতে, (c) ছত্রাকে (d) শ্যাওলাতে।
উঃ(b) ব্রায়োফাইটাতে।
(i) দই-এর মধ্যে যে জীবটি বর্তমান সেটি হল – (a) ব্যাকটেরিয়া, (b) ভাইরাস, (c) প্রোটোজোয়া, (d) কোনোটিই নয়।
উঃ (a) ব্যাকটেরিয়া।
(iii) জোঁক হল একপ্রকার – (a) মোলাস্কা, (b) অ্যানিলিডা, (c) আর্থোপোড়া, (d) প্লাটিহেলমিনথিস।
উঃ (b) অ্যানিলিডা।
(iv) সারা পৃথিবীর মোট প্রজাতির সংখ্যা হল - (a) 3 কোটি, (b) 30 কোটি, (c) 3 লাখ, (d) 30 লাখ।
উঃ (a) 3 কোটি।
(v) তিমি ব্রোহোল দিয়ে যে নিশ্বাস বায়ু ছাড়ে - (a) 1 - 2 ফুট, (b) 10 - 40 ফুট, (c) 50-80 ফুট, (d) 80 – 100 ফুট।
উঃ (b) 10 - 40 ফুট।
(VI) বাঘ শিকার করে – ( a) সূর্যাস্তে, ( b) গোধূলি-তে, (c) সূর্যাস্তের ও গোধূলির মধ্যেকার সময়ে, (d) সূর্যাস্তের আগে।
উঃ (c) সূর্যাস্তের ও গোধূলির মধ্যেকার সময়ে।
(vii) বিষধর সাপের বিষ আঘাত করে – (a) স্নায়ুতন্ত্রে, (b) রক্ত সংবহন তন্ত্রে, (c) রেচন তন্ত্রে, (d) a ও b দুটোই।
উঃ (d) a ও b দুটোই।
(viii) সুস্থ পরিবেশের জন্য কখনোই ব্যবহার করা উচিত নয় – (a) পুরোনো লোহা, (b) প্লাস্টিক, (c) ফলের খোসা, (d) মাছের আঁশ।
উঃ (b) প্লাস্টিক।
(ix) নিম্নলিখিত কোন্ বর্জ্যাকে মাটি চাপা দিয়ে রাখলে সারে পরিণত হবে? -(a) পাতা, (b) ফলের খোসা, (c) সবজির খোসা, (d) সবকটি।
উঃ (d) সবকটি।
(x) নিম্নলিখিত কোন্ বর্জ্যের পুনঃর্ব্যাবহার করা সম্ভব? -
(a) সবজির খোসা, (b) পেনের রিফিল, (c) প্লাস্টিকের ব্যাগ, (d) কোনোটিই নয়।
উঃ (a) সবজির খোসা।
Group-B:
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) শূন্যস্থান পূরণ করো : এডিস মশার কামড়ের সঙ্গে
ডেঙ্গু এর জীবাণু ঢুকে যেতে পারে।
(ii) ঠিক বা ভুল লেখো : বায়ুদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল ম্যালেরিয়া।
উঃ ভুল।
(iii) শূন্যস্থান পূরণ করো : ভাঙা পাইপের টুকরো আসলে বাড়িতে পাওয়া একপ্রকারের বর্জ্য পদার্থ।
(iv) মৌচাককে কীভাবে জল নিরোধক করা হয়?
উঃ
(v) চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ কোনটি?
উঃ ডিডিটি।
(vi) আমি ঠিক পুরোপুরি জীব নই, জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা। – আমি কে?
উঃ ভাইরাস।
(vii) যেসব খাদ্যযোগ্য ব্যাঙের ছাতা তোমার বাড়ির আশেপাশে বর্ষাকালে জন্মায়, তাদের কী বলা হয়?
উঃ ছত্রাক।
Group-C:
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
(i) চিংড়িকে সন্ধিপদী বা আর্থ্রোপোডা বলে কেন?
(ii) জৈব-অভঙ্গুর বস্তু ব্যবহার করার দুটি কুফল লেখো। (HT) শিম্পাঞ্জির সঙ্গে মানুষের জীবনযাত্রার মিল দেখাও।
(iv) সমাজবদ্ধ জীব কাদের বলে?
উঃ যেসব জীব একসঙ্গে দল বেঁধে বসবাস করে তাদের সমাজবদ্ধ জীব বলে। যেমন-মৌমাছি, পিঁপড়ে হলো সমাজবদ্ধ জীব।
Group-D:
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) পাউরুটি বেশ কিছুদিন খোলা জায়গায় রেখে দিলে কী হবে? মটরের খোসাটি ছাড়ালে কতগুলি বীজপত্র দেখা যায়?
(ii) মাছেরা জলের মধ্যে কী কী বিপদের সম্মুখীন হয়?
(iii) সুন্দরবনের বাঘের ত্বকের কোন্ বৈশিষ্ট্যের জন্য বাদাবনের হেতাল গাছের ফাঁকে লুকিয়ে থাকতে পারে? খাঁড়ি জল বলতে কী বোঝো?
(iv) বর্জ্যকে পদার্থ বলা হয় কেন? একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম লেখো।
👉SET-3:
Physical Science:
Group-A:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) কয়লা পোড়ানো হচ্ছে, এমন শক্তির রূপান্তরটি হল - (a) তাপশক্তি → যান্ত্রিক শক্তি, (b) রাসায়নিক শক্তি → তাপশক্তি, (c) তাপশক্তি → শব্দশক্তি, (d) তাপশক্তি → আলোকশক্তি।
উঃ (b) রাসায়নিক শক্তি → তাপশক্তি।
(ii) মানুষের হাতের তালুতে কিছু পরিমাণ পদার্থ চাপানো হলে, আলম্ব বিন্দুর অবস্থান হয় - (a) হাতের পেশিতে, (b) কনুইতে, (c) কাঁধে, (d) ভারের অবস্থানে।
উঃ (b) কনুইতে।
(iii) রেডিয়োর নব হল-(a) কপিকল, (b) লিভার, (c) . (d) চক্র ও অক্ষদণ্ড।
উঃ (d) চক্র ও অক্ষদণ্ড।
(iv) দৈর্ঘ্য মাপার ছোটো একক হল (a) মিটার, (b) সেন্টিমিটার, (c) মিলিমিটার, (d) ডেসিমিটার।
উঃ (c) মিলিমিটার।
(v) ডাইন হল (a) বলের একক, (b) চাপের একক, (c) শক্তির একক (d) উষ্ণতার একক।
উঃ (a) বলের একক।
(vi) প্রস্থ থাকে - (a) বৃত্তে, (b) গোলকে, (c) আয়তক্ষেত্রে, ( d) শঙ্কুতে।
উঃ (c) আয়তক্ষেত্রে।
(vii) 1000 ঘন সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে হয়- (a) 100 লিটার, (b) 1 লিটার, (c) 10 মিটার, (d) 1000 লিটার।
উঃ (b) 1 লিটার।
(vii) দু-হাতের তালু পরস্পর ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? - (a) আলোক শক্তি তাপ শক্তিতে, (চ) যান্ত্রিক তড়িৎ শক্তিতে, (c) রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে (d) যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে।
উঃ (d) যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে।
(ix) (পাই) এর মান হল (a) 21/7. (b ) 22/7(c) 23/7 (d)24/5
উঃ (b ) 22/7
(x) Ba চিহ্ন দ্বারা- (a) ব্রোমিন, (b) বেরিলিয়াম, (c) বোরন, (d) বেরিয়ামকে প্রকাশ করা হয়।
উঃ (d) বেরিয়ামকে প্রকাশ করা হয়।
(xi) ফসফরাসের চিহ্ন - (a) P (b) F. (c) K. (d)S
উঃ (a) P
(xii) বল, আলম্ব এবং বাধার মাঝে থাকে। (a) প্রথম শ্রেণির লিভারে, (b) দ্বিতীয় শ্রেণির লিভারে, (c) তৃতীয় শ্রেণির লিভারে, (d) সবকটিই।
উঃ (c) তৃতীয় শ্রেণির লিভারে।
(xii) মিথেনের সংকেত হল – (a) C2H2 (b) ) C2H4(c) CH4(d) C2H6
উঃ (c) CH4
(xiv) তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ হল -- (a) শরবত,(b) সোডা ওয়াটার, (c) ধোঁয়া, (d) দুধ।
উঃ (b) সোডা ওয়াটার।
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
GroupB:
(i) পোড়াচুনে যদি জল দেওয়া হয় তবে কোন্ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উঃ রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি।
(ii) বায়ুশক্তির একটি ব্যবহার লেখো।
উঃ বায়ুকলে বায়ুশক্তি ব্যবহার করা হয়।
(iii) ঠিক বা ভুল নির্বাচন করো : তামার চিহ্নটি হল Ca
উঃ ভুল।
(iv) চিনির রাসায়নিক সংকেত কী?
উঃ C12H22O11
(v) শূন্যস্থান পূরণ করো : একটি হালকা নিষ্ক্রিয় গ্যাস হল হিলিয়াম।
(vi) দুটি সরলযন্ত্রের নাম লেখো, যাদের আলম্ব নেই।
উঃ বেলচা ও হাতুড়ি।
(vii) গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে, তাকে কী বলে?
উঃ গতিশক্তি।
(viii) শূন্যস্থান পুরণ করো: যন্ত্রকে জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় পিচ্ছিল তেল বা গ্ৰিজ।
(ix) ঘড়ির মিনিটের কাঁটা একবার পুরো ঘুরে আসতে কত সময় নেয় ?
উঃ ৬০ মিনিট বা ১ ঘন্টা।
(x) আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার জন্য ব্যবহৃত দন্ডটি কী কী উপাদান নিয়ে গঠিত?
উঃ প্ল্যাটিনাম ও ইরিডিয়াম।
Group-C:
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
(i) দুটি বিষয়ের উল্লেখ করো, যার ওপর ঘর্ষণ বল নির্ভর করে।
(ii) O এবং O2, বলতে কী বোঝায়?
(iii) H2 -এর দুটি ধর্ম লেখো।
(iv) মাটির সঙ্গে খাড়াভাবে থাকা একটি নারিকেল গাছে উঠতে হলে গাছ বেয়ে ওঠা সুবিধাজনক নাকি গাছে হেলান দিয়ে রাখা মই দিয়ে ওঠা সুবিধাজনক?
(v) যন্ত্রের পরিচর্যা দরকার হয় কেন?
(vi) CH4 ও HCI যৌগ দুটি থেকে তুমি কী কী জানতে পারো?
(vii) পরিমাপ কাকে বলে?
Group-D:
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) পারদের মধ্যে অধাতুর বৈশিষ্ট্যটি কী? পদার্থের কোনো স্থায়ী অবস্থা আছে কি না উদাহরণসহ ব্যাখ্যা করো।
(ii) যোজ্যতা কী? কোনো জ্বলন্ত বস্তুতে জল ঢাললে কী ঘটে এবং কেন ঘটে ?
(iii) 1 মিটার উচ্চতাবিশিষ্ট একটি ঘনকাকার ট্যাংকে কতটা জল ধরবে তা নির্ণয় করো।
(iv) অক্সানোমিটার যত্নে কীভাবে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় তা সংক্ষেপে লেখো।
(v) নীচের যন্ত্রগুলির মধ্যে কোনটি সরল যন্ত্র এবং কোনটি জটিল যন্ত্র উল্লেখ করো:
বঁটি, গাইতি, সাইকেল, ফ্যান, লাঙল, ট্যাক্টর।
(vi) দেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদ অংশে ঘষলে দেশলাই কাঠি জ্বলে ওঠে কেন?
Life Science:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
Group A:
1) শুশনি শাক একপ্রকার – (a) ব্রায়োফাইট, (b) টেরিডোফাইটা, (c) অ্যাঞ্ছিত স্পার্ম, (d) জিমনোস্পার্ম।
উঃ (a) ব্রায়োফাইট।
(ii) কোন মাছ মশার লার্ভা ভক্ষণ করে। - (a) গাম্বুসিয়া (b) রুই, (c) ইলিশ, (d) ভেটকি।
(iii) Reduce পদ্ধতির উদাহরণ - (a) প্লাস্টিক ব্যাগ, (b) লোহা, (c) তরকারির খোসা, (d) রোগীর রক্ত লাগা তুলো।
উঃ (a) প্লাস্টিক ব্যাগ।
(iv) হিন্দি ভাষায় বাঘকে বলা হয় (a) প্যানথেরা, (b) হুলি, (c) পুলি, (d) শের।
উঃ (d) শের।
(v.) কোন পর্বের প্রাণীদের মুখ দেহের নীচের দিকে থাকে? - (a) মোলাস্কা, (b) একাইনোডারমাটা, (c) অ্যানিলিডা, (d) আর্থ্রোপোডো।
(VI) টিনবারজেন কোন পাখিদের ওপর পরীক্ষা করেন? - (a) চড়াই, (b) হাঁস, (c) হেরিং গাল, (d) কাক।
(vii) খালি বোতল কোথাকার বর্জ্য? – (a) বাড়ি, (b) পৌরসভা, (c) ব্যাবসা, (d) কারখানা।
উঃ (a) বাড়ি।
(viii) কোটি জৈব ভঙ্গুর পদার্থের উদাহরণ ? - (a) ভাঙা গাছপালা, (b) খড়, (c) ফলের খোসা, (d) সবকটি ই।
উঃ (d) সবকটি ই।
(ix) পাউরুটি বেশ কয়েকদিন পড়ে থাকলে কী রঙের ফানজাই দেখা যায় ?(a) নীলচে সাদা, (b) কালচে সবুজ (c) নীলচে সবুজ, (d) কালচে নীল।
(x) মৌমাছির দেহের ঘাম হল আসলে (a) মধু, (b) মোম, (c) নেকটার, (d) কোনোটিই নয়।
উঃ (b) মোম।
Group-B:
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) বাঘের চোখের রেটিনায় কী বস্তু থাকায় অল্প আলোতেও দেখতে পায় ?
(ii) শূন্যস্থান পূরণ করো : দ্বিবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস থাকে।
(iii) ঠিক বা ভুল লেখো : মানুষ হল অ্যাভিস শ্রেণির প্রাণী।
(iv) ফ্লাই অ্যাশ কী?
(v) বেমানান শব্দটি খুঁজে বার করো : কাজল পাখি, খঞ্জনা, বুনো হাঁস, মাছরাঙা।
(vi) শূন্যস্থান পূরণ করো : কৃষিজমি থেকে জলের সঙ্গে - নদীতে পড়ে ও বহু জলজ জীবের মৃত্যু ঘটায়।
(vii) উইপোকা সবসময় সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলাফেরা করে কেন?
Group-C:
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
(i) লাল পিঁপড়ের দল কীভাবে কালো পিঁপড়েদের দাস বানায়?
(ii) বান্ধবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো।
(iii) বর্জ্য পদার্থ থেকে স্বাস্থ্য সম্পর্কিত কী কী সমস্যা হয় ?
(iv) উইপোকা কীভাবে খাবার হজম করে?
Group-D:
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন- (a) বোলতাদের সমাজ ব্যবস্থা (b) শুঁয়োপোকাদের আচরণ। গরমের দেশে কোন্ ধরনের পিঁপড়ে দেখা যায়?
(ii) তিমির কোন্ কোন্ বৈশিষ্ট্য তাকে জলে ভেসে থাকতে সাহায্য করে।
(iii) প্লাস্টিক কীভাবে আমাদের ক্ষতি করে। কোন্ বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়।
(iv) অ্যানিলিডা ও আর্থ্রোপোডার মধ্যে দুটি পার্থক্য লেখো। ফানজাই এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
👉SET-4:
Physical Science:
Group - A:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) নততল ভূমির সঙ্গে কী প্রকার কোণ সৃষ্টি করে? – (a) সমকোণ, (b) সূক্ষ্মকোণ, (c) স্থূলকোণ, (d) সরলকোণ।
উঃ (b) সূক্ষ্মকোণ।
(ii) কপিকল ও পুলি আমাদের বল প্রয়োগের দিকটিকে – (a) সোজা, (b) উলটো, (c) একই, (d) কোনাকুনি করে দেয়।
(iii) তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু হল - ( a) গ্রাফাইট (b) হিরে, (c) বোরন (d) ফুলারিন।
উঃ ( a) গ্রাফাইট।
(iv) জল অপেক্ষা হালকা ধাতু হল --- (a) লিথিয়াম, (চ) ক্রোমিয়াম, (c) ক্যালশিয়াম, (d) পটাশিয়াম।
উঃ (a) লিথিয়াম।
(v) তরল ধাতু হল-(a) পারদ, (b) ব্রোমিন, (c) জল. (d) লোহা ।
উঃ (a) পারদ।
(v) 1ঘন্টা গড় সৌরদিনের - (a) 1 অংশ, (b) 1/2 অংশ, (c) 1/24 অংশ, (ন) 1/12 অংশ।
উঃ (c) 1/24 অংশ।
(vi) বেগ এর একক হল- (a) মিটার / সেকেন্ড, (b) কেজি / সেকেন্ড, (২) মিটার / সেকেন্ড২(d) সেমি / সেকেন্ড।
উঃ (a) মিটার / সেকেন্ড।
(vii) স্পর্শহীন বল হল -(a) চাপ, (b) আয়তন, (c) বস্তুকে টানা, (d)ওজন।
উঃ (d)ওজন।
(viii) তোমার উচ্চতা মাপার জন্য কোন একক ব্যবহার করবে। (a) কিমি. (b) সেমি. (c) কেজি, (d) পিকোমিটার।
উঃ (b) সেমি।
(ix) প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি চৌম্বক পদার্থের উদাহরণ? (a) সোনা, (b) রূপো, (c) তামা, (d) লোহা।
উঃ (d) লোহা।
(x) বস্তুর ভর মাপার যন্ত্রটি হল-(a) মাপনি চোঙ, (b) স্লাইড ক্যালিপার্স, (c) সাধারণ তুলা (d) স্টপওয়াচ।
উঃ (c) সাধারণ তুলা।
(xi) সব শক্তি শেষ পর্যন্ত- (a) স্থিতিশক্তি, (b) গতিশক্তি, (c) তাপশক্তি, (d) আলোকশক্তিতে রূপান্তরিত হয়।
উঃ (c) তাপশক্তি।
(xii) সমুদ্রের জলের বা নুনজলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয়- (a) ব্যাপন, (b) পরিস্রাবণ, (c) কেলাসন, (d) অভিস্রবণ পদ্ধতির সাহায্যে।
উঃ (c) কেলাসন।
Group- B:
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) আমি এক ধরনের মৌল, যারা সাধারণ অবস্থায় নিজেদের মধ্যে বা অপর কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে না। - আমি কে?
(ii) শূন্যস্থান পুরণ করো PCl5- এর পুরো নাম-
(iii) ঠিক বা ভুল নির্বাচন করো : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।
(iv) শূন্যস্থান পূরণ করো : দাঁড়িপাল্লার পরিমাপ সঠিক হলে সূচকটি-আসে।
(v) প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়।
(vi) একটি স্প্রিং-কে সংকুচিত করলে কী ধরনের শক্তি সঞ্চিত হয়।
(vii) শূন্যস্থান পূরণ করো : ক্যান্ডেলা হল-পরিমাপের একক।
(viii) খেলোয়াড়দের জুতোয় স্পাইক লাগানো হয় কেন?
(ix) দেয়াল ফুটো, কাঠ ফুটো করতে কোন্ জটিল যন্ত্র ব্যবহৃত হয়।
(x) পেরেক অপেক্ষা স্ক্রু (Screw)-এর যান্ত্রিক সুবিধা অনেক বেশি কেন?
Group-C:
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
(i) চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন?
