📚উচ্চ মাধ্যমিক ইতিহাস অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর (mcq+saq+daq):: প্রথম অধ্যায়::অতীত স্মরণ📚
MCQ প্রশ্ন ও উত্তর:
1) ইতিহাস কি ?
ক) অতীত গল্প
খ) স্মৃতি
গ) চেতনা
ঘ) চিন্তা
উত্তর:- অতীত গল্প
2) মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কি?
ক) গুজব
খ) বক্তৃতা
গ) কথোপকথন
ঘ) শ্রুতি নাটক
উত্তরঃ শ্রুতি নাটক
৩) অতি কথা বলতে কি বোঝো?
ক) অতীত ইতিহাসের উৎস
খ) ইতিহাস
গ) প্রাচীন সাহিত্য
ঘ) অবাস্তব গল্প
উত্তর:- অবাস্তব গল্প
4) ইতিহাস বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপের প্রবক্তা?
ক) জ্যাকব ক্রিম
খ) লোড রেগল্যান
গ) এইচ কার
ঘ) ফানসানকে কল করুন
উত্তর: এইচ কার
5) জন শ্রুতি কে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুটি ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
উত্তর:- পাঁচ ভাগে
6) পুরাণ বা থিমস এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য---
ক) এগুলো রাজনৈতিক কেন্দ্রিক,
খ) এগুলো বাস্তবসম্মত,
গ) এগুলো ইতিহাসের অংশ,
ঘ) এগুলো ধর্মীয় গল্পের উপর ভিত্তি করে তৈরি
উত্তর:- এগুলো ধর্মীয় গল্পের উপর ভিত্তি করে তৈরি
6) রাজতরঙ্গীনি বইটির লেখক কে?
ক) কলহন
খ) জ্যাকব গ্রিম
গ) জেবি ওয়েবস্টার
ঘ) ক. দীর্ঘ
উত্তর:- কলহন
7) ইতিহাসমালা রচনা করেন---
ক) জ্যাকব গ্রিম
খ) উইল হেম গ্রিম
গ) উইলিয়াম কেরি
ঘ) ডি কে ম্যাকেঞ্জি
উত্তরঃ উইলিয়াম কেরি
8) মহাকবি কালিদাসের একটি গল্প আছে---
ক) পুরাণ
খ) রোমান পুরাণে
গ) হিন্দু পুরাণে
ঘ) বাইবেলে
উত্তর:- হিন্দু পুরাণে
9) প্রাচীন ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র ----
ক) সমুদ্র গুপ্ত
খ) অশোক
গ) রামচন্দ্র
ঘ) আনন্দ বৃদ্ধি
উত্তর:- রামচন্দ্র
11) ঈশ্বরের মতো তাঁরও রয়েছে সীমাহীন ক্ষমতা---
ক) রূপকথার নায়িকা,
খ) কিংবদন্তির নায়ক,
গ) নীতি শব্দের প্রধান চরিত্র,
ঘ) প্রাণীর আলোচনার কেন্দ্রীয় চরিত্র,
উত্তর:- কিংবদন্তির নায়ক,
12) দেবী দুর্গা হিন্দু ধর্মে একজন----
ক) রূপকথার চরিত্র
খ) কিংবদন্তি চরিত্র
গ) পৌরাণিক চরিত্র
ঘ) লোকভাষার চরিত্র
উত্তর:- পৌরাণিক চরিত্র
13) পুরাণ বিষয়ক বিজ্ঞানকে বলে----
ক) মনোবিজ্ঞান
খ) সমাজবিজ্ঞান
গ) মিথোলজী
ঘ) ফিজিওলজি
উত্তর:- মিথোলজি।
14) লোক কথার প্রধান চরিত্র মানুষ?
ক) রূপকথা
খ) পরী শব্দ
গ) কিংবদন্তির
ঘ) পুরাণের
উত্তর:- কিংবদন্তি
15. লোকগানের মাধ্যম যেটি নয়---
ক) গল্প-
খ) কবিতা-
গ) গান
ঘ) যুদ্ধ
উত্তর:- যুদ্ধ
16) ইতিহাস এবং লোককাহিনীর বিষয়বস্তু---
ক) মানুষ
খ) সাহিত্য
গ) চিন্তা
ঘ) ভালবাসা
উত্তরঃ মানুষ
১৬) বক্তৃতা শেষে যার স্মৃতি নীতি বা উপদেষ্টা থাকে, তাকে বলা হয়?