(ii) Co ও CO-এর মধ্যে পার্থক্য লেখো।
(iii) ঘর্ষণ বল আছে বলে আমরা কী কী সুবিধা পেতে পারি?
(iv) প্রাত্যহিক জীবনে একটি ঘটনার উদাহরণ দাও যেখানে দেখা যায় বল প্রয়োগের অভিমুখ এবং অতিক্রান্ত বাধা প্রস্পর বিপরীতমূখী"।
(v) রাশি কাকে বলে? উদাহরণ দাও।
(vi) বেলচা, কোদাল, জাতি, মুখের চোয়াল কোন শ্রেণির লিভার লেখো।
• Group-D:
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
(i) কার্বন ও অক্সিজেনের ধর্মের তিনটি তুলনা লেখো।
(ii) মিশ্র পদার্থের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
(iii) কয়লা কী করে সৃষ্টি হয়েছে তা লেখো।
(iv) আপেক্ষিক গতি কাকে বলে? ঝাড়ে বাড়ির ছাউনি উড়ে যায় কেন।।
(v) একটি যন্ত্রের যান্ত্রিক সুবিধা 5। 20 কিগ্রা ভার বল প্রয়োগ করলে, যন্ত্রটি কত ভার তুলতে পারবে?
(vi) দুটি তলের মধ্যে ঘর্ষণ বল কীভাবে সক্রিয় হয়। ঘর্ষণের ফলে কী হয়?
(vii) আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায় ?
আসে।
Life Science:
Group - A:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে – (a) সি-হর্স, (b) শোল, (c) প্যারাডাইস, (d) তেলাপিয়া মাছ।
(ii) সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে -a) হাম্পব্যাক তিমি, (b) বালিন তিমি, (c) নীল তিমি, (d) স্পার্ম তিমি।
(iii) বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হল – (a) ধাতু, (b) প্লাস্টিক, (c) সবজি, (d) নাইলন।
(iv) কম্পোস্ট হল একপ্রকার – (a) চিকিৎসাজাত আবর্জনা, (b) জৈব সার, (c) তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, (d) রাসায়নিক সার।
(v) ম্যালেরিয়া রোগ ছড়ায় – (a) এডিস, (b) অ্যানোফিলিস, (c) কিউলেক্স, (d) তেলাপিয়া ।
(vi) -এর পুনর্ব্যবহার সম্ভব নয়। - (a) লোহা, (b) অ্যালুমিনিয়াম, (c) কম্পিউটারের ভাঙা অংশ, (d) পচা সবজি।
(vii) গাছপালা, শ্যাওলা, মস, ফার্ন সমস্ত উদ্ভিদকে নিয়ে গঠিত রাজ্যটি হল -(a) ফানজাই, (b) ব্রায়োফাইটা, (c) অ্যানিম্যালিয়া, (d) প্ল্যান্টি।
(viii) এদের মধ্যে যেটি সমাজবদ্ধ জীব নয়, তারা হল : (a) পিঁপড়ে, (b) উইপোকা, (c) মৌমাছি, (d) মশা।
(ix) উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হল - (a) বানর, (b) বাদুড়, (c) সাপ, (d) পায়রা।
(x) কলাগাছ একটি – (a) একবীজপত্রী, (b) দ্বিবীজপত্রী, (c) বহুবীজপত্রী, (d) বৃক্ষজাতীয় উদ্ভিদ।
Group-B:
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) শূন্যস্থান পূরণ করো : - ও উপরের ঠোঁট জোড়া লেগে হাতির শুঁড় তৈরি হয়েছে।
ii) বেমানান শব্দটি খুঁজে বার করো : অ্যামিবা, স্পঞ্জ, জেলিফিশ, ইস্ট।
(iii) কোন্ মেরুদণ্ডী প্রাণীর মধ্যে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি বৈচিত্র্য পেয়েছেন ?
(iv) শূন্যস্থান পূরণ করো : লেবু পচে গেলে তার গায়ে একরকম নীলচে-সাদা ছাতা পড়ে। এগুলো আসলে
(v) ঠিক বা ভুল লেখো : শ্রমিক মৌমাছিরা আসলে রানি মৌমাছির মেয়ে।
(vi) কোন ধরনের বর্জ্য পদার্থে জীবাণু থাকার সম্ভাবনা বেশি থাকে?
(vii) ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম লেখো।
Group - C:
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
(i) এডিস ও কিউলেক্স মশার দুটি পার্থক্য লেখো।
(ii) খাদ্যের উৎস বোঝানোর জন্য মৌমাছিদের মধ্যে কয়প্রকারের নৃত্য দেখা যায় ও কী কী?
(iii) বৃক্ষজাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উদাহরণ দাও।
(iv) খোলা স্থানে বর্জ্য পদার্থ জমা রাখলে কী কী অসুবিধা হতে পারে?
Group-D:
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
(i) একটি করে গ্যাসীয়, তরল ও কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ দাও।
(ii) টীকা লেখো : সি-হর্স।
(ii) কুমির ও রুই মাছ কোন্ কোন্ শ্রেণির অন্তর্গত? তোমার বক্তব্যের স্বপক্ষে একটি করে যুক্তি দাও।
(iv) বাঘিনী কীভাবে সন্তানদের পালন করে?
👉SET-5:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i)কোন্ রাশিটি মৌলিক রাশি নয়?-(a) আয়তন, (b) দৈর্ঘ্য, (c) সময়, (d) ভর।
উঃ -(a) আয়তন।
(ii) কোন শ্রেণির লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে ? (a) প্রথম, (b) দ্বিতীয়, (c) তৃতীয়, (d) সবকটি।
(iii) একটি তরল ধাতু হল - (a) লোহা. (b) পারদ, (c) ব্রোমিন, (d) পিতল।
উঃ (b) পারদ।
(iv) SI-তে ওজনের একক হল (a) নিউটন, (b) ডাইন, (c) মোল, (d) কিলোগ্রাম।
উঃ
(v) একটি স্পর্শহীন বল হল (a) ভর, (b) ওজন, (c) আয়তন, (d) চাপ।
উঃ
(vi) স্প্রিং তুলা দিয়ে মাপা হয় – (a) ওজন, (b) ভর, (c) আয়তন, (d) দৈর্ঘ্য।
উঃ (a) ওজন।
(vii) একটি মিশ্র পদার্থের উদাহরণ হল (a) সোডিয়াম, (b) ব্রোমিন, (c) তামা, (d) বায়ু।
উঃ (d) বায়ু।
(viii) মাছ ধরার ছিপ একটি (a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) কোনোটিই নয়।
উঃ
(ix) নততল ভূমির সঙ্গে কী প্রকার কোণ সৃষ্টি করে? (a) সমকোণ, (b) সূক্ষ্মকোণ (c) স্থূলকোণ, (d) সরলকোণ।
উঃ (b) সূক্ষ্মকোণ।
(x) বাঁধের জলে সজ্জিত শক্তি হল। - (a) গতিশক্তি, (b) স্থিতিশক্তি, (c) তড়িৎশক্তি, (d) চৌম্বকশক্তি।
উঃ (b) স্থিতিশক্তি।
(xi) একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল - (a) সৌরশক্তি, (b) কয়লা, (c) পেট্রোলিয়াম, (d) প্রাকৃতিক গ্যাস।
উঃ (a) সৌরশক্তি।
(xii) ডিজিট্যাল ঘড়ির সাহায্যে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব, তা হল - (a) 0.1 সেকেন্ড, (b) 0.01 সেকেন্ড, (c) 0.001 সেকেন্ড, (d) 1 সেকেন্ড।
(xiii) K যে মৌলটির চিহ্ন, তা হল – (a) কোবাল্ট, (b) ক্যালশিয়াম, (c) পটাশিয়াম, (d) ক্লোরিন।
উঃ (c) পটাশিয়াম।
(xiv) Panthera tigris কার বিজ্ঞানসম্মত নাম ? (a) বাঘ, (b) হাতি, (c) সিংহ. ( d) শিম্পাঞ্জি।
উঃ (a) বাঘ।
(xv) একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয়- (a) গণ, (b) প্রজাতি, (c) গোত্র, (d) শ্রেণি।
xvi) ‘বাংলার কীটপতঙ্গ' বইটি কার লেখা? – (a) গোপালচন্দ্র ভট্টাচার্য, (b) সালিম আলি, (c) রতনলাল ব্রহ্মচারী
(xvii) তারামাছ হল – (a) আর্থ্রোপোডা, (b) মোলাস্কা, (c) একাইনোডার্মাটা, (d) অ্যানিলিডা পর্বের প্রাণী।
(xviii) দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে?-(a) Reduce, (b) Reuse, (c) Recycle, (d) Refuse
উঃ (d) Refuse
1 , ( d) রাঘবেন্দ্র গাড়াগকার।
(xix) উইপোকার প্রধান খাদ্য হল (১) প্রোটিন, (b) ফ্যাট, (c) সেলুলোজ, (d) ফুলের মধু।
(x) স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থ হল – (a) ছাই, (b) পচা ফল, (c) ইনজেকশনের সিরিঞ্জ, (d) অ্যাসবেস্টস।
উঃ (c) ইনজেকশনের সিরিঞ্জ।
(xxi) বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে। (a) সি-হর্স, (b) শোল, (c) প্যারাডাইস, (d) তেলাপিয়া মাছ।
(xxii) দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পরও যে বর্জ্য পদার্থগুলির কোনো পরিবর্তন হয় না, তাকে বলে-
(a) জৈব-ভঙ্গুর বর্জ্য পদার্থ, (b) জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ, (c) a ও b উভয়ই, (d) কোনোটিই নয়।
উঃ (b) জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ।
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
(ii) শূন্যস্থান পূরণ করো : PCl5 এর পুরো নাম-
(iii) উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
(iv) পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কী?
উঃ হাইড্রোজেন সালফাইড।
(v) SI-তে আলোর তীব্রতার এককের নাম কী ?
(vi) ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ দাও।
(vii) স্ক্রু-এ কোন্ নীতির প্রয়োগ করা হয় ?...
(viii) জলের রেশম আসলে কী ?
(ix) টিউবওয়েলের হাতল কোন শ্রেণির লিভার?
(x) ঠিক বা ভুল লেখো : ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে।
(xi) শূন্যস্থান পূরণ করো : চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য হল
(xii) তিমির শ্বাসঅঙ্গটির নাম কী ?
(xiii) নেকটার কী?
(xiv) একটি গুপ্তবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম লেখো।
(xv) আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার জন্য ব্যবহৃত দণ্ডটি কী কী উপাদান নিয়ে গঠিত ?
3.একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
(i) পরিশ্রুত ও অবশেষ কাকে বলে?
(ii)টেবিলে আটকানো স্প্রিং-এর ওপর একটি ক্যাম্বিস বল রেখে বলসুদ্ধ স্প্রিংটাকে জোরে চেপে সংকুচিত করা হল। তারপর হাত সরিয়ে নেওয়া হল। কী ঘটবে এবং কেন? ব্যাখ্যা করো।
(iii) H2 এর দুটি ধর্ম লেখো।
(iv) মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।
(v) একটি দ্বিতীয় শ্রেণির লিভারের রেখাচিত্র অঙ্কন করো।
(vi) ব্যক্তবীজী ও গুপ্তবীজী কাকে বলে? উদাহরণ দাও। (vii) সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে?
(viii) তোমার চারপাশে যে-কোনো দুটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আবার কাজে লাগাতে পারে।
4.তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) ঘূর্ণন অক্ষ কী? কীভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়।।
(ii) খাদ্য পিরামিড কী? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কী বলে? লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো।
(iii) মিশ্র ও যৌগিক পদার্থের দুটি পার্থক্য লেখো। পারমাণবিকতা কী?
(iv) 'গড় সৌরদিন' বলতে কী বোঝোয়? এর থেকে 1 সেকেন্ড'-এর হিসেব কীভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো।
(v) বীরুৎ ও গুল্ম কাকে বলে? জোঁক কোন পর্বভুক্ত প্রাণী।
(vi) মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? মা তেলাপিয়া কীভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে?
(vii) বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কী? পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো।
(viii) চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কী? শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে?
👉SET-6:
Physical Science:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) মানুষের হাত কোন্ শ্রেণির লিভার ? - (a) প্রথম শ্রেণির, (b) দ্বিতীয় শ্রেণির, (c) তৃতীয় শ্রেণির (d) প্রদত্ত সবকটি।
(ii) স্ক্রু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে, তা হল – (a) লিভার, (b) নততল, (c) পুলি, (d) চক্র ও অক্ষদণ্ড।
উঃ (b) নততল।
(iii) প্রদত্ত কোনটি জটিল যন্ত্র। (a) করাত, (b) ছেনি, (c) সূচ, (d) সেলাই যন্ত্র ।
উঃ (d) সেলাই যন্ত্র ।
(iv) প্রাথমিক বা মৌলিক রাশি হল (a) ক্ষেত্রফল, (b) সময়, (c) আয়তন, (d) বেগ।
উঃ (b) সময়।
(v) স্পর্শহীন বল হল (a) চাপ, (b) আয়তন, (c) বস্তুকে টানা, (d) ওজন।
(vi) অণু-পরমাণুর পরিমাণ পরিমাপের একক হল - (a) ক্যান্ডেলা, (b) মোল, (c) অ্যাম্পিয়ার, (d) মিটার।
উঃ (b) মোল।
(vii) আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা কী থেকে পাই? (a) সূর্য, (b) গুল, (c) খনিজ পদার্থ (d) খাদ্য।
উঃ (d) খাদ্য।
(viii) একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল (a) সৌরশক্তি, (b) কয়লা, (c) পেট্রোলিয়াম, (d) প্রাকৃতিক গ্যাস।
উঃ (a) সৌরশক্তি।
(ix) Ca যে মৌলটির চিহ্ন, তা হল- (a) কোবাল্ট, (b) ক্যালশিয়াম, (c) ক্লোরিন, (d) ক্রোমিত্রাম।
উঃ (b) ক্যালশিয়াম।
(x) হাইড্রোজেন সালফাইডের সংকেত হল - (a) H2S, (b) HI, (c) H2O(d) PH3.
উঃ (a) H2S
(xi) সব শক্তি শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? (a) স্থিতিশক্তি, (b) গতিশক্তি, (c) তাপশক্তি, (d) আলোক শক্তি।।
উঃ (c) তাপশক্তি।
(xii) একটি চৌম্বক পদার্থ হল । (a) তামা, (b) সোনা, (c) নিকেল, (d) দস্তা।
উঃ (c) নিকেল।
(xiii) নততল যত হেলানো হয়, তার যান্ত্রিক সুবিধা – (a) তত বাড়ে, (b) তত কমে, (c) বাড়তে পারে, (d) কমতে পারে।
2. সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উঃ কপিকল।
(ii) উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী?
উঃ থার্মোমিটার।
(iii) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রের নাম কী?
উঃ অক্সানোমিটার।
(iv) শূন্যস্থান পূরণ করো : সবচেয়ে হালকা মৌল
(v) ঠিক বা ভুল নির্বাচন করো : কম্পিউটার একটি সরল যন্ত্র।
(vi) সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম লেখো।
(vii) প্রমাণ মিটার মাপার সময় কত উদ্ভূতা রাখা হয়?
(viii) জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী গ্যাস পাওয়া যায়?
উঃ ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
(ix) মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয়?
উঃ পরমাণু।
(x) নততলের ব্যবহারে কি শক্তি খরচ বাঁচে?
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
(i) লদ্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।
(ii) শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো।
(iii) ঘর্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো।
(iv) তোমার জানা দুটি ধাতুর নাম উল্লেখ করো এবং ওই ধাতু দুটির প্রধান বৈশিষ্ট্য লেখো।
(v) ঘনত্ব কাকে বলে? CGS পদ্ধতিতে ঘনত্বের একক কী?
(vi) নিকেল ও কপারের গুঁড়োর মিশ্রণ থেকে কীভাবে নিকেলকে পৃথক করবে?
উঃ একটি চুম্বক ব্যবহার করে নিকেলকে পৃথক করবো।
4.তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(i) সৌরশক্তি কী? সৌরশক্তির তিনটি ব্যবহার লেখো।
(ii) একই রাশির বিভিন্ন মাপের একক ব্যবহার করা হয় কেন? সাধারণ তুলাযন্ত্রের সূচকের সাম্যাবস্থা কাকে বলে ?
(iii) প্রাকৃতিক রাশি কাকে বলে ? গঠনগতভাবে রাশি কয়প্রকার ও কী কী?
(iv) জলকে সর্বজনীন দ্রাবক' বলা হয় কেন?
(v) O,2O, O2 বলতে কী বোঝায়?
(vi) খাদ্য পিরামিড কী? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কী বলে? খাদ্যজাল বলতে কী বোঝায় ?
👉SET-7:
(i) টিকিটিকি হল এক ধরনের – (- a) পাখি, (b) সরীসৃপ, (c) স্তন্যপায়ী, (d) উভচর। (ii) আমাশয় রোগ ঘটায় যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভূক্ত সেটি হল - (a) প্রোটিস্টা, (b) প্ল্যান্টি, (c) মোনেরা, (d) অ্যানিমালিয়া।
C (iv) ছোলা হল একটি (a) সপুষ্পক, (b) অপুষ্পক, (c) দ্বিবীজপত্রী, (d) a ও উভয়ই । (v) ঢেঁকি শাক একটি (a) শ্যাওলা, (b) মস, (c) ফার্ন, (d) বীরুহ।
- (vi) গ্যাসীয় বর্জ্য হল - (a) ছাই, (b) মিথেন গ্যাস, (c) কলকারখানার দূষিত জল, (d) শিশি (বোতল)।
1 (x) দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হল (a) ছত্রাক, (b) প্রোটোজোয়া, (c) ভাইরাস, (d) ব্যাকটেরিয়া।
Life Science
1.
সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো নয়টি)
1×9=9
(iii) ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় – (a) কিউলেক্স মশা, (b) এডিস মশা, (c) অ্যানোফিলিস মশা, (d) মাছি।
(vii) কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে – ( a) লোহা, (b) তামা, (c) ক্যাডমিয়াম, (d) অ্যালুমিনিয়াম । (viii) পুনর্ব্যাবহার সম্ভব নয়। (a) লোহা, (b) তামা, (c) প্লাস্টিক, (d) পচা সবজি।
(ix) গমনে অক্ষম একটি প্রাণী হল
(b) তারামাছ, (c) অ্যামিবা, (d) কেঁচো।
2.
সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ছয়টি)
1×6=6
(i
) বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কী নাম দিয়েছেন? (ii) চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ ?
(iii) জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোশীয় জীবটির নাম কী?
(iv) বীজপত্র কাকে বলে?
(v) DDT-এর পুরো নাম কী?
(vi) বেমানান শব্দটি খুঁজে বের করো : ডেঙ্গু, AIDS, পোলিয়ো, টাইফয়েড।
(vii) রতনলাল ব্রহ্মচারী কী বিষয়ে গবেষণা করেছেন?
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি) (i) মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য লেখো।
2x3=6
(ii) গোপালচন্দ্র ভট্টাচার্য কেন বিখ্যাত?
(ii) ফ্লাই অ্যাশ কী? এটি পরিবেশের কীভাবে ক্ষতি করে?
(iv) সাপের বিষ প্রাণীদের কোন্ কোন্ তন্ত্রকে আঘাত করে? 4 . তিন-চারটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি)
(i) শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো।
(ii) শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে? এদের কাজ কী ? ) বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী?
(iii (iv) আচরণ বিজ্ঞানে চার্লস ডারউইনের অবদান লেখো।
3 * 3 = 9
w ^ 2 * w -
- (a) ^ ( Psi,
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
(i) কপিকল ও পুলি আমাদের বল প্রয়োগের দিকটিকে - (a) সোজা, (b) উলটো, (c) একই, (d) কোনাকুনি করে দেয়। (ii) নৌকার দাঁড় – (a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) কোনোটিই নয়।
(
- 1 * 21 = 21
ii) স্পাইরোগাইরা বা জলজ রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল – ( a) মস, (b) শ্যাওলা, (c) ফার্ন, ( d) ব্যক্তবীজী। (iv) আমাশয় রোগ সৃষ্টিকারী জীব, যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি হল – (a) প্রোটিস্টা, (b) প্ল্যান্টি, (c) মোনেরা, (d) অ্যানিমালিয়া।
(v) তারামাছ কোন্ পর্বভুক্ত প্রাণী? (a) অ্যানিলিডা, (b) আর্থ্রোপোডা, (c) একাইনোডারমাটা, (d) প্লাটিহেলমিনথিস। (vi) এঁদের মধ্যে কে একজন প্রখ্যাত আচরণ বিজ্ঞানী? (a) আচার্য্য জগদীশ চন্দ্ৰ বসু. (b) ল্যামার্ক, (c) চার্লস ডারউইন, (d) রবার্ট হুক।
(vii) মানুষ হল (a) মাংসাশী, (b) শাকাশী, (c) সর্বভুক, (d) নিরামিষাশী।
(viii) পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী হল (a) বাঘ, (b) নীল তিমি, (c) জিরাফ, (d) জলহস্তী। (
ix) গ্রাম বাংলার বড়ো বড়ো জলাশয়ে কোন্ পরিযায়ী পাখি দেখা যায় ? (x) গৃহস্থালির বর্জা হল (a) জ্বাল, (b) - (a) বুনো হাঁস, (b) খঞ্জনা, (c) কাজল পাখি, (d) সারস। তরকারির খোসা, (c) পচা ফল, (d) ধানের তুষ ।
(xi) প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য? (a) বিভিন্ন প্রকার ধাতু, (b) খাবারের ঠোঙা, (c) তুলো (d) চামড়ার গুঁড়ো।
(xii) সোনার ল্যাটিন নামটি হল : (a) স্টিনাইট, (b) ন্যাট্রিয়াম, (c) অরাম, (d) আজেনটাম।
(xiii) ফিলটার কাগজ ব্যবহার করে দ্রবণের কঠিন অদ্রবীভূত দ্রাবকে পৃথকীকরণ পদ্ধতিকে বলে
(a) আশ্রাবণ, (b) পরিস্রাবণ; (c) কেলাসন, (d) কোনোটিই নয়।
(xiv) প্রাচীন গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত হত (a) বিঘত, (b) হাত, (c) পায়ের পাতা, (d) ফুট।
(xv) গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। (a) 1 মিনিট, (b) 1 ঘণ্টা, (c) 1 সেকেন্ড, (d) 1 দিন। - (b) নাইট্রোজেন, (c) হাইড্রোজেন, (d) কার্বন ডাইঅক্সাইড।
(xvi) জীবের শ্বাসকার্যে সাহায্যকারী গ্যাসীয় মৌলটি হল – ( a) অক্সিজেন, (xvii) 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায়- (a) স্টপ ওয়াচ-এ, (b) টেবিল ক্লক-এ, (c) ডিজিটাল স্টপ ওয়াচ এ, (d) রিস্ট ওয়াচ-এ। -
(xviii) SI-তে উয়তার একক হল (a) সেলসিয়াস, (b) ফারেনহাইট, (c) কেলভিন, (d) রোমার। (xix) স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলে (a) চৌম্বক শক্তি (b) যান্ত্রিক শক্তি, (c) বিদ্যুৎ শক্তি, (d) রাসায়নিক শক্তি।
(xx) বলের SI একক হল (a) ডাইন, (b) নিউটন, (c) পাউন্ডাল, (d) গ্রাম-ভর। (xoxi) সরাসরি বাচ্চা প্রসব করে এমন একটি সাপ 27 - (a) কেউটে, (b) গোখরো, (c) মেটুলি, (d) শঙ্খচূড়া
2. উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো :
(i) যেসব রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না তাদের
রাশি বলে।
1x14-14
- বলে।
(ii) ময়ূর হল শ্রেণির খাদক। (iii) নততল ও ভূমির মধ্যে কোণ সর্বদা
(iv) যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না,
লিভারে।
(v) মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে
নামের একটি দণ্ড।
(vi) - পিপড়েরা যুদ্ধে পটু। নামক একধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়।
(vii)
(viii) বাজার থেকে পাওয়া বর্জ্য পদার্থ হল-
(ix) ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করাকে বলে (x) একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে।
(xi) মৌলিক পদার্থের পরমাণুর জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের
(xii) দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে (xiii) আমাদের শরীর যেসব ছোটো ছোটো ঘর বা কুঠুরি দিয়ে তৈরি, তাদের বলা হয়।
(xiv) পৃথিবীতে সমস্ত খাদ্যের শক্তির উৎস 3.
সংক্ষিপ্ত উত্তর দাও :
(i) লোহা ও কাচের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কীভাবে পৃথক করবে?
(ii) যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও।
(ii) প্রথম শ্রেণির খাদক কাকে বলে? উদাহরণ দাও। (iv) সরীসৃপ প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো।
(v) কোন্ মশা রক্ত পান করতে পারে এবং কেন?
(vi) 4R বলতে কী বোঝায়?
(vii) আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে?
3 * 7 = 21
2+1
1+2
4. প্রত্নগুলির যথাযথ উত্তর দাও :
।।। বাঘিনী কীভাবে তার সন্তানদের পালন করে?
(ii) বস্তুর আয়তন কাকে বলে? দশ শতাংশ সূত্রের প্রবক্তা কে?
(iii) শক্তির উৎস প্রধানত কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা লেখো।
(iv) ধাতু ও অধাতুর তিনটি পার্থক্য লেখো।
(v) বর্জ্য পদার্থের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করো। রাগপিকার কাকে বলে?
(vi) কীভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়?
(vii) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
15
Bantra MSPC High School
1 * 21 = 21
- (i) প্রকৃতিতে মৌলের সংখ্যা (a) 96 টি. (b) 105 টি, (c) 92 টি, (d) 102 টি। (ii) বর্জ্য পদার্থ হিসেবে ইনজেকশনের সিরিঞ্জ প্রধানত পাওয়া যায় - (a) বাড়িতে, (b) হাসপাতালে, (c) কারখানায়, (d) চাষের জমিতে
-
- (xii) পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী হল – (a) বাঘ, (b) নীল তিমি, (c) জিরাফ, ( (d) চক্র ও অক্ষদণ্ড।
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
(ii) ক্রোমিয়াম এর চিহ্ন হল (a) K. (b) Cr (c) Co. (d) Cli
(iv) সরাসরি বাচ্চা প্রসবকারী সাপটি হল – (a) গোখরো, (b) চন্দ্রবোড়া, (c) কেউটে, (d) দাঁড়াশ।
(v) অক্টোপাসের পর্ব হল (a) নিডারিয়া, (b) মোলাস্কা, (c) একাইনোডারমাটা, (d) অ্যানিলিডা।
(vi) স্প্রিং তুলা দ্বারা মাপা হয় - (a) ওজন, (b) গতিবেগ, (c) আয়তন, (d) দৈর্ঘ্য।
(vii) তড়িৎ প্রবাহমাত্রার একক হল – (a) কেলভিন, (b) ক্যান্ডেলা, (c) অ্যাম্পিয়ার, (d) রেডিয়ান।
(viii) 1 ঘন সেন্টিমিটার জল বলতে বোঝায়
(a) 1 মিলিলিটার জল, (b) 10 মিলিলিটার জল, (c) 100 মিলিলিটার জল, (d) 1000 মিলিলিটার জল। (ix) যে-সকল উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের বলে- (a) ব্যস্তবীজী, (b) একবীজপত্রী, (c) দ্বিবীজপত্রী, (d) ব্রায়োফাইটা।
(x) শুশনি শাক হল (a) ব্রায়োফাইটা, (b) টেরিডোফাইটা, (c) ছত্রাক, (d) শৈবাল।
(xi) একটি যৌগিক পদার্থের উদাহরণ হল (a) তামা, (b) সোনা, (c) লোহা, (d) জল । d) জলহস্তী।
(xii) ফ্লু-এর গায়ে ধাতর প্যাঁচ আসলে একটি - ( a) নততল, (b) লিভার, ( c) পুলি, (xiv) ঢাক বাজলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় – (a) আলোক শক্তিতে, (b) চৌম্বক শক্তিতে, (c) শব্দ শক্তিতে, (d) বিদ্যুৎ শক্তিতে।
(xv) শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায় এটি আমাদের জানান আচরণ বিজ্ঞানী
(a) ফন ক্রিশ, (b) নিকো টিনবারজেন, (c) জেন গুডাল, (d) সালিম আলি।
(xvi) বটল ওপেনার হল (a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) পুলি।
(xvii) ভূমি ও নততলের মধ্যে কোণটি হল - ( a) সূক্ষ্ম কোণ, (b) স্থূল কোণ, (c) সমকোণ, (d) সরল কোণ । (xviii) ফুটবলে 'কিক' করলে, এটি হল (a) টানা (b) ঠেলা, (c) লোফা (d) ভাঙা।
(xix) একটা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল – (a) থার্মোকলের টুকরো, (b) বাতিল ব্যাটারি, (c) প্লাস্টিকের বোতাম, (d) পচা ফল।
(x) একটি চৌম্বক পদার্থের নাম হল (a) অ্যালুমিনিয়াম, (b) তামা, (c) সোনা, (d) লোহা। (xi) চাষের জমিতে পাওয়া বর্জ্য পদার্থের নাম হল – (a) প্লাস্টার, (b) ভাঙা লাইট, (c) ডিডিটি, (d) ভাঙা পেন।
2.
শূন্যস্থান পূরণ করো :
(i) ঘাসফড়িং হল.
1 * 7 = 7
শ্রেণির খাদক।
(ii) ফারেনহাইট থার্মোমিটারের সাহায্যে আমরা শরীরের পদ্ধতি দ্বারা কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাবকে পৃথক করা হয়।
পরিমাপ করি।
(iv) "রেডিয়োর নব' আসলে একটি (v) মাছ বাজার থেকে পাওয়া একটি বর্জ্য হল
--এর উদাহরণ।
(vi) উইপোকা কাঠের মধ্যে থাকা নামক শর্করা হজম করতে পারে। (vii) ফার্ন জাতীয় উদ্ভিদের পাতার নীচের বাদামি বা কালো রঙের ফুটকি ফুটকি বা রেখার মধ্যেই
- আছে।
3.
নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও :
1 * 7 = 7
(i) পৃথিবীতে সকল শক্তির উৎসের নাম কী?
(ii) 'বাংলার কীটপতঙ্গ" বইটির লেখক কে?
(ii) ‘স্টপ ওয়াচ' বা 'স্টপ ক্লক' খেলার মাঠে কী কাজে ব্যবহার করা হয়।
2 + 1
প্রশ্ন বিচিত্রা
(iv) কোন সরল যন্ত্রের ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? (v) দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যে-সকল বর্জ্য পদার্থের কোনো পরিবর্তন হয় না তাদের কী বলে ?
(vi) হাইড্রোজেন অণুর পারমাণবিকতা কত?
(vii) মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?
2 * 7 = 14
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (i) গুপ্তবীজী উদ্ভিদের প্রকারগুলির নাম লেখো ও তাদের একটি করে উদাহরণ দাও।
(ii) পার্থক্য লেখো : চিহ্ন ও সংকেত।
(iii) লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। (iv) জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কী?
(v) প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কী?
(vi) যন্ত্রের নিয়মিত পরিচর্যার দুটি উপায় লেখো। (vii) খঞ্জনা ও কাজল পাখি কী ধরনের পাখি। এদের স্বভাব লেখো।
1 + 1
3 * 7 = 21
5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (i) 'ট্যাপেটাম লুসিডাম' কোথায় থাকে? এর কাজ কী?
1 + 2
(ii) গোলকৃমি, চ্যাপটা কৃমি এবং তারামাছ কোন্ কোন্ পর্বের প্রাণী? এদের প্রত্যেকের একটি করে বৈশিষ্ট্য লেখো। (iii) একটি প্রথম শ্রেণির লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।
2 + 1
2+1
(iv) বর্জ্যের 4R পদ্ধতিগুলির নামসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। (v) অনবীকরণযোগ্য শক্তির উৎস এবং নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে। প্রতিটির একটি করে উদাহরণ দাও
(vi) ফুটবলের ওপরের তলের ক্ষেত্রফলের সমীকরণটি অর্থসহ লেখো। সাধারণ তুলাযন্ত্রে কী মাপা হয় ?
(ষ)
2+1
(vii) কার্বন ডাইঅক্সাইডের উপাদান কার্বন এবং অক্সিজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের ধর্মের মিল ও অমিলগুলি ছকের সাহায্যে সংক্ষেপে লেখো।
6
Basirhat Town High School (HS)
(i) ব্রোমিন কী ধরনের ধাতু? – (a) কঠিন (b) তরল, (c) গ্যাসীয়।
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(ii) সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা – (a) 2 (b) 4, (c) 31
1 * 21 = 21
(iii) বিসমাথ হল একটি – (a) অধাতু, (b) ধাতু, (c) ধাতুকল্প। iv) SI-তে আলোর তীব্রতার একক (a) ক্যান্ডেলা, (b) অ্যাম্পিয়ার, (c) মোল।
( (v) ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে (a) 2 টায়, (b) 4 টায়, (c) 6 টায়। -
(vi) গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় – (a) সেকেন্ড, (b) মিনিট, (c) ঘণ্টা।
(vii) একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছুদূর গিয়ে থেমে যায়। ঘটনার জন্য দায়ী
(a) বলটির উপরিতলের ক্ষেত্রফল, (b) ঘর্ষণ বল, (c) বলটির গতি।
(viii) ঘর্ষণের ফলে উৎপন্ন হয়। (a) তাপ, (b) আলো, (c) শব্দ। - (ix) খাদ্যশৃঙ্খলের শক্তির উৎস – (a) গ্লুকোজ, (b) সূর্য, (c) ক্লোরোফিল। -
(x) দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন্ দিককে তুলে ধরে? (a) Reduce, (b) Refuse, (c) Reuse I দেওয়া হলে বেশ কিছুদিন পরে তৈরি হয় –
(xi) গর্তের মধ্যে ফল ও সবজির খোসা, গাছের পাতা ইত্যাদি বর্জ্যগুলিকে ফেলে মাটি চাপা (a) খড়, (b) সার, (c) আলকাতরা।
(xii) পচা শাকসবজি ও ফলকে জৈব সার বানানো কোন্ পদ্ধতিতে পাড়ে? – (a) Recycle, (b) Reuse, (c) Refuse t (xiii) বাঘেরা যেভাবে নিজের এলাকা চিহ্নিত করে তা আবিষ্কার করেন (a) সালিম আলি, (b) রতনলাল ব্রহ্মচারী, (c) কনরাড লোরেন্স।
-
(xiv) ছত্রাক চাষ phi*GS - (a) কালো পিঁপড়ে, (b) চাষি পিঁপড়ে, (c) লাল পিঁপড়ে।
(xv) নৌকার হালের কাজ করে মাছের যে পাখনা, সেটি হল - (a) শ্রোণি পাখনা, (b) পুচ্ছ পাখনা, (c) পায়ু পাখনা। (xvi) ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড়ো হয় আর চলার সময় বুক মাটিতে ঘষটে যায় যে মেরুদণ্ডী প্রাণীর, তা হল -
(a), (b) পাখি (c) (xvii) ফার্ন হল একরকম (a) ব্রায়োফাইটা, (b) টেরিডোফাইটা, (c) জিমনোস্পার্ম।
-
(xviii) ব্যাকটেরিয়ার রাজ্য 2n - (a) ফানজাই, (b) মোনেরা, (c) অ্যানিমালিয়া।
(xix) একটি সরল যন্ত্র হল - (a) ড্রিল মেশিন, (b) বেলচা, (c) কম্পিউটার।
(xx) সুপারি কাটার জাঁতি হল যে শ্রেণির লিভার — (a) প্রথম, (b) দ্বিতীয়, (c) তৃতীয়।
(xxi) আনততলের দৈর্ঘ্য আনততলের উচ্চতার চেয়ে বড়ো হওয়ায় আনততলের যান্ত্রিক সুবিধা হয়
(a) 1-এর বেশি, (b) 1-এর সমান, (c) 1-এর কম।
_1×14=14
2. একটি বা দুটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চোদ্দটি )
(i) মানুষের বাহু কোন শ্রেণির লিভার?
(ii) তোমার দেহের এমন একটি অংশের নাম লেখো, যা দুটি নততলের সমন্বয়ে তৈরি হয়।
(iii) প্রজাতি কী ?
(iv) একটি শাখাবিহীন বৃক্ষজাতীয় গাছের নাম কী ?
(v) একটি এককোশী ছত্রাকের নাম লেখো। (vi) ছত্রাকদের দেহ কী দ্বারা গঠিত?
(vii) কোন্ প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে ?
(viii) উইপোকারা সেলুলোজ হজম করতে পারে কীভাবে? (ix) তিমির চামড়ার নীচের পুরু চর্বির আস্তরণকে কী বলে?
x) চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ?
( (xi) স্বাস্থ্যকেন্দ্র থেকে তৈরি হয় এমন বর্জ্য পদার্থের দুটি উদাহরণ দাও।
(xii) সোডিয়ামের ল্যাটিন নাম কী? (xiii) P*H_{3} কোন্ যৌগের সংকেত?
(xiv) SI-তে অণু-পরমাণুর পরিমাণের একক কী ?
(xv) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে
(xvi) অভিকর্ষ বল বলতে কী বোঝায় ?
(xvii) ঢাক বাজানো হলে কোন্ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়।
3. সংক্ষিপ্ত উত্তর লেখো: (যে-কোনো সাতটি)
2x7=14
1+1
(i) লিভার কী ? আলম্ব কাকে বলে?
(ii) স্পর্শহীন বলের দুটি উদাহরণ দাও ।
(ii) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 cm, প্রস্থ 7 cm । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো।
(iv) উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কীভাবে ধারণা পাওয়া যায়?
(v) প্রদত্ত মৌলগুলির ইংরেজি নাম ও তাদের রাসায়নিক চিহ্ন লেখো: (a) কোবাল্ট, (b) হিলিয়াম, (c) বেরিয়াম, (d) ব্রোমিন। (vi) শত্রুর দেহে হুল ফোটালে শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন?
(vii) কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন?
(viii) বর্জ্যকে পদার্থ বলা হয় কেন ?
(ix) তারামাছ কোন্ পর্বভুক্ত প্রাণী। বাঘের বিজ্ঞানসম্মত নাম কী?
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো: (যে-কোনো সাতটি)
1 + 1
(i) নততল কী? নততলের যান্ত্রিক সুবিধা বাড়ানো হয় কীভাবে? (ii) বীজপত্র কাকে বলে? বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী ?
3 * 7 = 21
2 + 1
1 + 2
(iii) তিমিরা কখনোই পুরোপুরি ঘুমোয় না কেন?
(iv) বাবা সি-হর্স ও মা সি-হর্সের একটি করে আচরণ লেখো।
(v) বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? (vi) সোনা, রুপো, তামার ল্যাটিন নাম ও তাদের চিহ্নগুলি লেখো।
(vii) তুমি দোকানদারকে 1 কেজি ডাল দিতে বললে। দোকানদার ডাল মেপে তোমায় দিল। এখানে যে রাশিটার পরিমাপ করা হল তার নাম কী ? ওই রাশি মাপার জন্য দোকানদার যে দাঁড়িপাল্লা ব্যবহার করলেন তার আর এক নাম কী? দাঁড়িপাল্লায় পরিমাপ ঠিক হচ্ছে কিনা কীভাবে বোঝা যায় ?