ক) নীতিকথা
খ) পরী
গ) হিতোপদেশ
ঘ) পশুর কথা
উত্তরঃ নীতি কথা।
16) হিস্ট্রি অফ হিন্দুস্তান বইটি কে লিখেছেন?
ক) জেমস প্রিন্সেপ
খ) আলেকজান্ডার ডাও
গ) ভিনসেন্ট স্মিথ
ঘ) ম্যাকমিলান
উত্তর:- আলেকজান্ডার ডাও
19) আরব্য রজনী হলো একটি----
ক) বীর গাথা
খ) স্মৃতিকথা
গ) লোককথা
ঘ) মূল গল্প
উত্তর:- লোককথা।
20) রাজা প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা কে?
ক) রামমোহন রায়,
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার,
ঘ) রামরাম বসু
উত্তরঃ রাম রাম বসু
21) দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি?
ক) লোককথা
খ) কিংবদন্তি
গ) স্মৃতিকথা
ঘ) পুরাণ
উত্তরঃ স্মৃতিকথা
22) বিজ্ঞান জাদুঘরের নিদর্শন মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস অবস্থিত ?
ক) প্যারিসে
খ) শিকাগোতে
গ) সিঙ্গাপুর
ঘ) লন্ডনে
উত্তরঃ শিকাগোতে
23) শিবপুরের বোটানিক্যাল গার্ডেন অবস্থিত ভারতের কোন রাজ্যে?
ক) উড়িষ্যায়
খ) বিহারে
গ) পশ্চিমবঙ্গে
ঘ) গুজরাটি
উত্তর:- পশ্চিমবঙ্গে
24) বিশ্বের প্রাচীনতম জাদুঘর কোনটি?
ক) ভারতীয় জাদুঘর
খ) ব্রিটিশ মিউজিয়াম
গ) প্যারিসের ল্যুভর মিউজিয়াম
ঘ) লাইব্রেরি
উত্তর:- ব্রিটিশ মিউজিয়াম
25) হাজারদুয়ারি জাদুঘর কোন ধরণের?
ক) ঐতিহাসিক যাদুঘর,
খ) শিল্প জাদুঘর,
গ) গ্রন্থাগার দিবস,
ঘ) এনসাইক্লোপিডিয়া মিউজিয়াম
উত্তর:- ঐতিহাসিক জাদুঘর
26. “সমস্ত ইতিহাসই সমসাময়িক ইতিহাস”—এটি কার উক্তি?
(a) ক্লাচ (b) পদমর্যাদা (c) Raleigh (d) E.H. গাড়ির
উঃ। (a) ক্লাচ
27. "ইতিহাস কি" এর লেখক হলেন:
(a) E.H. কার (খ) স্যামুয়েল (গ) উইলিয়াম কেরি (ঘ) ঐতিহাসিক রিড
উঃ। (a) E.H. কার।
28. ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ভাষ্যকার হলেন:
(a) রমেশ চন্দ্র মজুমদার (b) জেমস মিল (c) রামশরণ শর্মা (d) রঞ্জিত গাহ
উঃ। (ক) রমেশ চন্দ্র মজুমদার
29. “ভারত বিশ্ব সভ্যতার সবুজ ভূমি” উক্তিটি কার?