(viii) নীচের টেবিলটি পূরণ করো :
ঘটনা
শক্তির রূপান্তর
(1)
ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হল
(2)
ব্যাটারিচালিত রেডিয়ো চালানো হল
(3) কয়লা পোড়ানো হল।
Physical Science
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : (যে-কোনো বারোটি ) (i) ভূমি ও নততালের মাঝের
1 * 12 = 12
(
কোণ যত ছোটো হবে, নততলের সুবিধা (a) তত কম হবে, (b) বেশি হবে, (c) প্রাপ্ত সুবিধার পরিবর্তন হবে না, (d) কোনো সুবিধা পাওয়া যাবে না। (ii) আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে -
(a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) b ও c উভয়ই।
(ii) দৈর্ঘ্য হল একটি – (১) প্রাথমিক রাশি, (b) লব্ধ রাশি, (c) যৌগিক রাশি, (d) ভেক্টর রাশি।
(iv) একটি ইটের আয়তন 2 G4-(a) দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা ঘনএকক, (b) ভূমির ক্ষেত্রফল x উচ্চতা ঘনএকক, (c) প্রস্থ x উচ্চতা বর্গ একক,
(d) a ও b উভয়ই। v) খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা – (
a) একমুখী, ( (vi) SI-তে বলের একক হল – (a) ডাইন, (b) পাস্কাল, - b) উভমুখী, (c) বহুমুখী, (d) a ও b উভয়ই। (c) নিউটন, (d) জুল।
(vii) প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির
(a) 10 শতাংশ, (b) 1 শতাংশ, (c) 15 শতাংশ, (d) 20 শতাংশ ওই পুষ্টিস্তরের জীবদেহের গঠনের কাজে লাগে।
(viii) সকল গতিশীল বস্তুর গতিই – (a) পরম গতি, (b) স্থির গতি, (c) চলন গতি, (d) আপেক্ষিক গতি।
(ix) স্ক্রু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে, তা 20| - (a) লিভার, (b) নততল, (c) পুলি, (d) চক্র ও অক্ষদণ্ড।
(x) লব্ধ রাশিটি হল - (a) আয়তন, (b) দৈর্ঘ্য, (c) ভর, (d) সময়। (xi) প্রদত্ত কোনটি অধাতু, কিন্তু তড়িতের সুপরিবাহী? – ( a) তামা, (b) গ্রাফাইট, (c) পারদ, (d) O_{2} গ্যাস।
(xii) হাইড্রোজেন সালফাইড যৌগের সংকেত – (a) H_{2}*O (b) H_{2}*S (c) ( HI, (d) * HCl -
(xii) আগুন জ্বলতে সাহায্য করে – (a) O_{2} (b) * C*O_{2} (c) N_{2} (d) H_{2}
2. সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো আটটি)
1 * 8 = 8
(i) শূন্যস্থান পূরণ করো": ঘর্ষণের ফলে
উৎপন্ন হয়।
(ii) চুম্বক লোহার পেরেকটাকে আকর্ষণ করেছে'— কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলাচ্ছে?
(iii) উদ্ভূতা মাপার যন্ত্রের নাম কী?
(iv) পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে? (v) শূন্যস্থান পূরণ করো যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে, তাকে
বলে।
(vi) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। (vii) শূন্যস্থান পূরণ করো : সবচেয়ে হালকা মৌল হল
(viii) নুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? (ix) ঠিক না ভুল লেখো : সংকেত-এর সাহায্যে মৌলকে প্রকাশ করা হয়।
(x) ঠিক না ভুল লেখো : বায়ু ধূলিকণা মুক্ত হয়।
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি)
2 * 4 = 8
(i) একটি স্প্রিং-এর স্থিতিশক্তি তুমি কী কী ভাবে বাড়াতে পারো? (ii) সাধারণ পেরেক অপেক্ষা স্ক্রু-এর যান্ত্রিক সুবিধা অনেক বেশি কেন?
(ii) একটি বাঁকা ডালের দৈর্ঘ্য কীভাবে একটি সরু সুতো ও একটি রুলারের সাহায্যে মাপা যাবে? (iv) নিকেল ও কপারের গুঁড়োর মিশ্রণ থেকে কীভাবে নিকেলকে পৃথক করবে?
(v) অবশেষ ও পরিস্রুত কাকে বলে? (vi) ম্যাগনেশিয়ামকে বাতাসে পোড়ালে কী উৎপন্ন হয়? তার সংকেত লেখো।
1 + 1
1 + 1
(vii) নততলের সুবিধা কী?
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) (i) বল কাকে বলে? পালতোলা নৌকা কীভাবে চালানো হয়?
3 * 4 = 12
(ii) খাদ্যশৃঙ্খল কাকে বলে? প্রথম শ্রেণির খাদকের একটি উদাহরণ দাও। (iii) পুলি কী? এর দুটি ব্যবহার লেখো।
1 + 2
2 + 1
(iv) চিহ্ন লেখার নিয়মগুলি উদাহরণ সহযোগে লেখো। (v) যোজ্যতা কাকে বলে? কোনো মৌলের যোজ্যতা কীভাবে নির্ণয় করবে?
1 + 2
(vi) মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখো।
1 + 2
-
-
Life Science
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো নয়টি) (i) চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠন করে
1x9-9
(a) মোলাস্কা, (b) অ্যানিলিডা, (c) প্লাটিহেলমিনথিস, (d) আর্থোপোড়া। (ii) জলের রেশম হল এক ধরনের (a) ছত্রাক, (b) শ্যান্ডল (c) . (d) ফान। (iii) মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন - (a) চার্লস ডারউইন, (b) জেন গুডাল, (c) কার্ল ফন ফ্রিশ, (d) গোপালচন্দ্র ভট্টাচার্য।
(iv) ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড়ো হয় আর চলার সময় বুক মাটিতে ঘষটে যায় যে মেরুদণ্ডী প্রাণী, সে হল ==
(a) মাছ, (b) উভচর, (c) সরীসৃপ (d) পাখি।
(v) পচা গন্ধ উৎপাদনকারী বর্জ্য পদার্থ
মাছের আঁশ, (b) কাটারি, (c) প্লাস্টিক, (d) লোহার টুকরো।
(vi) তিমি কোন্ গোষ্ঠীভুক্ত প্রাণী ? (a) পক্ষী, (b) উভচর, (c) স্তন্যপায়ী, (d) মৎস্য।
(vii) গ্যাসীয় বর্জ্যা হল
- (a) ছাই, (b) মিথেন গ্যাস (c) কলকারখানার দূষিত জল, (d) শিশি (বোতল)।
(viii) ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন। (a) এম কে চন্দ্রশেখর, (b) জেন গুডাল. (c) সালিম আলি, (d) এরা সকলেই
(ix) চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল (a) পচা সবজি, (b) DDT. (c) প্লাস্টার, (d) ইনজেকশনের সিরিঞ্জ।
(x) মশার লার্ভা যায়। (a) গাম্বুসিয়া, (b) রুই, (c) ইলিশ (d) ভেটকি মাছ।
2.
সংক্ষিপ্ত উত্তর দাও :
A. বামদিক ও ডানদিক মিলিয়ে লেখো
1x2-2
বামদিক
ডানদিক
(i) একাইনোডারমাটা (ii) ইউগ্লিনা
(a)
অ্যানিলিডা (b) স্টারফিস
(c)
প্রোটিস্টা
B. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো চারটি) (i) শূন্যস্থান পূরণ করো লেবিও রোহিতা হল। --
এর বিজ্ঞানসম্মত নাম।
(i) ঠিক না ভুল লেখো: গোবর পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ।
(ii) ঠিক না ভুল লেখো : লাল পিঁপড়েরা যুদ্ধে পটু হয়।
(iv) বেমানান শব্দটি খুঁজে বের করো :
(a) উইপোকা – সেলুলোজ, (b) মৌমাছি - নেকটার, (c) শিম্পাঞ্জি – পরিযায়ী, (d) বাঘ প্যানথেরা ট্রাইগ্রিস।
(v) চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ?
(vi) পোকা, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া এদের সবাইকে একসঙ্গে কোন পর্বের অন্তর্গত করা হয়?
3.
একটি বা দুটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো তিনটি)
2 * 3 = 6
(i) ব্যাক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। (ii) প্রত্যেক জীবের একটা করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কী?
(iii) তুমি কীভাবে তোমার চারপাশের কোনো বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো?
(iv) শিকার ধরার জন্য বাঘের দেহের বিভিন্ন অঙ্গের গঠন কীভাবে সাহায্য করে।
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো তিনটি)
3 * 3 = 9
(i) শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে ?
(ii) আলু ও কুমড়ো গাছের একটি মিল ও একটি অমিল লেখো। একটি আঁশবিহীন মাছের নাম লেখো। (iii) বর্জ্য পদার্থ কাকে বলে? এই পদার্থের প্রকারভেদ সম্বন্ধে লেখো।
2+1
(iv) টীকা লেখো : পরিযায়ী পাখি।
1x4x4
1+2
8
Burdwan Municipal High School
1 * 21 = 21
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(i) একটি জটিল যন্ত্র হল – (a) কলম, (b) ছুরি, (c) সেলাই মেশিন, (d) শাবল।
(ii) জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল (a) মস, (b) শ্যাওলা, (c) ফার্ন, (d) কোনোটিই নয়। (ii) জাঁতিতে কোন শ্রেণির দুটি লিভার একসঙ্গে কাজ করে ? – (a) প্রথম, (b) দ্বিতীয়, (c) তৃতীয়, (d) কোনোটিই নয় ৷
পরিবেশ ও বিজ্ঞান (ম)
(iv) যে সাপ সরাসরি বাচ্চা প্রসব করে তা হল -- (a) চন্দ্রবোড়া, (b) কেউটে, (c) গোখরো, (d) পাঁড়াশ। (v) ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয়। (a) প্রোটিস্টা, (b) ফানজাই, (c) মোনেরা, (d) অ্যানিমালিয়া।
(vi) ভারতীয় পাখিদের আচার-আচরণ নিয়ে লিখেছেন-
রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা
221
9
(a) সালিম আলি, (b) রাঘবেন্দ্র গাড়াগকর, (c) এম কে চন্দ্রশেখর, (d) জেন গুডাল। (vii) কপিকলের কেন্দ্রে থাকা দন্ডটির নাম হল (a) পুলি, (b) নতল, (c) অ্যান্সেল, (d) চক্র।
(viii) ঢেঁকিশাক একটি - (a) শ্যাওলা, (b) মস, (c) ফার্ন, (d) বীরুৎ
(ix) ছত্রাক চাষ করে (a) চাষি পিঁপড়ে, (b) কালো পিঁপড়ে, (c) মৌমাছি, (d) লাল পিঁপড়ে।
(x) পাই (n)-এর মান হল (a) 31.4, (b) 3.14, (c) 3.04, (d) 3.41 (xi) চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল। - (a) পচা সবজি, (b) DDT. (c) পাইপের টুকরো, (d) গ্লাভস।
(xii) গড় সৌরদিনাকে 24 দিয়ে ভাগ করে পাই – (a) 1 মিনিট, (b) 24 ঘণ্টা, (c) 1 ঘণ্টা, (d) 1 দিন ।
(xii) কোটির পুনর্ব্যবহার (Recycle) সম্ভব নয়? (a) লোহা, (b) তামা, (c) প্লাস্টিক, (d) পচা সবজি। (xiv) স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হল (a) পচা সবজি, (b) DDT, (c) অ্যাসবেস্টস (d) গ্লাভস।
(xv) তড়িৎপ্রবাহের একক (a) কেলভিন, (b) মোল. (c) অ্যাম্পিয়ার, (d) ক্যান্ডেলা। (xvi) কোনটি মৌল নয়? (a) তামা, (b) কার্বন, (c) সোনা, (d) অ্যামোনিয়া। (xvii) প্রদত্ত কোন্ খাদ্যশৃঙ্খলটি সঠিক নয় ? – (
-
a) ঘাস → গঙ্গাফড়িং ব্যাং, (b) গাছের পাতা পাপাল → শালিক পাখি, (c) ঘাস হরিণ বেজি, (d) ঘাস ঘরগোশ বাজপাখি। (xviii) একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছুদূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী -
(a) বলটির ওপরিতলের ক্ষেত্রফল, (b) বলটির আকৃতি, (c) ঘর্ষণ বল, (d) বলটির গতি।
(xix) জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন্ কথাটি ঠিক? (a) জল প্রাব চিনি দ্রাবক (b) এদের ফিলটার করে আলাদা করা যায়, (c) এদের চুম্বকের সাহায্যে আলাদা করা যায়, (d) জল দ্রাবক, চিনি প্রাব। ( xx) ST-তে ওজনের একক (a) ডাইন, (b) গ্রাম, (c) নিউটন, (d) কিলোগ্রাম।
(xi) চিনির অণুতে যে মৌলটি থাকে না, তা হল – (a) কার্বন, (b) নাইট্রোজেন, (c) হাইড্রোজেন, (d) অক্সিজেন।
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(i ) স্ক্রু-এ কোন্ নীতির প্রয়োগ করা হয়?
1×14=14
(ii) তোমার হাত একটি তৃতীয় শ্রেণির লিভার। এর আলম্ব কোথায় আছে?
( iii) একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো।
(iv) ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে।যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয় ?
(v) নেকটার কী?
(vi) তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে ? (vii) একটি তরল বর্জ্য পদার্থের উদাহরণ দাও।
(viii) তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো। (ix) এমন একটি উদাহরণ দাও যেখানে আনুমানিক পরিমাপ' করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না।
(x) উপগুণিতক একক কাকে বলে?
(xi) তাপের সুপরিবাহী দুটি অধাতব পদার্থের উদাহরণ দাও। (xii) তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে, এমন উদাহরণ দাও।
(xiii) ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ দাও। (xiv) গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (i) যন্ত্রের পরিচর্যা করার দুটি উপায় লেখো।
2 * 7 = 14
অথবা, তোমার বাড়িতে ব্যবহার করা হয় এমন দুটি জিনিসের নাম লেখো যাকে নততল বলা হয়। (ii) একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো।
(iii) তিমি জলের নীচ থেকে ভেসে উঠলেই সাদা ফোয়ারার মতো দেখা যায়--এর কারণ কী?
অথবা, এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধুমাত্র শীতকালে আমাদের এখানে দেখা যায়। (iv) তুমি কীভাবে তোমার চারপাশের যে-কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো লেখো। (v) আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয় ?
(vi) দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন অণু সংকেতের সাহায্যে কীভাবে বোঝাবে?
(vii) ঘর্ষণ বল আছে বলে আমরা কী কী সুবিধা পেতে পারি?
3 * 7 = 21
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
(i) এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তির স্থানান্তরণের সময় শক্তির অপচয় হয় কেন? অথবা, কোন্ শক্তির কোন শক্তিতে রূপান্তর ঘটছে লেখো। - (a) ব্যাটারিচালিত ক্যালকুলেটর, (b) দুটি পাথর ঘযার ফলে আগুন জ্বলে উঠল, (c) উপর থেকে একটি পাথরকে ফেলে দেওয়ায় নীচের দিকে পড়ছে।
(ii) শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে?,
অথবা, বাঘিনী কীভাবে সন্তানদের পালন করে। (iii) প্রথম শ্রেণির লিভারের রেখাচিত্র এঁকে বাধা, বল, আলম্ব কোথায় অবস্থিত তা দেখাও। একটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ দাও। 241
(iv) বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কী?
(v) কোন্ ক্ষেত্রে তুমি ফিলটার কাগজের সাহায্যে মিশ্রণের উপাদান পৃথক করতে পারবে এবং কোন্ ক্ষেত্রে পারবে না তা যুক্তিসহ লেখো - (a) চিনি ও জলের মিশ্রণ, (b) জল ও বালির মিশ্রণ। (vi) তোমার কাছে একটি পাঁড়িপাল্লা, একটি 1 কেজি ভরের বাটখারা ও এক বস্তা চাল আছে। তুমি ওই দাঁড়িপাল্লা ও বাটখারার সাহায্যে কীভাবে
250 গ্রাম চালের ভর মাপতে পারবে? অথবা, উদাহরণসহ সংজ্ঞা দাও (a) মৌলিক রাশি (b) লন্ধ রাশি।
(vii) 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
1½+1%
'ক'-
(I)
মাকড়সা
(a)
অ্যানিলিডা
(II)
গোলকৃমি
(III) অক্টোপাস
(b)
মোলাস্কা
(IV)
তারামাছ
(V) কেঁচো
(c) প্লাটিহেলমিনথিস
(d) অ্যাস্কহেলমিনথিস
(e) আর্থোপোডা
(f)
একাইনোডারমাটা
(VI) |
চ্যাপটা কৃমি
9
Dakshin Barasat SA High School (HS)
Physical Science
-
- (v) দু-হাতের তালু পরস্পর ঘষলে কোন শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? - (a) আলোক শক্তি তাপ শক্তিতে, (b) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, (c) রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে, (d) যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে।
1. সঠিক উত্তর নির্বাচন করো :
(i) কপিকল ও পুলি আমাদের বল প্রয়োগের দিকটিকে – (a) সোজা, (b) উলটো, (c) একই, (d) কোনাকুনি করে দেয়।
(ii) সমুদ্রের জলের বা নুনজলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয়। (a) ব্যাপন, (b) পরিস্রাবণ, (c) কেলাসন, (d) অভিস্রবণ পদ্ধতির সাহায্যে।
(iii) বেগ-এর SI একক হল – (a) মিটার / সেকেন্ড, (b) কেজি / সেকেন্ড (c) মিটার, (d) \mathbb{Q} * [sqrt(2)] ^ 2
(iv) তরল ধাতু হল (a) পারদ, (b) ব্রোমিন, (c) জল, (d) লোহা।
(vi) কোন্ রাশিটি মৌলিক রাশি নয়? -- (a) আয়তন, (b) দৈর্ঘ্য, (c) সময়, (d) ভর।
(vii) বল, আলম্ব এবং বাধার মাঝে থাকে – (a) প্রথম শ্রেণির লিভারে, (b) দ্বিতীয় শ্রেণির লিভারে, (c) তৃতীয় শ্রেণির লিভারে, (d) সবকটিতেই।
(vii) স্ক্রু ড্রাইভারের হাতল হচ্ছে – (a) চক্র, (b) লিভার, (c) কপিকল, (d) নততল। (ix) সাধারণ তাপমাত্রায় উবে যায়। (a) ন্যাপথলিন, (b) বরফ, (c) চিনি, (d) খাদ্যলবণ।
(x) প্রদত্ত কোটি ভুল? – (a) O_{2} (b) 20, (c 1/2 * 0 ,(d)
2.
শূন্যস্থান পূরণ করো :
(i) অ্যামোনিয়ার সংকেত হল
(ii) SI-তে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান
(iii) - শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিদা সর্বদা 1 অপেক্ষা কম হয়।
(iv) ক্ষেত্রফল মাপার একক হল
(v) গাড়ির টায়ার খাঁজ কাটা থাকে
বাড়ানোর জন্য।
-
সংক্ষিপ্ত উত্তর দাও :
(ষ)
প্রশ্ন বিচিত্রা
4223
(i) একটি টেবিলে একটি বই আছে। এই অবস্থায় বইটির মধ্যে কোন ধরনের শক্তি বর্তমান (ii) পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোথা থেকে আসে?
(ii) নুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি?
1 * 5 = 5
(iv) সাইকেলের চেন কোন্ সরল যন্ত্রের মতো কাজ করে। (v) দুধকে মিশ্র পদার্থ বলে কেন?
একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি)
(i) যদি একটি বস্তুর ভর 25 কেজি এবং আয়তন 200 ঘনসেমি হয়, তবে SI-তে এই বস্তুর ঘনত্ব নির্ণয় করো।
2 * 4 = 8
(ii) সিন্থেটিক এনামেল কী? ভূমি ও নততলের মাঝের কোণ কীরকম হলে নততলের সুবিধা বেশি হয়? (iii) খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক আরামের কেন?
1 + 1
(iv) সাধারণ তুলাযন্ত্রের দুই বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কী? (v) শক্তির রূপান্তরগুলি লেখো - (a) মোমবাতি জ্বালানো হল, (b) স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝানঝান শব্দ হল।
(vi) স্পর্শহীন বল'-কে 'ক্ষেত্রজনিত বল' বলে অভিহিত করা হয় কেন ?
1 + 1
(vii) H2-এর দুটি ধর্ম লেখো।
5. তিন-চারটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি)
3 * 4 = 12
(i ) অণু ও পরমাণুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। (ii) স্টপ ওয়াচ কী? এটি কীভাবে কাজ করে?
1 + 2
(iii) খাড়া গাছের তুলনায় হেলে থাকা গাছে ওঠা সুবিধাজনক কেন
(iv) অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত করা থাকে? একটি গাছের চারা যদি 5 দিনে 12 সেমি দৈর্ঘ্যে তবে সেমি/ঘণ্টা এককে গাছটির দৈর্ঘ্য বৃদ্ধির হার নির্ণয় করে।।
বাড়ে, 1 + 2
(v) চিরাচরিত শক্তির সমস্যা কী ?
(vi) একটি পাত্রে লোহার গুঁড়ো, কিছুটা বালি ও নুন-এর মিশ্রণ আছে। কীভাবে তিনটি জিনিসকে পৃথক করবে? (vii) খাদ্য পিরামিড কী? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কী বলে? লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো
Life Science
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1x7=7
(i) ক্লোরোফিলযুক্ত, অপুষ্পক, স্বভোজী উদ্ভিদটি হল - (a) জবা, (b) ফার্ন, (c) অ্যাগারিকাস, (d) পাইনাস। (ii) এদের মধ্যে কোন বর্জ্য পদার্থগুলি রান্নাঘর থেকে আসে না?
-
(a) জৈব-ভঙ্গুর পদার্থ, (b) জৈব-অভঙ্গুর পদার্থ, (c) a ও b উভয়ই, (d) কোনোটিই নয়।
(iii) অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন্ মৌমাছি ? – ( a) কর্মী, ( b) পুরুষ, (c) রানি, ( d) প্রত্যেকটি। (iv) ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় (a) কিউলেক্স মশা, (b) এডিস মশা, (c) অ্যানোফিলিস মশা, (d) মাছি। 1
(v) ভ্রুণ অবস্থায় কাদের নোটোকর্ড দেখা যায়? - (a) তারামাছ, (b) কেঁচো, (c) পাখি, (d) হাইড্রা
(vi) ডারউইন ও ফ্যাবার-এর গুরুত্বপূর্ণ উত্তরসূরি হল – (a) ওডেল, (b) কার্ল ফন ফ্রিশ, (c) গোপালচন্দ্র ভট্টাচার্য, (d) সালিম আলি।
-
(vii) নিকো টিনবারজেন কোন পাখিদের ওপর পরীক্ষা করেন ? - (a) চড়াই (b) হাঁস (c) হেরিং গাল, (d) কাক। -
2. শূন্যস্থান পূরণ করো :
(i) এডিস মশার কামড়ের সঙ্গে --এর জীবাণু শরীরে ঢুকে যেতে পারে। (ii) দ্বিবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস থাকে।
1 * 4 = 4
(iii) লেবু পচে গেলে তার গায়ে একরকম নীলচে সাদা ছাতা পড়ে। এগুলো আসলে (iv) Reduce, Refuse, Reuse, Recycle-কে সংক্ষেপে
3. সংক্ষিপ্ত উত্তর দাও :
পদ্ধতি বলে।
(i) তিমির গায়ে কোন্ অংশে লোম থাকে?
(ii) লাল পিঁপড়েদের আরেক নাম কী? (iii) জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোশীয় জীবটির নাম কী ?
(iv) মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?
4. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি)
(i) শিকার ধরার জন্য বাঘের দেহের বিভিন্ন অঙ্কোর গঠন কীভাবে সাহায্য করে? (ii) উইপোকা কীভাবে খাবার হজম করে। রোহোল দিয়ে তিমি কী কাজ করে?
1x4=4
2 * 3 = 6
(iii) পরিযায়ী পাখিদের এই যাযাবর বৃত্তির কারণ কী?
(iv) বর্জ্য পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো।
(v) মসকে উদ্ভিদ জগতের 'উভচর' বলে কেন?
5. তিন-চারটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি)
(i) কম্পোস্ট সার কী? এটি তৈরি করার একটি পদ্ধতি লেখো। (ii) জীববৈচিত্র কাকে বলে? এর দুটি গুরুত্ব লেখো।
(iii) বীরুৎ ও গুস্থ বলতে কী বোঝোয়? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও।
(iv) রানি, পুরুষ ও শ্রমিক মৌমাছিদের কাজগুলি লেখো। (v) চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কী? তারা এই খাবারের চাহিদা কীভাবে মেটায়?
10
Falakata High School (HS)
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) স্ক্রু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হল- - (a) লিভার, (b) নততল, (c) পুলি, (d) চক্র ও অক্ষদণ্ড। - (ii) আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে (a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) a ও b উভয়ই।
(ii) একটি সরল যন্ত্রের উদাহরণ হল – (a) সেলাই মেশিন, (b) কম্পিউটার, (c) শাবল, (d) ড্রিল মেশিন। ও জড়ের মাঝামাঝি অবস্থা।
(iv) ভাইরাস হল (a) জড় পদার্থ, (b) উদ্ভিদ, (c) প্রাণী, (d) জীব (v) স্পাইরোগাইরা বা জলের রেশম একটি (a) শ্যাওলা, (b) মস, (c) ফার্ন, (d) ব্যাকটেরিয়া।
(vi) শামুক যে পর্বের প্রাণী তা হল – (a) আর্থোপোড়া, (b) মোলাস্কা, (c) অ্যানিলিডা, (d) একাইনোডারমাটা। (vii) একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল (a) বাতিল ব্যাটারি, (b) পচা সবজি, (c) প্লাস্টিকের বোতল, (d) কাচের টুকরো। - (a) তুলো, (b) DDT, (c) গ্লাভস, (d) খালি বোতল।
(viii) এদের মধ্যে কোনটি চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ। (ix) যৌগিক পদার্থটি হল (a) অক্সিজেন, (b) কার্বন ডাইঅক্সাইড, (c) হাইড্রোজেন, (d) নাইট্রোজেন।
(x) CH, অণুতে পরমাণুর সংখ্যা – (a) দুই (b) তিন, (c) চার, (d) পাঁচ
((xi) প্রদত্ত যে গ্যাসটি দহনে সহায়তা করে, তা | overline 2^ | - (a) অক্সিজেন, (b) নাইট্রোজেন, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) মিথেন। (xii) গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় - (a) 1 মিনিট, (b) 1 ঘণ্টা, (c) 1 সেকেন্ড, (d) 1 দিন। -
(xiii) n (পাই)-এর মান হল। - (a) * 3.14, (b) * 4.14, (c) 5.14, (d) 3.19 |
(xiv) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় যে যন্ত্রে তা হল – (a) ম্যানোমিটার, (b) অক্সানোমিটার, (c) থার্মোমিটার, (d) ব্যারোমিটার। - (xv) সূর্য গাছ ফড়িং ব্যাং সাপ → ময়ূর বাঘ। খাদ্য-খাদক সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখাচিত্রটি হল- -
(a) খাদ্য পিরামিড, (b) খাদ্য জালক, (c) খাদ্য শৃঙ্খল, (d) খাদ্য প্রবাহের উদাহরণ।
(xvi) প্রদত্ত কোন্ প্রাণীটি সর্বভুক ? – (a) কাক, (b) ইগল, (c) সাপ, (d) ব্যাং।
(xvii) শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে লেখেন কোন্ বিজ্ঞানী? -
(a) জঁ আরি ফ্যাবা, (b) কনরাড লোরেও, (c) জেন গুডাল, (d) কার্ল ফন ফ্রিশ। (xviii) এদের মধ্যে কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? - (a) কেউটে, (b) গোখরো, (c) চন্দ্রবোড়া, (d) দাঁড়াশ।
(xix) এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন্ মশা ? - (a) অ্যানোফিলিস, (b) এডিস, (c) কিউলেক্স, (d) কোনোটিই নয়। (x) দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে?-
(a) Reduce, (b) Reuse, (c) Recycle, (d) Refuse t
(xxi) আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সজ্জিত হয় – (a) স্থিতিশক্তি, (b) গতিশক্তি, (c) তাপশক্তি, (d) রাসায়নিক শক্তি।
-
2.A. নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্বাচন করো:
(i) যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বল বেশি হয়। (ii) মানুষের হাত তৃতীয় শ্রেণির লিভার
(iii) শুশনি শাক হল একটি সপুষ্পক উদ্ভিদ। (iv) আমাশয় রোগ সৃষ্টিকারী জীব যে জীবরাজ্যে থাকে তা হল প্রোটিস্টা।
(y) চাষি পিঁপড়েরা মাটির নীচে গর্ত করে বাসা বানায়। (vi) পরিবেশকে দূষণমুক্ত করতে প্রচুর গাছ লাগানো দরকার।
(vii) H2O বলতে বোঝায় জলের একটি পরমাণু।
225
রায় ও লাটিন প্রশ্ন বিচিত্রা
2 * 7 = 14
1+1
1 + 1
ও বিজ্ঞান (ষষ্ঠ)
৪. শূন্যস্থান পূরণ করো :
(0) -তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে।
(i ) পশুপাখির মল হল একপ্রকার বর্জ্য পদার্থ। (ii) আর্সেনিকের মধ্যে ধাতু ও অধাতু উভয়ের ধর্ম বর্তমান, তাই এটি
(iv) প্রাচীন গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে -কে ব্যবহার করা হত।
(v) অভিকর্ষ বল একটি
বল।
(vi) পিতল একটি
পদার্থ।
(vii) বাড়িতে জলের কলে --এর কার্যনীতি দেখা যায়।
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়)
(i) নততলের সুবিধা বেশি হওয়ার শর্তটি কী? একটি উদাহরণ দাও।
(ii) ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
(iii) একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। নেকটার কী ?
(iv) সংক্রামক ও অসংক্রামক বর্জ্য পদার্থ বলতে কী বোঝায় ?
(v) পরিস্রাবণ ও কেলাসন প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো।
(vi) 5390 ঘনসেন্টিমিটার = কত লিটার?
(vii) কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত
হয়? – (a) মোমবাতি জ্বালানো, (b) মাইক্রোফোন ব্যবহার করা হয়।
অথবা, খাদ্যশৃঙ্খল কাকে বলে ?
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (i) দ্বিতীয় শ্রেণির লিভার কাকে বলে? মুখের চোয়াল কোন শ্রেণির লিভার ?
(ii) তুমি কোন্ কোন্ বৈশিষ্ট্য দেখে ফার্ন গাছ চিনবে? (iii) মশার জীবনচক্র বর্ণনা করো।
অথবা, মৌমাছিদের সমাজ জীবন সম্পর্কে কী জানা যায় ? (iv) প্লাস্টিক কীভাবে আমাদের ক্ষতি করে?
অথবা, বর্জ্য পদার্থ কাকে বলে? বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি উদাহরণসহ আলোচনা করো। (v) দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো।
(vi) আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? লব্ধ একক কাকে বলে উদাহরণসহ লেখো। (vii) একটি
স্প্রিং-এর স্থিতিশক্তি তুমি কী কী ভাবে বাড়াতে পারো? একটি প্রচলিত ও অপ্রচলিত শক্তির নাম লেখো।
3 * 7 = 21
2 + 1
2 + 1
2 + 1
11
Hooghly Branch (Govt) School
1 * 21 = 21
-
Group-A
1. সঠিক উত্তর নির্বাচন করে লেখো : (i) কোন শ্রেণির লিভারের আলম্ব ও বাধার মাঝামাঝি জায়গায় বল থাকে? -
(a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) কোনোটিই নয়।
(ii) কোনো যন্ত্রের ঘর্ষণ কমাতে কী ধরনের পদার্থ ব্যবহার করা হয়? - (a) জল, (b) গ্রিজ, (c) পিচ্ছিল তেল, (d) b ও উভয় পদার্থ। (iii) মানুষের বিজ্ঞানসম্মত নাম কোনটি? – (a) হোমো সেপিয়েন্স, (b) কাতলা কাতলা, (c) প্যানথেরা টাইগ্রিস, (d) কোনোটিই নয়।
(iv) শাবল, সেলাই যন্ত্র, ড্রিল যন্ত্র, কলম - এই চারটির মধ্যে সরল যন্ত্র নীচের কোনটিতে দেখানো হয়েছে?-
(a) শাবল, কলম, (b) সেলাই যন্ত্র, ড্রিল যন্ত্র, (c) শাবল, ড্রিল যন্ত্র, (d) কলম, সেলাই যন্ত্র।
(v) প্রদত্ত কোন্ উদ্ভিদকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা যায়? (a) কাঁঠাল, (b) পাইন, (c) কুমড়ো, (d) আম। (vi) আমাদের শরীরের অধিকাংশ কোশের মধ্যে একটা গোল মতো বস্তু থাকে। একে কী বলা হয়? (a) নিউক্লিয়াস, (b) মোনেরা, (c) কোশের আবরণী, (d) সবকটি।
(vii) কোন্ প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা যায়? – (a) উইপোকা, (b) মৌমাছি, (c) পিঁপড়ে, (d) সবকটি। (vii) প্রদত্ত কোনটিকে সামুদ্রিক প্রাণী বলা হয় ? – (a) বাঘ, (b) কাক, (c) তিমি, (d) কোনোটিই নয়।
(ix) সব শক্তিকে শেষ পর্যন্ত –
(a) স্থিতিশক্তি, (b) গতিশক্তি (c) তাপশক্তি (d) আলোকশক্তি-তে রূপান্তরিত করা সম্ভব।
বেশ ও বিজ্ঞান (ম)
(xv) নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মাছ ধরার ছিপ : তৃতীয় শ্রেণির লিভার : দাঁড়িপাল্লা:- - শ্রেণির লিভার।
রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা
227
(xvi) একটি তরলে তরলে দ্রবণের উদাহরণ দাও।
(xvil) কেলভিন একক ব্যবহার করে কোন রাশি পরিমাপ করা হয়?
(xvii) একটি লাঠি দিয়ে ঢাকের ওপর আঘাত করলে শব্দ উৎপন্ন হয়। এখানে কোন্ শক্তি রূপ বদল করে শব্দশক্তিতে পরিণত হয়েছে
Group-C
3. নীচের ৯টি প্রশ্ন থেকে যে-কোনো ৭টি প্রশ্নের উত্তর লেখো :
(i) তোমার অভিজ্ঞতা থেকে একটি ঘটনার উল্লেখ করো যেখানে নততল ব্যবহার করা হয়েছে।
(ii) তোমার বাড়ির আশেপাশে আমগাছ ও জবাগাছ দেখেছ। এই দুটি গাছের মধ্যে কী কী অমিল দেখা যায়?
2 * 7 = 14
(iii) আচরণ বিজ্ঞান কাকে বলে?
(iv) কোনো মৌচাকে শ্রমিক মৌমাছির কাজ কী কী?
(v) কোনো হাসপাতাল থেকে তৈরি বর্জ্য পদার্থের দুটি উদাহরণ দাও । (vi) লবণের সংকেত NaCl থেকে কী কী জানা যায়?
(vii) তোমার বন্ধু টেবিলের ওপর রাখা অঙ্কের বইটা তোমার দিকে ঠেলে দিল। এখানে কোন্ দুটি তলের মধ্যে ধর্ষণ বল কাজ করছে এবং ঘর্ষণ বলটির অভিমুখ কোন্ দিকে উল্লেখ করো।
(viii) ‘এক সৌরদিন' বলতে কী বোঝায়?
(ix) গরমকালে তোমাকে এক গ্লাস চিনির শরবত দেওয়া হল। এখানে দ্রাব এবং দ্রাবক কোনগুলি লেখো।
1+1
Group-D
4. নীচের ৯টি প্রশ্ন থেকে যে-কোনো ৭টি প্রশ্নের উত্তর লেখো : (i) কোনো যন্ত্রের নিয়মিত যত্নের প্রয়োজন হয় কেন? কপিকল কী কাজে ব্যবহার করা হয় ।
3x7=21
(ii) তোমার দেখা দুটি অমেরুদণ্ডী এবং একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
2+1
(iii) মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়গুলির ওপর ভিত্তি করে পার্থক্য লেখো : (
a) বাসস্থান, (b) পাতার গঠন, (c) রেণু।
(iv) মানুষের সঙ্গে হাতির সংঘাত বাড়ছে কেন?
(v) বাঘের তিনটি আচরণের উল্লেখ করো।
(vi) বাতাসের মধ্যে অনেকগুলো উপাদান থাকে। এই উপাদানগুলোর মধ্যে যে-কোনো তিনটি উপাদানের নাম লেখো।
(vii) প্রদত্ত ঘটনাগুলো কেন ঘটে তা লেখো: (a) স্রাব রঙিন হলে জলীয় দ্রবণও রঙিন হয়ে যায়। (b) চিনিকে জলে গুলে দেওয়ার পর আর
দেখতে পাওয়া যায় না।
2+1
2+1
(viii) আন্তর্জাতিক SI একক তৈরি করা হয়েছিল কেন? ওজন মাপার যন্ত্রের নাম কী?