(a) এলটন (b) কার (c) ব্র্যাডেল (d) ভলতেয়ার
উঃ। (d) ভলতেয়ার
30. পুরাণের তত্ত্বকে বলা হয়:
(a) জাদু (b) ফ্যান্টমোলজি (c) পুরাণতত্ত্ব (d) কোনটিই নয়
উঃ। (c) পুরাণতত্ত্ব
31. গ্রীসের একটি কিংবদন্তি চরিত্র ছিল:
(a) রবিন হুড (b) নোয়া (c) হারকিউলিস (d) রাবণ
উঃ। (c) হারকিউলিস
32. জাদুঘরের প্রথম উত্স হল:
(a) ইংল্যান্ডে (b) জার্মানিতে (c) ফ্রান্সে (d) গ্রিসে
উঃ। (d) গ্রীসে
33. একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ
(a) এনিগাল্ডি নান্না (b) ইন্ডিয়ান মিউজিয়াম (c) ভ্যাটিকান মিউজিয়াম (d) ল্যুভর মিউজিয়াম
উঃ। (a) এনিগাল্ডি নান্না
34. জাতীয় প্রতিকৃতি প্রদর্শনী অবস্থিত
(a) লন্ডন (b) প্যারিস (c) শিকাগো (d) ফ্লোরেন্স
উঃ। (ক) লন্ডনে
35. 'অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া' বইটি লিখেছেন
(a) ভিনসেন্ট স্মিথ (b) e. H কার (c) জন স্টুয়ার্ট মিল (d) কোনটিই নয়
উঃ। (a) ভিনসেন্ট স্মিথ
36 আলবেরুনির লেখা বইটির নাম:
(a) রাজতরঙ্গিনী (b) হর্ষচরিত (c) তাহাকিক-ই-হিন্দ (d) কোনোটিই নয়
উঃ। (গ) তাহকীক-ই-হিন্দ
37. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী একটি:
(a) লোককাহিনী (b) কিংবদন্তি (c) স্মৃতিকথা (d) কবিতা
উঃ। (c) স্মৃতিকথা
38. 'ব্রিটিশ ভারতের ইতিহাস' বইটি লিখেছেন
(a) সুমিত সরকার (b) জেমস মিল (c) জন স্টুয়ার্ট মিল (d) জ্যাকব গ্রিম
উঃ। (b) জেমস মিল
39. যিনি 'ইলিয়াড' এবং 'ওডিসি' মহাকাব্য লিখেছেন:
(a) ব্যাস (b) হোমার (c) বাল্মীকি (d) হেরোডোটাস
উঃ। (b) হোমার
40. স্মৃতিকথা হল:
(a) লোককাহিনী (b) গুজব (c) মৌখিক উপাদান (d) কথাসাহিত্য
উঃ। (c) মৌখিক উপাদান
41. ইতিহাসের জনক বলা হয়:
(a) থুসিডিডিস (b) রুশো (c) প্লিনি (d) হেরোডোটাস
উঃ। (d) হেরোডোটাসে
42. কোন লোককাহিনীর প্রধান চরিত্র মানুষ?
(a) রূপকথার গল্প (b) রূপকথার গল্প (c) কিংবদন্তি (d) উপকথা
উঃ। (গ) কিংবদন্তি
43. ইতিহাসমালা' রচিত:
(a) হেরোডোটাস (b) সন্ধ্যা নন্দী (c) উইলিয়াম কেরি (d) কালহান
উঃ। (c) উইলিয়াম কেরি
44. একজন মানবতাবাদী ব্রিটিশ ইতিহাসবিদ:
(a) উইলিয়াম হান্টার (b) উইলিয়াম জোন্স (c) জেমস মিল (d) ম্যাক্সমুলার
উঃ। (c) জেমস মিল
45. ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
(a) 1890 AD (b) 1800 AD (c) 1810 AD (d) 1817 AD
উঃ। (খ) 1600 খ্রি
46. এশিয়াটিক সোসাইটি ভারতে প্রতিষ্ঠিত হয়:
(a) ১৭৭৪ খ্রিস্টাব্দে (b) ১৭৮৪ খ্রিস্টাব্দে (c) ১৭৮৫ খ্রিস্টাব্দে (d) ১৭৮৬ খ্রিস্টাব্দে
Ans. (b) ১৭৮৪ খ্রিস্টাব্দে
47. এটি ভারতের বৃহত্তম জাদুঘর
(a) ইন্ডিয়ান মিউজিয়াম (b) দিল্লি মিউজিয়াম (c) ন্যাশনাল মিউজিয়াম, মুম্বাই (d) বিড়লা মিউজিয়াম
উঃ(a) ইন্ডিয়ান মিউজিয়াম
48) ল্যুভর মিউজিয়াম অবস্থিত ছিল---
(a) লন্ডন (b) প্যারিস (c) ফ্লোরেন্স (d) কলকাতা
উঃ। (খ) প্যারিসে
49. ‘কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া’ বইয়ের লেখক:
(a) এলফিনস্টোন (b) জন ম্যালকম (c) ডডওয়েল (d) ম্যালেসন
উঃ। (c) ডডওয়েল
50. দক্ষিণারঞ্জন বসুর 'ছেড়ে আসা গ্রাম' একটি
(a) লোককাহিনী (b) কিংবদন্তি (c) স্মৃতিকথা (d) পুরাণ
উঃ। (c) স্মৃতিকথা
খুব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর (মান - 1):
1. ইতিহাস কি?