(ix). চৌম্বক পদার্থ কাকে বলে? একটি উদাহরণ দাও।
12
Itahar High School (HS)
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
1 * 21 = 21
(i) জাঁতিতে দ্বিতীয় শ্রেণির লিভারের সংখ্যা – (a) একটি, (b) দুটি, (c) তিনটি, (d) চারটি। - (ii) ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোটো হবে, নভতলের সুবিধা
(a) তত কম হবে, (b) বেশি হবে, (c) প্রাপ্ত সুবিধার পরিবর্তন হবে না, (d) কোনো সুবিধা পাওয়া যাবে না। (ii) কোন শ্রেণির লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে ? - (a) প্রথম, (b) দ্বিতীয়, (c) তৃতীয়, (d) সবকটি।
(iv) জিয়ার্ডিয়া হল একটি – (a) ব্যাকটেরিয়া, (b) ফানজাই, (c) প্রোটোজোয়া, (d) প্ল্যান্টি। (v) উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী 27 - (a) বানর, (b) বাদুড় (c) সাপ, (d) পায়রা।
(vi) আমাশয় রোগ ঘটায় যে জীব, সেটি যে জীব রাজ্যের অন্তর্ভুক্ত সেটি হল – (a) প্রোটিস্টা, (b) প্ল্যান্টি, (c) মোনেরা, (d) অ্যানিমালিয়া। (vii) শিম্পাঞ্জিদের বাসস্থান হল (a) গির অরণ্য, (b) আমাজন জঙ্গাল, (c) আফ্রিকার গভীর জঙ্গল, (d) সুন্দরবন।
(viii) তিমি কোন্ শ্রেণিভুক্ত প্রাণী ? – (a) পক্ষী, (b) উভচর, (c) স্তন্যপায়ী, (d) মৎস্য। (ix) উইপোকার পেটে সেলুলোজ পাচনে সাহায্য করে একপ্রকার (a) মৌ রস. (b) জীবাণু, (c) উইকীট, (d) প্রোটিয়েজ।
(x) কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটির সঙ্গে মিশে যেতে পারে?- (a) কম্পিউটারের ক্যাবিনেট, (b) কলার খোসা, (c) কাচের টুকরো, (d) প্লাস্টিকের টুকরো।
(xi) প্রদত্ত কোন্ বর্জ্য পদার্থগুলি রান্নাঘর থেকে আসে না? - (a) মাছের আঁশ, (b) ডিমের খোলা, (c) বাতিল ব্যাটারি, (d) আলুর খোসা।
(xi) স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থ হল- (a) ছাই. (b) পচা ফল, (c) ইনজেকশনের সিরিঞ), (d) অ্যাসবেস্টস। (xii) প্রদত্ত কোনটি অধাতু, কিন্তু তাপের সুপরিবাহী? – (a) তামা, (b) গ্রাফাইট, (c) পারদ, (d) অক্সিজেন গ্যাস।
(xiv) একটি তরল ধাতু হল (a) . (b) ব্রোমিন, (c) পারদ, (d) পিতল।
(xv) একটি মিশ্র পদার্থের উদাহরণ হল (a) সোডিয়াম, (b) ব্রোমিন, (c) বায়ু, (d) তামা।
(xvi) ক্ষেত্রফল হল (a) দৈর্ঘ্য x প্রস্থ (b) দৈর্ঘ্য x সময়, (c) প্রস্থ x সময়, (d) ভর x আয়তন (xvii) দৈর্ঘ্য হল একটি - (a) প্রাথমিক রাশি, (b) লব্ধ রাশি, (c) যৌগিক রাশি, (d) ভেক্টর রাশি।
(xviii) কোনো ব্যক্তির বুদ্ধি তার - (a) উচ্চতা, (b) দৈর্ঘ্য, (c) ওজন, (d) মানসিক বিকাশ থেকে বোঝা যায় না।
xix) ইলেকট্রিক হর্ন বাজানো হলে
(a) যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে, (b) তাপশক্তি শব্দশক্তিতে, (c) বৈদ্যুতিক শক্তি শব্দশক্তিতে, (d) রাসায়নিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়। (xxx) বাঁধের জলে সজ্জিত শক্তি হল - (a) গতিশক্তি, (b) স্থিতিশক্তি, (c) তড়িৎশক্তি, (d) চৌম্বকশক্তি। -
(xi) একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল – (a) সৌরশক্তি, (b) কয়লা, (c) পেট্রোলিয়াম, (d) প্রাকৃতিক গ্যাস।
-
2. অতি সংক্ষেপে উত্তর দাও :
1×14=14
(i) শূন্যস্থান পুরণ করো একটি জটিল যন্ত্র হল।
(ii) শূন্যস্থান পূরণ করো : প্রথম শ্রেণির লিভারে ভার ও বল
অভিমুখে ক্রিয়া করে।
(iii) শূন্যস্থান পূরণ করো সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে (iv) ছোলা হল একটি – (সপুষ্পক / অপুষ্পক উদ্ভিদ।
তিমি।
(
(v) ধানের খোসাটি ছাড়ালে - (একটি / দুটি /) বীজপত্র দেখা যায়।
(vi) শূন্যস্থান পূরণ করো ম্যালেরিয়ার জীবাণু যাদের শরীরে থাকে, তারা হল
মেশা।
(vii) জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও। (viii) ঠিক বা ভুল লেখো: গোবর পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ।
(ix) জলের সংকেত লেখো।
(x) একটি তরল অধাতুর নাম লেখো।
(xi) লম্ব রাশির একক কী?
(xii) আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তা কোন একক দ্বারা পরিমাপ করা হয় ?
(xiii) ST-তে বলের একক কী?
(xiv) তড়িৎশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও।
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
(i) যন্ত্র কাকে বলে? যন্ত্র সাধারণত কী কী বাধা অতিক্রম করে?
2x7=14
(ii) মসকে উদ্ভিদজগতের উভচর' বলে কেন?
1 + 1
(iii) কাক-কে 'চোর পাখি' বলা হয় কেন? (iv) বর্জ্য পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো।
(v) বলের সংজ্ঞা দাও। 'স্পর্শ ছাড়াই ক্রিয়াশীল'-- এমন একটি বলের উদাহরণ দাও।
1 + 1
(vi) মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। (vii) একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু সুতো ও একটি রুলারের সাহায্যে কীভাবে মাপা যাবে?
4.
তিন-চারটি বাক্যে উত্তর দাও :
(i) লিভার কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের গঠন লেখো।
(i) হাতির দলের প্রধান কারা? এদের সমাজে কীরকম কড়া নিয়ম দেখা যায়- ব্যাখ্যা করো।'
3 * 7 = 21
1 + 2
(ii) আলু ও কুমড়ো গাছের একটি মিল ও অমিল লেখো। একটি আঁশবিহীন মাছের নাম লেখো। (iv) কম্পোস্ট সার কী? এটি তৈরি করার একটি পদ্ধতি লেখো।
(v) শক্তির উৎস কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো। (vi) একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল তুমি কীভাবে নির্ণয় করবে?
1 + 2
(vii) জলকে সর্বজনীন দ্রাবক' বলা হয় কেন?
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(i) যন্ত্রকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য - (a) জল দিয়ে ধোয়া উচিত, (b) কাপড়ে মুড়ে রাখা উচিত. (c) তেল রং করা উচিত, (d) রোদে রাখা উচিত।।
(ii) কোনটি সরল যন্ত্র নয় ? – (a) ছুরি, (b) সূচ, (c) ইলেকট্রিক কাটিং যন্ত্র, (d) মানুষের হাত। (iii) মাকড়শা কোন্ পর্বভুক্ত প্রাণী ? – (a) মোলাস্কা, (b) অ্যানিলিডা, (c) আর্থ্রোপোডা, (d) পরিফেরা
1
(iv) জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হল (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) ছত্রাক, (d) শৈবাল।
(v) 'Origin of Species' পুস্তকটি কার লেখা? – (a) নিকো টিনবারজেন, (৮) ল্যামার্ক, (c) চার্লস ডারউইন, (d) কার্ল ফন ফ্রিশ।
(vi) এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন? (a) কুকুর, (b) বাঘ, (c) শিম্পাঞ্জি, (d) বাদুড়। (vii) বাংলার কীটপতঙ্গ' বইটির লেখক হলেন- (a) সালিম আলি, (b) গোপালচন্দ্র ভট্টাচার্য, (c) রাঘবেন্দ্র গাড়াগকার, (d) রতনলাল ব্রহ্মচারী। -
(viii) পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হল (a) পুরোনো লোহার রড, (b) তরকারির খোসা, (c) চটের ব্যাগ, (d) পচা লেবু। (ix) সুস্থ পরিবেশের জন্য কোনটির ব্যবহার বন্ধ করা দরকার? (a) সবজি, (b) ফল, (c) প্লাস্টিকের ব্যাগ, (d) চটের ব্যাগ।
(x) তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ হল- (a) সোডা ওয়াটার, (b) শরবত, (c) ধোঁয়া, (d) দুধ।
(xi) তড়িৎ পরিবহণ করে। (a) কাঠ কয়লা, (b) গ্রাফাইট, (c) হিরে, (d) ব্রোমিন। (xii) বৃদ্ধির হার বলতে বোঝায় - (a) বৃদ্ধি/ সময়, (b) সময় / বৃদ্ধি, (c) বৃদ্ধি + সময়, (d) বৃদ্ধি * সময়।
1
(xiii) কাণ্ডের যে অংশ থেকে পাতার সৃষ্টি হয়, তাকে বলে (a) পর্ব, (b) পর্বমধ্য, (c) শাখা, (d) প্রশাখা। (d) রুপো।
(xiv) একটি চৌম্বক পদার্থের উদাহরণ হল (a) সোনা (b) নিকেল, (c) সিলিকন, (xv) খাদ্য পিরামিডের সবচেয়ে নীচের স্তরে থাকে। (a) প্রথম শ্রেণির খাদক, (b) দ্বিতীয় শ্রেণির খাদক, (c) উৎপাদক, (d) বিয়োজক।
(xvi) সকল গতিশীল বস্তুর গতিই (a) পরমগতি, (b) স্থিরগতি, (c) চলনগতি, (d) আপেক্ষিক গতি। (xvii) প্রাণীদের উচ্চতা সাধারণত কোন্ স্কেলে মাপা হয় ?
(a) সেন্টিমিটার স্কেলে, (b) ডেসিমিটার স্কেলে, (c) মিটার স্কেলে, (d) ডেকামিটার স্কেলে।
(xviii) মাছ ধরার ছিপ হল (a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) কোনোটিই নয়। (xix) কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় (a) চাপ, (b) ক্ষমতা, (c) = sqrt(8) (d) বল
(xx) মোলাস্কা জাতীয় প্রাণী হল – (a) কেঁচো, (b) তারামাছ, (c) শামুক, (d) গোলকৃমি। (xi) ব্যাঙের ছাতা আর অন্যান্য সব ছত্রাকদের রাজ্য হল – (a) প্রোটোজোয়া, (b) ফানজাই, (c) ক্লোমিস্টা, (d) মোনেরা।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(i) একটি জটিল গণক যন্ত্রের নাম লেখো। (ii) মানুষের দেহে থাকা কয়েকটি যন্ত্রের নাম লেখো।
1 * 14 = 14
(
(ii) সিউয়েজ কী? (iv) HCI কীসের সংকেত?
(v) কার্বনের যোজ্যতা কত?
(vi) মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?
(vii) হাতিরা কখন বাচ্চাকে দলে গ্রহণ করে না?
viii) জীববৈচিত্র্যের শ্রেণিবিন্যাস কাকে বলে ? (ix) দুজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো।
(x) বাজার থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও।
(xi) কোন যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়? (xii) কয়লা কী জাতীয় জীবাশ্ম জ্বালানি?
(xii) মিটারের একটি উপগুণিতক একক লেখো।
(xiv) ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? 3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো সাতটি)
(i) লিভার কয় প্রকার ও কী কী?
(i) একাইনোডারমাটা প্রাণীর বৈশিষ্ট্যগুলি লেখো।
(iii) কঠিন বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
(iv) পিঁপড়েকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন?
2 * 7 = 14
1 + 1
бид
3x7-21
1+2
(v) ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? উদাহরণ দাও । (vi) প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো : (a) সোডিয়াম, (b) অ্যালুমিনিয়াম, (c) সালফার, (d) কার্বন।
(vii) গতিশীল বস্তু বলতে কী বোঝায় ?
(viii) স্থিতি ও গতির মধ্যে পার্থক্য লেখো।
(ix) পক্ষী শ্রেণির তিনটি বৈশিষ্ট্য লেখো
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো সাতটি
) (i ) পরিস্রাবণ কী? পরিস্রাবণের ক্ষেত্রে পরিষত ও অবশেষ বলতে কী বোঝায় ?
((ii) উদ্ভিদের বৃদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো । (ii) একটি উদাহরণের সাহায্যে খাদ্যশৃঙ্খল বোঝাও।
(iv) উভচর কাদের বলে? উভচরদের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও।
(v) গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো।
(vi) শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে?
(vii) লিভার ব্যবহারের সুবিধাগুলি লেখো।
(viii) জলকে যৌগিক পদার্থ বলা হয় কেন?
(ix) মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো।
1+2
1+2
14
Laban Hrad Vidyapith
1×4=4
1. সত্য অথবা মিথ্যা নির্বাচন করো :
(i) ইস্ট একপ্রকার এককোশী ছত্রাক।
(ii) বাতিল ব্যাটারি জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ।
(iii) সৌরশক্তি নবীকরণযোগ্য শক্তি।
(iv) কপিকল তৃতীয় শ্রেণির লিভার। 2. বেমানান শব্দটি নির্বাচন করো :
1×4=4
(i) ক্ষেত্রফল, আয়তন, সময়, ঘনত্ব।
(ii) শ্যাওলা, ফার্ন, ধান, মস।
(iii) তামা, রুপো, চুন, সোনা
(iv) তারামাছ, অক্টোপাস, ঝিনুক, শামুক।
3. নামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও :
1 * 7 = 7
বামস্তম্ভ
ডানস্তম্ভ
(a)
প্রোটিস্টা
(i)
কাদাগোলা জল
(ii) প্রমাণ মিটারের দণ্ড
(b) সূর্য
(c)
রাবার
(d) মিশ্র পদার্থ
(iii)
চটের ব্যাগ
(iv) মানুষের বাহু
(v) (vi) তিমির দেহতাপ বজায় রাখে।
কয়লায় সজ্জিত শক্তির উৎস
(vii)
প্যারামেসিয়াম
(e)
0°C
(f) জৈবভঙ্গুর
(B)
তৃতীয় শ্রেণির লিভার
(h) মোনেরা
1×7=7
4. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) মাকড়শা কোন্ পর্বের প্রাণী l - (a) মোলাস্কা, (b) অ্যানিলিডা, (c) আর্থ্রোপোড়া।
(ii) কোনটি 4R পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত ? - ( a) মাপজোক, (b) বর্জ্য পদার্থ, (c) সরলযন্ত্র। (iii) হেলিয়ে রাখা মই একটি – (a) লিভার, (b) নততল, (c) চক্র ও অক্ষদণ্ড।
(iv) ঘর্ষণ হল একপ্রকার (a) গতি, (b) বাধা, (c) চলন। (v) ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু একপ্রকার (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) প্রোটোজোয়া।
(vi) চিনির উপাদান মৌলগুলি হল – (a) C, N, O, (b) C, H, O, (c) Ca, 0 C (vii) প্রথম শ্রেণির লিভারের মাঝে থাকে – (a) বাধা, (b) আলম্ব, (c) বল।
231
x4
1×7-7
প্রাণীদের দেহে। (i) একটি তরল ধাতু, (ii) শুষ্ক আঁশ থাকে.
21
2
গড়ে ওঠে।
ও বিজ্ঞান (মর্চ)
:
না পুরণ করে :
(0 ঘড়িতে কোনো কাঁটা থাকে না।
(iv) টিউবওয়েলের হাতল, শ্রোণির লিভার।
(v) তিমির সাঁতার কাটার অঙ্গ হল
(vi) অনেকগুলি খাদ্যশৃঙ্খল নিয়ে,
(vii) পুরানো লোহার পাত পদার্থ।
6. একটি বা দুটি শব্দে অথবা পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি)
1×6=6
(i) বাদুড় কোন্ পর্বের প্রাণী। (ii) PH, কোন্ যৌগের সংকেত।
(iii) একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো।
(iv) সাঁড়াশি কোন শ্রেণির লিভার ?
(v) আমাদের রাজ্যে আসা দুটি পরিযায়ী পাখির নাম লেখো। (vi) জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে?
(vii) কোন্ বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায় । (viii) 'ঢাকের বাদ্যি' এখানে শক্তির রূপান্তর লেখো।
7.
সংক্ষিপ্ত উত্তর লেখো (যে-কোনো সাতটি)
2x7=14
(i) উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো।
(ii) ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা লেখো। (iii) তিমি মাছকে স্তন্যপায়ী প্রাণী বলার কারণ কী?
(iv) ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ-এর সঙ্গে কী জানা থাকলে একটা ঘরের মধ্যে কতটা বায়ু আছে তা মাপা যাবে? কীভাবে মাপা যাবে? 1+1
(v) সেলাই মেশিনকে জটিল যন্ত্র বলা হয় কেন?
(vi) ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়'- দুটি উদাহরণ দাও। (vii) 4R পদ্ধতির 'Recycle' বা পুনর্ব্যাবহার প্রক্রিয়াটি কী?
(viii) অক্সিজেনের দুটি ব্যবহার লেখো।
৪. প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও (যে-কোনো সাতটি) (i) অপুষ্পক উদ্ভিদের শ্রেণিবিভাগ করো।
(ii) উইপোকার খাবার কী? তারা এই খাবার কীভাবে হজম করে?
(iii) শৈবাল ও ছত্রাকের বৈসাদৃশ্য লেখো।
(iv) নততল কী? নততল সম্পর্কে যা জানো লেখো। (v) একটি তৃণভূমির খাদ্যশৃঙ্খলের চিত্র অঙ্কন করো।
1+2
(vi) পরিমাপে অনুমানের গুরুত্ব কী? অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দাও।
(vii) তোমার বাড়ির রান্নাঘরের বর্জ্য পদার্থের নাম লেখো। সেগুলিকে কীভাবে তুমি কাজে লাগাবে?
(vii) একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাচের গ্লাস দিয়ে ঢাকা দেওয়া হল। কী ঘটার কারণসহ লেখো। এই ঘটনা থেকে কী প্রমাণিত হয়।
3x7=21
1+2
142
15
Maharani Indira Devi Balika Vidyalaya
1×14=14
1. সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো :
(i) প্রদত্ত কোনটি সরল যন্ত্র? - (a) সেলাই মেশিন, (b) ব্লেড, (c) ড্রিল যন্ত্র, (d) ছাপার যন্ত্র। (ii) স্কুলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় যে সরল যন্ত্রটি ব্যবহৃত হয়, সেটি হল -
(a) নততল, (b) কপিকল, (c) চক্র ও অক্ষদণ্ড, (d) লিভার। (iii) অক্টোপাস কী জাতীয় প্রাণী ? – (a) আর্থোপোড়া, (b) মোলাস্কা, (c) নিডারিয়া, (d) অ্যানিলিডা পর্বের প্রাণী।
(iv) কলা গাছ একটি – (a) একবীজপত্রী, (b) দ্বিবীজপত্রী, (c) বহুবীজপত্রী, (d) বাস্তবীজী উদ্ভিদ। (v) রানি মৌমাছির কাজ - (a) ডিম পাড়া, (b) বাচ্চার যত্ন নেওয়া, (c) মধু তৈরি করা. (d) বাসা তৈরি করা।
(vi) সবচেয়ে বড়ো স্থলচর প্রাণী হল। - (a) হাঙর, (b) নীল তিমি, (c) হাতি, (d) জিরাফ। (vii) কোন্ বর্জ্য পদার্থটি মাটিকে দূষিত করে না? – (a) কাচের টুকরো, (b) প্লাস্টিকের ব্যাগ, (c) থার্মোকল, (d) কলার খোসা।
(viii) তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হল। - (a) লোহা, (b) তামা, (c) ইউরেনিয়াম, (d) অ্যালুমিনিয়াম।
(ix) জল একটি - (a) মৌলিক পদার্থ, (b) যৌগিক পদার্থ, (c) মিশ্র পদার্থ, (d) কোনোটিই নয়। (x) সাধারণ তাপমাত্রায় উবে যায়। (a) ন্যাপথলিন, (b) বরফ, (c) খাদ্যলবণ, (d) চিনি।
(xi) যে যন্ত্রটি বেশি সুক্ষ্মভাবে সময় মাপে তা হল – (a) হাত ঘড়ি, (b) দেয়াল ঘড়ি, (c) টেবিল ঘড়ি. (d) ডিজিট্যাল ঘড়ি।
(xii) কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে। (a) মিলিমিটার, (b) কিলোমিটার, (c) লিটার, (d) গ্রাম। (iii) বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা - (a) একমুখী, (b) দ্বিমুখী, (c) ত্রিমুখী, (d) চতুর্মুখী।
(xiv) বর্তমানে শক্তির চাহিদার বেশির ভাগই আসে
(a) সৌরশক্তি (b) রাসায়নিক শক্তি (c) জোয়ার-ভাটা শক্তি, (d) জীবাশ্ম জ্বালানি শক্তি থেকে।
1x7
দেয়।
1x7=
1x7=
2x7-14
1+1
1+1
1+1
3x7-21
1+2
1+2
1+2
2. শূন্যস্থান পূরণ করো :
(i) শ্রোণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1 অপেক্ষা কম।
(i) আম পাতাতে শিরাবিন্যাস দেখা যায়।
(iii) শীত পড়লে যে-সকল পাখিরা শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে তাদের
(iv) বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রকে বলা হয়,
পাখি বলে।
(v) দ্রবণ -
+ ।
(vi) 1 মিটার = - সেন্টিমিটার।
(vii) ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা -
3. ভুল নির্বাচন করো :
(i) পেরেক অপেক্ষা ফ্লু-এর সুবিধা অনেক বেশি।
(ii) চিংড়ি একপ্রকার মাছ। (iii) পুরুষ মশা রক্ত খায়।
(iv) প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয়।
(v) ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। (vi) H2SO, অণুতে পরমাণুর সংখ্যা 7।
(vii) কোনো বস্তুর স্থিতি ও গতি হল আপেক্ষিক।
4. দু-একটি শব্দে উত্তর দাও :
(i) তোমার মা রান্না করার সময় ব্যবহার করেন, এমন একটি সরল যন্ত্রের নাম লেখো। (ii) ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয় ?
(iii) পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বাঘের জন্য বিখ্যাত ? (iv) বিদ্যালয় থেকে পাওয়া যায় এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো।
(v) খাদ্যলবণের সংকেত কী? সময়ের SI একক কী?
(vi) (vii) কোন্ শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়?
5. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :
(i) সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয় কেন?
(ii) মসকে উদ্ভিদ জগতের 'উভচর' বলে কেন?
(ii) মৌমাছির বাসাকে কী বলে? মৌমাছির একটি বাসায় কটি রানি মৌমাছি থাকে। (iv) নালা নর্দমা পরিষ্কার রাখা উচিত কেন?
(v) চৌম্বক পদার্থ কাকে বলে? একটি উদাহরণ দাও।
(vi) ভৌতরাশি কয় প্রকার ও কী কী? (vii) খাদ্য পিরামিড বলতে কী বোঝায়?
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(i) লিভার কাকে বলে? লিভারের গঠন লেখো।
(ii) মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণসহ লেখো। মেরুদণ্ডী প্রাণীর চারটি মুখ্য বৈশিষ্ট্য লেখো। (ii) ডিম ফুটে বেরোনো শিশু সি-হর্সকে বাবা ও মা সি-হর্স কীভাবে রক্ষা করে?
(iv) তোমার বাড়িতে তৈরি হওয়া বর্জ্য পদার্থগুলিকে তুমি কীভাবে কাজে লাগাতে পারো, তার তিনটি উপায় লেখো।
(v) ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। (vi) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি ও প্রস্থ 5 সেমি এর ক্ষেত্রফল নির্ণয় করো।
(vii) সৌরশক্তি কী? এর দুটি ব্যবহার লেখো।।
1 * 10 = 10
ha Balika Vidyalaya
সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো : (i) সাঁড়াশি হল (a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার।
(ii) নততল যত হেলানো হয়, এর যান্ত্রিক সুবিধা - (a) তত বাড়ে, (b) তত কমে, (c) বাড়তে বা কমতে পারে।
(iii) SI-তে বলের একক (a) ডাইন, (b) নিউটন, (c) আগ (iv) পৃথিবীতে সকল প্রকার শক্তির মূল উৎস - (a) চন্দ্র (b) সূর্য, (c) গ্রহ।
(v) চিংড়ি হল-
(a) আর্থ্রোপোড়া, (b) মোলাস্কা, (c) একাইনোডারমাটা পর্বের প্রাণী।
(vi) মাপনি চোঙ-এর সাহায্যে বস্তুর - (a) ওজন, (b) আয়তন, (c) ঘনত্ব মাপা হয়।
(vii) তিমি - (a) মৎস্য, (b) স্তন্যপায়ী, (c) উভচর শ্রেণির প্রাণী। (viii) ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে, তাকে বলে- (a) নেকটার, (b) মধু (c) মৌমোম।
(ix) নিশাদল বলা হয়
(a) NH,CI, (b) NaCl, (c) KCH GỬI
(x) জৈব ভঙ্গুর বর্জ্যা হল (a) প্লাস্টিক, (b) কলার খোসা, (c) বিস্কুটের প্যাকেট। 2. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : -
(i) উৎপাদক কাকে বলে ?
(ii) প্রজাতি কাকে বলে ?
(iii) ভর মাপার যন্ত্রের নাম কী?
(iv) স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? (v) জলের সংকেত H_{2}*O হলে, অক্সিজেনের যোজ্যতা কত?
(vi) স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। (vii) আমাদের শরীরের উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
-
1 * 10 = 10
1 * 5 = 5
(viii) 1 কিলোমিটার = কত সেন্টিমিটার।
(ix) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কী ?
(x) কাজ করার জন্য আমরা শক্তি পাই কী থেকে?
3. শূন্যস্থান পূরণ করো :
(i) যন্ত্রের চলমান অংশের ঘর্ষণ কমাতে - -
লাগানো উচিত।
(ii) ক্ষেত্রফল = দৈর্ঘ্য x
(iii) চাষের জমি থেকে পাওয়া একটি বর্জা হল।
(iv) দুই বা তার বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি হয়।
যন্ত্র।
(v) ফিলটার করার পর প্রাপ্ত তরলকে বলা হয়।
4. A স্তম্ভের সঙ্গে B-স্তম্ভ মিলিয়ে লেখো :
1 * 5 =
B-
A
(i)
শামুক
2x10
(a)
দ্বিতীয় শ্রেণির লিভার
(ii)
তিমি
(b) মোলাস্কা পর্বের প্রাণী (c)
(iii) জাঁতি
ব্যক্তবীজী উদ্ভিদ
(iv)
পাইন
(d)
দ্বিবীজপত্রী উদ্ভিদ
(v) ছোলা
(e) স্তন্যপায়ী প্রাণী
5. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (i) মেরুদণ্ডী প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো।
(ii) নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো।
(iii) একটি খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও । (iv) বীরুৎ ও গুল্মজাতীয় উদ্ভিদের দুটি পার্থক্য লেখো।
(v) প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।
(vi) গড় সৌরদিন বলতে কী বোঝায়?
(vii) শ্রমিক মৌমাছিদের কাজগুলি লেখো।
5x4-20
2+
1+1+
(viii) দুটি মিশ্র পদার্থের উদাহরণ দাও।
(iv) জৈব অণুর বর্জ্য পদার্থ বলতে কী বোঝায়? উদাহরণ দাও। (x) পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও।
6. নিম্নলিখিত প্রসগুলি ঘা উত্তর দাও : (i) লিভার কপ্রকার ও কী কী। প্রতিটির দুটি করে উদাহরণ দাও।
(ii) পরিযায়ী পাখি কাদের বলে? উদাহরণ দাও। বর্তমানে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? (iii) আশ্রাবণ কাকে বলে। কখন এই পদ্ধতি ব্যবহার করা যাবে, তা একটি পরীক্ষাসহ বর্ণনা করো।
(iv) পরিবেশ দূষণ কমাতে 4R কীভাবে সাহায্য করে তা লেখো।
24
Ranaghat PC High (HS) School
1x
-
1. সঠিক উত্তরটি খুঁজে লেখো
(i) মানুষের হাতের আলম্ব হল (a) তালু, (b) পেশি, (c) কনুই। (ii) বাঘের বৈজ্ঞানিক নাম – (a) হোমো সেপিয়েন্স, (b) প্যানথেরা টাইগ্রিস, (c) ন্যাজা ন্যাজা।
(ii) শিম্পা�িদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন – (a) নিকো টিনবারজেন, (b) ফ্যাবা, (c) জেন গুডাল । (iv) মাটিতে মিশে যেতে প্রায় 500 বছর সময় নেয় – (a) কলার খোসা, (b) প্লাস্টিক, (c) লোহা। (v) যে গ্যাসটি নিজে জ্বলে না, সেটি হল- (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) LPG/
2. সত্য / মিথ্যা লেখো :
(i) তৃতীয় শ্রেণির লিভারে সর্বদা যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। (ii) এককোশী জীবদের রাজ্যের নাম প্রোটোজোয়া।
(ii) বাংলার কীটপতঙ্গ' বইটি লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। (iv) কাচ একটি জৈব ভঙ্গুর পদার্থ।
(v) কোনো বস্তুর ঘনত্ব জানতে গেলে তার ভর ও বেগ জানা দরকার।
3
. শূন্যস্থান পূরণ করো :
(i) -এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে (ii) মসজাতীয় গাছেদের একসঙ্গে বলে।
(ii) কালো পিঁপড়েরা লাল পিঁপড়েদের তুলনায় বেশি লিটার।
(v) ঝড়ে ঘরবাড়ি ভাঙে
শক্তির কারণে।
(iv) 2022 সিসি
4. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও :
(i
) চক্র ও অক্ষদণ্ড
(a)
খাবার
(ii)
আর্থোপোডা
(b) স্প্রিং তুলা
(iii) ট্যাপেটাম লুসিডাম
(c) মিশ্র পদার্থ
(iv)
পিতল
(d)
ঘুড়ির পাটাই
(v)
রাসায়নিক স্থিতিশক্তি
(e) বাঘ
(f)
মাকড়সা
5. বেমানান শব্দটি খুঁজে লেখো
1) কাচি, বৈঠা, খাঁড়িপাল্লা।
(ii) খণ্ডনা, কাক, চড়ুই।
(iii) সময়, সৌরদিন, আলোকবর্ষ।
(iv) HCI, MgO, O
(v) সৌরবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ।
6. একটি বাক্যে উত্তর দাও :
(i) কোন উদ্ভিদের দেহে মূল, কাণ্ড, পাতা বা ফুল নেই ? (ii) তোমার বাড়ির পুরোনো প্লাস্টিকের জলের বোতল দিয়ে বানাতে পারো এমন একটি জিনিসের নাম লেখো।
(iii) উন্নতা মাপক যন্ত্রের নাম কী?
প্রশ্ন বিচিত্রা
235
(iv) মাইক্রোফোনে কোন্ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। (v) আর্জেনটাম ধাতুকে বাংলায় কী বলে?
2 * 5 = 10
1 + 1
7. অল্প কথায় উত্তর দাও (যে-কোনো পাঁচটি) (i) বীরুৎ বা হার্বস কাদের বলে? একটি গুল্ম বা শ্রাবাসের উদাহরণ দাও।
(ii) দ্বিতীয় শ্রেণির লিভারের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
(iii) ডেঙ্গির জীবাণু বহন করে কোন মশা? এদের কীভাবে চিনবে?
(iv) লিন্ডেম্যান-এর 'দশ শতাংশের সূত্র "টি লেখো।
1 + 1
(v) A চিহ্নবিশিষ্ট অধাতুর যোজ্যতা X ও B চিহ্নবিশিষ্ট ধাতুর যোজ্যতা Y হলে, A ও B দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। (vi) কোনো কাজ সম্পন্ন করতে কত সময় লাগল তা কোন ঘড়ি দিয়ে নির্ণয় করা হয়। এই ঘড়ি দিয়ে কত ক্ষুদ্র সময় মাপা সম্ভব?
1 + 1
. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :
৪
3 * 10 = 30 (i) পাহাড়ে ওঠার জন্য তুমি খাড়াপথ বেছে নেবে না পাহাড়ের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা রাস্তা বেছে নেবে? তোমার উত্তরের স্বপক্ষে
যুক্তি দাও। (ii) উদ্ভিদ রাজ্যের বিভিন্ন ভাগগুলি লেখো।-
(iii) বাঘেদের আচরণ সম্পর্কে লেখো। (iv) 4R পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো।
(v) কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি মিশ্রণের নাম ও তার উপাদানগুলি পৃথকীকরণের প্রক্রিয়া লেখো।
(vi) পরিমাপের ক্ষেত্রে SI পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি লেখো।
(vii) ধর্ষণের কারণ কী? ঘর্ষণ আমাদের উপকার করে এমন একটি উদাহরণ দাও। (viii) তোমার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এমন তিনটি উদাহরণ দাও যেখানে তুমি বাধ্য হও আনুমানিক পরিমাপ করতে।
2 + 1
(ix) একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো। এদের বীজকে আলাদা করবে কীভাবে? (x ) শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে?
2 + 1
2 + 1
(xi) নততল কী? চিত্রসহ লেখো। নততলের সুবিধা কীভাবে বৃদ্ধি করা সম্ভব?
18
Rani Benode Manjari Govt Girls' School
1. নীচের প্রশ্নগুলির বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) প্রথম শ্রেণির লিভারের মাঝখানে থাকে – (a) বলবিন্দু, (b) বাধাবিন্দু, (c) আলম্ববিন্দু, (d) মধ্যবিন্দু।
-
(ii) অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীর উদাহরণ (a) মাকড়সা, (b) গোলকৃমি, (c) জোঁক, (d) তারামাছ।
(iii) হাইড্রোজেনের যোজ্যতা হল - (a) 0, (b) 1 (c) 2 (d) 4 ।
1 * 21 = 21
-
(iv) পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণীটি হল - (a) জলহস্তী, (b) হাতি, (c) নীল তিমি, (d) জিরাফ।
(v) ব্যাগের মুখ যে চেনের সাহায্যে আটকানো হয়, তার সঙ্গে মিল আছে – (a) লিভার, (b) পুলি, (c) নততল, (d) চক্র ও অক্ষদাণ্ডের
(vi) শক্তি শৃঙ্খলে শক্তির উৎস – (১) খাদ্য, (b) সূর্য, (c) উদ্ভিদ, (d) গ্লুকোজ।
(vii) তরল ধাতুর উদাহরণ হল – (a) পারদ, (b) ব্রোমিন, (c) আয়োডিন, (d) ক্লোরিন।
(viii) একটি স্পর্শহীন বল হল (a) টানা বল, (b) ঠেলা বল, (c) চুম্বক আকর্ষণ বল, (d) ঘর্ষণ বল। - (( (a) ছাপার যন্ত্র, (b) সূচ, (c) সেলাই মেশিন, (d) কম্পিউটার।
ix) একটি সরল যন্ত্রের উদাহরণ হল (x) একটি ফার্নের উদাহরণ হল – (a) শ্যাওলা, (b) পাইন, (c) ঢেঁকিশাক, (d) কুমড়ো গাছ।
(xi) একটি পরিযায়ী পাখি হল - (a) শালিক, (b) বক, (c) পায়রা, (d) খানা। (xii) একটি ব্যক্তবীজী উদ্ভিদ হল। (a) পাইন, (b) সুপুরি, (c) খেজুর, (d) আম।
(xiii) সোনার চিহ্ন হল- (a) Hg. (b) Au, (c) Ag. (d) Pb 1 (xiv) ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে – (a) বাড়িয়ে দেয়, (b) কিছুই করে না, (c) কমিয়ে দেয়, (d) সমান রাখে।
(xv) কোনো বস্তুর উপরিতলের পরিমাপ প্রকাশ করা হয় যে রাশির সাহায্যে সেটি হল – (a) আয়তন, (b) উচ্চতা, (c) ক্ষেত্রফল, (d) ঘনত্ব (xvi) অপচনশীল বর্জ্য পদার্থটি হল - (a) প্লাস্টিকের গ্লাস. (b) ডিমের খোসা, (c) কাপড়ের টুকরো, (d) কলার খোসা।
(xvii) গ্যাসীয় বর্জা পদার্থ হল – (a) ছাই, (b) মিথেন গ্যাস, (c) কলকারখানার দূষিত জল, (d) শিশি-বোতল। - (xviii) সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় – (a) বস্তুর ভার, (b) বস্তুর ভর, (c) বস্তুর আয়তন, (d) বস্তুর দৈর্ঘ্য।
(xix) কোন্ রাশিটি মৌলিক রাশি নয়? - (a) ভর, (b) দৈর্ঘ্য, (c) সময়, (d) | (x) সরাসরি বাচ্চা প্রসব করে কোন সাপঃ – (a) কেউটে, (b) চন্দ্রবোড়া, (c) ডোমনাচিতি, (d) গোখরো।
(xi) কোনটি বর্জ্য ব্যবস্থাপনার (4R) অন্তর্ভুক্ত নয়? - (a) Recycle (b) Resume, (c) Reuse. (d) Refuse |
(১) মানুষের হাত কোন ধরনের লিভার।
(ii) পান পাতার শিরাবিন্যাস কী প্রকারের।
1-14-14
2. দু-একটি কথায় নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ii) পশ্চিমবঙ্গের কোন অরণ্য বাঘের জন্য বিখ্যাত (iv) একটি তরল বর্জ্য পদার্থের নাম লেখো।
(v) পিঁপড়ের পরিবারে কী কী ধরনের পিঁপড়ে দেখা যায়?
(vi) যন্ত্র কাকে বলে?
(vii) উইপোকার খাদ
(viii) বাজার থেকে প্রাপ্ত একটি বর্জ পদার্থের নাম লেখো।
(ix) অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম ফিতার দহনে কোন যৌগ উৎপন্ন হয় ।
(x) স্প্রিংকে সংকুচিত করলে কোন শক্তি সজ্জিত হয়? (xi) বলের ক্ষেত্রফলের রাশিমালা লেখো।
(xii) টেবিল সরানোর জন্য তুমি কোন্ বল প্রয়োগ করবে?
(xiii) একটি গ্যাসীয় মিশ্র পদার্থের উদাহরণ দাও।
(Niv) ST-তে আয়তনের একক কী?
3. দাও:
2x7×14
(i) দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
(ii) যন্ত্রের যত্ন করার দুটি উপায় লেখো।
(iii) সমাজব্য জীব কাদের বলে? উদাহরণ দাও। (iv) পুনর্ব্যবহারযোগ্য দুটি বর্জ্য পদার্থের নাম লেখো।
(v) অক্সিজেনের দুটি ব্যবহার দেখো।
(vi) দ্বিতীয় শ্রেণির খাদকের দুটি উদাহরণ দাও।
(vii) ডিজিট্যাল স্টপওয়াচের দুটি ব্যবহার লেখো।
4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
3×7-21
(i) ছবি এঁকে কাচিতে প্রদত্ত বিন্দুগুলি চিহ্নিত করো : (a) আলদ, (b) বল, (c) (ii) বিজ্ঞানীরা জীবজগতকে যে ছয়টি রাজ্যে ভাগ করেছেন তার নামগুলি লেখো।
(iii) হাতি সমাজের তিনটি বৈশিষ্ট্য লেখো।
(iv) বাড়িতে তৈরি হয় এমন তিনটি বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার লেখো।
(v) প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো: (a) বেরিলিয়াম, (b) বেরিয়াম, (c) ব্রোমিন।
(vi) প্রদত্ত ঘটনাগুলিতে শক্তির রূপান্তর চিহ্নিত করো : (a) ঢাক বাজানো, (b) পাখার সুইচ অন করা, (c) পোড়া চুনে জল ঢালা হল। 1-1-1 (vi) প্রদত্ত রাশিগুলির একক লেখো: (a) অণু-পরমাণুর পরিমাণ, (b) উন্নতা, (c) সময়।
19
Rathipur Barada Banipith (HS)
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) ान - (a) 3.14. (b) 1.14, (c) 2.14. (d) 4.14
(ii) বিষধর সাপ নয় – (a) কেউটে, (b) গোখরো, (c) মেটুলি, (d) চন্দ্রবোড়া। (ii) মৌলিক পদার্থ হল - (a) জল, (b) সোনা, (c) চিনি (d) নুন।
(iv) কচ্ছপ হল – (a) স্তন্যপায়ী, (b) সরীসৃপ (c) উভচর, (d) মৎস্য। (v) টাইফয়েড রোগটি - (a) ছত্রাকঘটিত, (b) ভাইরাসঘটিত, (c) প্রোটোজোয়াঘটিত, (d) ব্যাকটেরিয়াঘটিত।
(vi) একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল - (a) কয়লা, (b) সৌরশক্তি, (c) প্রাকৃতিক গ্যাস, (d) পেট্রোলিয়াম। (vii) পরিবেশের ক্ষতি করে – (a) বিস্কুটের প্যাকেট, (b) কাগজ, (c) ডিমের খোসা, (d) আনাজের খোসা।
(viii) ফুটবলে কিক করলে 'কিক' শব্দটির বদলে বসানো যায়- - (a) টানা, (b) ছোঁড়া, (c) ঠেলা, (d) ধাক্কা।
(ix) লঘ রাশি হল – (a) আয়তন, (b) দৈর্ঘ্য, (c) ভর (d) সময়।
(x) উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হল (a) বানর, (b) সাপ, (c) বাবু, (d) পায়রা। (xi) পুনর্ব্যাবহার সম্ভব নয় - (a) লোহা, (b) তামা, (c) প্লাস্টিক, (d) পচা সবজি।
(xii) মোলাস্কা পর্বের প্রাণীটি হল -- (a) কাঁকড়া, (b) জোঁক, (c) সি-আরচিন, (d) অক্টোপাস। (xiii) উইপোকার প্রধান খানা হল - (a) সেলুলোজ (b) প্রোটিন, (c) ফ্যাটি, (d) ফুলের মধু।
1×15-15
2.
ও বিজ্ঞান (ষষ্ঠ)
(xiv) তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু হল - (a) হিরে, (b) গ্রাফাইট, (c) তামা, (d) চারকোল। (xv) কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যन - (a) নতল, (b) লিভার, (c) কপিকল, (d) কেন।
শূনান পূরণ করো (যে-কোনো দশটি) (i) চিমটা শ্রেণির লিভার।
1×10-10
(iii) ফসফরাসের চিহ্ন
(ii) নততল ভূমির সঙ্গে (iv) কাজ করার সামর্থ্যকে
- কোণ সৃষ্টি করে।
বলে।
(v) ফুলের মাধ্যে যে মিষ্টি রস হয়, তাকে বলে, vi) কোনো তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত হয়।
( (vii) SI-তে বলের একক
(vii) পিঁপড়ের সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে (ix) সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে - তিমি।
মেয়ে
(x) চামড়ায় যে দাদ হয় তা এক ধরনের.
(xi) - মশার কামড়ে দেহে ডেঙ্গির জীবাণু প্রবেশ করতে পারে।
(xii) বাঘের চোখে
- বস্তু থাকায় অল্প আলোতেও খুব ভালো দেখতে পায়। 3. ঠিক না ভুল নির্বাচন করো : (যে-কোনো সাতটি)
1x7=
1x5
1x10
(i) ওজন হল স্পর্শহীন বল।
(ii) বায়ু হল যৌগিক পদার্থ।
(ii) কম্পিউটার হল সরল যন্ত্র।
(iv) নিকেল হল চৌম্বক পদার্থ।
(v) লাল পিঁপড়ে কালো পিঁপড়ের তুলনায় বেশি বুদ্ধিমান।
(vi) ডিডিটি হল চাষের জমি থেকে পাওয়া বর্জ্য।
(vii) পলিথিন হল জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ।
(viii) চিংড়ি হল মেরুদণ্ডী প্রাণী। (ix) ছোলা হল দ্বিবীজপত্রী।
4. বেমানান শব্দটি নির্বাচন করো (যে-কোনো পাঁচটি) (i) কুমড়ো গাছ, আমগাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ।
(ii) অ্যামিবা, স্পা, জেলিফিশ, ইস্ট। (ii) তুলো, পচা সবজি, গ্লাভস, সিরিঞ্জ।
(iv) লোহা, চিনি, জল, ঠান্ডা পানীয়।
(v) ড্রয়ার বের করলে, গাছ থেকে ফুল তোলা, প্লাগ পয়েন্টে প্লাগ খুঁজলে, কুঁয়ো থেকে জল তুললে। (vi) কাঁচি, দাঁড়িপাল্লা, সাঁড়াশি জাতি।
(vii) মস, ব্যাং, ঘাসফড়িং, সাপ।
5. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো দশটি ) (i) জল কী কী মৌলের পরমাণু দ্বারা গঠিত?
(ii) কোন্ পদ্ধতিতে নুনজলের মিশ্রণ থেকে নুন ও জলকে পৃথক করা যাবে?
(ii) পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী কী ?
(iv) বাংলার কীটপতঙ্গ' বইটির লেখক কে? (v) ব্যাকটেরিয়ার রাজ্যকে কী বলে?
(vi) সবচেয়ে ভারী অধাতু কোনটি?
(vii) মাপনি চোঙ-এর সাহায্যে কী পরিমাপ করা হয় ? ii) সৌরকুকার চালু করা হলে কোন শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? (
(ix) জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে?
(x) বাঘ-এর বৈজ্ঞানিক নাম কী ?
(xi) কার্বন মনোক্সাইড-এর সংকেত কী? (xii) পৃথিবীতে সকল শক্তির উৎস কী?
6. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো সাতটি)
(i) ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। (ii) স্থিতিশক্তি ও গতিশক্তি বলতে কী বোঝো?
238
প্রশ্ন বিচিত্রা
(ii) কীভাবে যন্ত্রের পরিচর্যা করা হয়। (iv) বীরুৎ জাতীয় উদ্ভিদ ও গুল্ম জাতীয় উদ্ভিদের দুটি পার্থক্য লেখো।
(v) শ্রমিক মৌমাছির কাজ লেখো। (vi) শুঁড় দিয়ে হাতি কী কী করতে পারে?
(vii) অক্সিজেনের দুটি ধর্ম লেখো।
(vii) ঘর্ষণ বল আছে বলে আমরা কী কী সুবিধা পেতে পারি।
(ix) সি-হর্স সম্বন্ধে যা জানো লেখো।
(x) আর্থ্রোপোডা শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি)
7. (i) প্রথম শ্রেণির লিভার, দ্বিতীয় শ্রেণির লিভার ও তৃতীয় শ্রেণির লিভার-এর রৈখিক চিত্র অঙ্কন করে বাধা, বল ও আলম্ব চিহ্নিত করো।
i) বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি আলোচনা করো।
(ii) গুপ্তবীজী ও বান্ধবীজী উদ্ভিদ কাকে বলে? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। (iv) SI-তে প্রদত্ত রাশিগুলির একক লেখো: (a) ভর, (b) উষ্ণতা, (c) সময়।
(v) মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ কাকে বলে। প্রত্যেকটির একটি উদাহরণ দাও।
(vi) পুষ্টিস্তর কী? লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো।
20 Sargachi Ramakrishna Mission High School (HS)
1. পূর্ণবাক্যে উত্তর দাও :
1x5=5
(i) মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে কী বলে?
(i ) খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি?
(iii) ভারতের একজন পক্ষী বিশারদের নাম লেখো।
(iv) কোন্ বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়?
(v) আলোকবর্ষ কী পরিমাপের একক?
2. দু-এককথায় উত্তর দাও :
1x5=5
(i) সৌরদিন কী?
(ii) Core CO-এর মধ্যে পার্থক্য কী?
(iii) স্লিপার কী?
(iv) শক্তির সংরক্ষণ সূত্রটি লেখো।
(v) কলম ও দাঁড়িপাল্লা কোন শ্রেণির লিভার?
3. শূন্যস্থান পুরণ করো (যে-কোনো দশটি)
1x10-10
(i) মাকড়শা পর্বের প্রাণী।
(i) কয়লা ও পেট্রোলিয়ামে সঞ্চিত শক্তির উৎস- (iii) তলের - ঘর্ষণের ওপর প্রভাব ফেলে।
(iv) পুলি হল একটি,
(v) ব্যাকটেরিয়া, - রাজ্যের অন্তর্গত। (
vi) উইপোকা একটি জীব।
vii) DDT
( (viii)
একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল..
থেকে পাওয়া বর্জ্য পদার্থ।
(ix) জলের রেশম বলা (x) 1 নিউটন = হয়
(xi) আয়তন= দৈর্ঘ্য x
ডাইন।
কো
(xii) PFz-তে ফসফরাসের যোজ্যতা,
4. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) নৌকার হালের ন্যায় কাজ করে মাছের যে পাখনাটি সেটি হল (a) শ্রোণি পাখনা, (b) পায়ু পাখনা, (c) পুচ্ছ পাখনা, (d) বক্ষ পাখনা (ii) পুনর্ব্যবহার সম্ভব নয় – (a) লোহা, (b) তামা, (c) প্লাস্টিক, (d) পচা সবজি।
(
1 * 5 = 5
(ii) আমাদের উচ্চতা সাধারণত মাপা হয় – (a) সেন্টিমিটার স্কেলে, (b) কিলোমিটার স্কেলে. (c) ডেসিমিটার স্কেলে, (d) হেক্টোমিটার স্কেলে।
টিউবওয়েলের হাতলের যান্ত্রিক সুবিধা – (a) 1-এর সমান, (b) 1-এর বেশি, (c) 1-এর কম, (d) কোনোটিই নয়। (N) (v) ছত্রাক চাষ করে – (a) চাষি পিঁপড়ে, (b) যাযাবর পিঁপড়ে, (c) মৌমাছি, (d) কোনোটিই নয়।
মুক্ত
মেলাও
1 * 5 = 5
A
B-
(i)
(a)
আষ্ঠোপোড়া
(ii)
মলমূত্র (ii) শিম্পাঞ্জি
(b)
জেন গুডাল
(c) প্রোটোজোয়া
(iv)
সন্ধিল উপাদ
(d)
(v) আমাশয়
(e) তরল বর্জ্য
(f)
হাম্পব্যাক তিমি
নির্বাচন করো: 6. ठिक ना छूना
(i) প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই 1-এর বেশি। (i ) চিংড়ি একটি মাছ।
1 * 5 = 5
(iv) বল একটি মৌলিক রাশি।
(v) কোনো বস্তুর স্থিতি ও গতি আপেক্ষিক।
হিলিয়াম গ্যাসের পরমাণু এককভাবে থাকতে পারে।
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো সাতটি) (i) লোহার গুঁড়ো, লবণ ও জলের মিশ্রণকে কীভাবে পৃথক করা
7
যায়?
(
ii) প্রদত্ত প্রাণীদের রাজ্যগুলির নাম লেখো :
(a) জিয়ার্ডিয়া, (b) মাশরুম, (c) শ্যাওলা, (d) ইঁদুর।
(ii) দাও।
খাদ্যশৃঙ্খল কাকে বলে? একটি খাদ্যশৃঙ্খলের উদাহরণ
2 * 7 = 14
(iv) ল্য একক কাকে বলে? উদাহরণ দাও।
(v) পরিবেশে কত ধরনের বর্জ্য পদার্থ পাওয়া যায় ও কী কী? 1 + 1
(vi) কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলতে কী বোঝায়? (vii) দুটি পরিযায়ী পাখির নাম লেখো।
(viii) ঘর্ষণ বলের দুটি সুফল লেখো।
1+1
3 * 5 = 15
৪. পার্থক্য লেখো (যে-কোনো দুটি
3 * 2 = 6
(i) ভর ও ভার
(iii) অ্যানোফিলিস ও কিউলেক্স মশা।
(i) চিহ্ন ও সংকেত।
19. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
(i) বর্জ্য পদার্থের ক্ষতিকর দিকগুলি লেখো।
(ii) (a) স্পর্শহীন বল কাকে বলে? (b) উদাহরণ দাও : (1) স্থিতিশক্তি গতিশক্তি (II) রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তি। 1 + (1 + 1) (iii) একটি প্রথম শ্রেণির লিভারের বলবাহু ও রোধবাহুর দৈর্ঘ্য যথাক্রমে 0.8 মিটার ও 0.5 মিটার। এই লিভারের সাহায্যে ৪ কিগ্রা ভার তুলাতে
কত বল প্রয়োগ করতে হবে। (iv) লেখচিত্রের সাহায্যে মশার জীবনচক্র বর্ণনা করো।
(v) মোলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লেখো। একটি উদাহরণ দাও।।
(vi) (a) ম্যাগনেশিয়াম ধাতুকে বায়ুর উপস্থিতিতে আগুন জ্বালালে সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়। পদার্থটির রাসায়নিক নাম কী? (b) একটি শিশিতে সরষের তেল এবং জল নিয়ে শিশির মুখ বন্ধ করে বেশ কিছুটা ঝাঁকিয়ে রেখে দেওয়া হল। কিছুক্ষণ পর কী দেখবে?
2 + 1
1+2
21
Siliguri Girls' High School
1 * 21 = 21
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(ii) মিথেন-এর সংকেত হল (a) N*H_{4} (b) CH 4' (c) NH 3' (d) C*H_{3} (i ) বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয়, তা হল – (a) ক্ষেত্রফল, (b) আয়তন,
(c) উচ্চতা, (d) ভর। (a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) প্রথম ও দ্বিতীয় শ্রেণির লিভার।
(ii) মাছ ধরার ছিপ হল একটি
(iv) জলের রেশম কী ধরনের উদ্ভিদ? - (a) শ্যাওলা, (b) মস, (c) ফার্ন, (d) ব্যস্তবীজী। (v) ডেঙ্গি রোগ ছড়ায় – (a) স্ত্রী কিউলেক্স মশা, (b) স্ত্রী অ্যানোফিলিস মশা, (c) স্ত্রী এডিস মশা, (d) পুরুষ অ্যানোফিলিস মশা।
(
vi) সুস্থ পরিবেশের জন্য আমরা স্কুলে কোন্ জিনিসটি কখনোই ব্যবহার করব না?- (a) চটের ব্যাগ, (b) পুরানো কাগজ, (c) পার্টের গলি, (d) প্লাস্টিকের ব্যাগ।
(vi) পোড়া চুনে জল দেওয়ার ফলে পাত্রটি গরম হয়ে উঠল। এখানে শক্তির রূপান্তর হল। (b) রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি, (c) রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি, (d) তাপশক্তি থেকে রাসায়নিক শক্তি। (a) রাসায়নিক শক্তি থেকে আলোকশক্তি,
1 + 1
প্রশ্ন বিচিত্রা
(viii) যৌগিক পদার্থ কোনটি? – (a) অক্সিজেন, (b) কার্বন ডাইঅক্সাইড, (c) হাইড্রোজেন, (d) নাইট্রোজেন। (ix) ডিজিট্যাল ঘড়ির সাহায্যে ন্যূনতম সময় পরিমাপ করা যায় কোনটি?
(a) 0.01 সেকেন্ড, (b) 0.1 সেকেন্ড, (c) 0.001 সেকেন্ড, (d) 1 সেকেন্ড। (x) কোনটি সরল যন্ত্র নয়! - (a) হাতুড়ি, (b) সুচ, (c) সেলাই মেশিন, (d) ছুরি।
(xi) আর্থ্রোপোডার উদাহরণ হল – (a) কেঁচো, (b) জোঁক, (c) গোলকৃমি, (d) চিংড়ি।
(xii) উইপোকাদের প্রধান খাদ্য হল (a) প্রোটিন, (b) সেলুলোজ, (c) ফ্যাট, (d) ফুলের মধু।
(xiii) ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিটি হল – (a) Reduce (b) Recycle (c) Reuse, (d) Refuse)
- (xv) ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা (a) 2, (b) 3, (c) 1, (d) 51
- (xix) এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন? (a) বাদুড়, (b) বাঘ, (c) শিম্পাঞ্জি, (d) ইঁদুর। xx) নীচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারবে?
1×14=14
(xiv) SI-তে বলের একক হল (a) নিউটন, (b) অ্যাম্পিয়ার, (c) কেলভিন, (d) ক্যান্ডেলা।
(xvi) মৌলিক রাশি হল
(a) ক্ষেত্রফল, (b) ঘনত্ব (c) ভর (d) বেগ।
(xvii) আনততলের দৈর্ঘ্য আনততলের উচ্চতার চেয়ে বড়ো হওয়ায় আনততলের যান্ত্রিক সুবিধা হয়।
(a) 1-র বেশি, ( b) 1-এর সমান, (c) 1-এর কম, (d) 01 (xviii) প্রদত্ত কোন্ জোড়টি সঠিক নয়? - (a) ছোলা – দ্বিবীজপত্রী, (b) ধান— একবীজপত্রী, (c) খেজুর — দ্বিবীজপত্রী, (d) সুপুরি—একবীজপত্রী।
(
(a) কাচের টুকরো, (b) প্লাস্টিকের টুকরো, (c) কম্পিউটারের ক্যাবিনেট, (d) পটলের খোসা। (xxi) একটি সর্বভুক প্রাণী হল- (a) হরিণ, (b) ব্যাং, (c) কাক, (d) সাপ।
2 (i) মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলে?
. নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও :
(vii) গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।
(ii) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কী?
(viii) ধাতুর একটি ধর্ম লেখো। (iii) তারাবাজি পোড়ালে কোন্ শক্তি কোন্ শক্তিতে পরিবর্তিত হয়। (ix) বস্তুর ভর মাপার যন্ত্রের নাম কী?
(iv) স্বাস্থ্যকেন্দ্র থেকে তৈরি হয় এমন দুটি বর্জ্য পদার্থের নাম। (x) খাদ্য পিরামিডের প্রত্যেকটি ধাপকে কী বলে? (xi) জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে ?
লেখো।
(v) একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
(xii) পরিযায়ী পাখি কাদের বলে?
(vi) কোন্ সরল যন্ত্র ব্যবহার করে কুঁয়ো থেকে জল তোলা (xii) ব্যাকটেরিয়ার রাজ্যকে কী বলা হয়?
সুবিধাজনক?
(xiv) চিনির শরবতে স্রাব ও দ্রাবকের নাম লেখো।
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো সাতটি)
(i) জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায়, তাদের নাম লেখো।
(ii) এক সৌরদিন বলতে কী বোঝায়?
(iii) খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। শক্তিপ্রবাহ কী?
(iv) যন্ত্র পরিচর্যা করার দুটি উপায় লেখো।
(
v) মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।
(vi) শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। (vii) পরিস্রাবণ কাকে বলে?
(viii) গুশ্ম কাকে বলে? উদাহরণ দাও।
2 * 7 = 14
1+1
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও (যে-কোনো সাতটি)
3 * 7 = 22
((i) যোজ্যতা কাকে বলে? H_{2} 5 যৌগে সালফার (S) মৌলের যোজ্যতা কত?
2+2
(i) একটি বলের ব্যাসার্ধ 7 সেমি হলে বলটির ক্ষেত্রফল কত?
(ii) লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র ব্যাখ্যা করো।
(iv) বর্জ্যকে পুনর্ব্যাবহারের 4R পদ্ধতিটি বর্ণনা করো। (v) রাবার কী? এর কাজ কী? তিমি মাছের শ্বাসঅঙ্গের নাম কী?
2+1
1+1+
24
(vi) কাঠের ব্লকে পেরেক অপেক্ষা স্ক্রু প্রবেশ করানো বেশি সুবিধাজনক কেন? লিভারের তিনটি অংশ কী কী ?
(vii) মানুষের বিজ্ঞানসম্মত নাম কী? স্তন্যপায়ী প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখো।
(viii) রাতের বেলা বাঘের ভালো দৃষ্টিশক্তির কারণ কী? ব্যাঘ্র প্রকল্পের দুটি প্রয়োজনীয়তা লেখো।
(ix) সূর্য হল সমস্ত শক্তির উৎস – ব্যাখ্যা করো।
14
14