উঃ। ইতিহাস হল অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের ক্রিয়াকলাপের একটি ধারাবাহিক বিবরণ।
2. পশ্চিমবঙ্গের কয়েকটি জাদুঘরের নাম লেখ।
উঃ। ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাজারদুয়ারি মিউজিয়াম হল রাজ্যের কিছু জাদুঘর।
3. মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে রচিত ইতিহাস গ্রন্থের নাম লিখ।
উঃ। গ্রীক ইতিহাসবিদ হেরোডোটাসের লেখা দ্য হিস্টরিস মৌখিক ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি।
4. ভারতের দুটি প্রাচীন সভ্যতার নাম লেখ।
উঃ। হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং মেহেরগড় সভ্যতা প্রাচীন সভ্যতার উদাহরণ।
5. একটি স্মৃতিকথার বৈশিষ্ট্যগুলি কী কী?
উঃ। স্মৃতিকথায় বলা গল্প হল একজন ব্যক্তির বাস্তব অভিজ্ঞতার বর্ণনা।
6. এশিয়াটিক সোসাইটির লক্ষ্য কি ছিল?
উঃ। এশিয়াটিক সোসাইটির মূল লক্ষ্য ছিল প্রাচ্যের সাহিত্য ও ইতিহাস অধ্যয়নের মাধ্যমে পাশ্চাত্যের সাথে তার সংযোগ স্থাপন করা।
7. জাদুঘরের মূল উদ্দেশ্য কি?
উঃ। সংগ্রহ, পুরাকীর্তি সংরক্ষণ, অতীত সমাজ-সভ্যতার ধারণা প্রদান, জনসচেতনতা গঠন ইত্যাদি।
8. পেশাদার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব কী?
উঃ। ইতিহাস অতীতের ধারণা দিতে, জ্ঞানের বিকাশে, ঘটনার ধারাবাহিকতা বুঝতে, অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে।
9. স্মৃতিকথার উদাহরণ দাও।
উঃ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জীবনস্মৃতি স্মৃতিকথা’-এর উদাহরণ।
10. ভারতের প্রাচীনতম বই কোনটি?
উঃ। কলহনের রাজতরঙ্গিনী দেশের প্রাচীনতম বই।
11) জনশ্রুতি কি?
ঐতিহাসিক বিবরণের তারিখ বা ঘটনার তথ্যের কোনো চূড়ান্ত প্রমাণ না থাকলে তাকে জনশ্রুতি বলে।
12) দুটি জনশ্রুতির নাম লেখ?
মিথ, কিংবদন্তি, লোককাহিনী।
13) "ইতিহাস মালা" কে লিখেছেন?
উইলিয়াম কেরি।
14) হিন্দু পুরাণ অনুসারে, দুর্গা কে?
ব্রহ্মার মানষ কন্যা।
15) 'কালিদাস' কোন ধরনের চরিত্র?
হিন্দু পৌরাণিক চরিত্র।
16) গ্রীসের দুটি পৌরাণিক চরিত্রের নাম লেখ?
Aeschylus, Sophocles, Euripides.
17. 'নূহ' কে ছিলেন?
বাইবেলের পৌরাণিক চরিত্র।
18) দুটি হিন্দু কিংবদন্তি চরিত্রের নাম লেখ?
ভগবান রাম, রাজা কৃষ্ণচন্দ্র।
19) হারকিউলিস কে ছিলেন?
গ্রিসের কিংবদন্তি চরিত্র।
20) গোপাল ভাঁড় র কোন ধরনের চরিত্র?
কিংবদন্তি চরিত্র।
21) রবিনহুডের কিংবদন্তি চরিত্র কোথায়?
ইংল্যান্ড / (ইউকে)।
22) ঠাকুরমা ঝুলি লোকো শব্দটি কে লিখেছেন?
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
23) "সাত ভাই চম্পা" - গল্পটি কোন লোককথায় পাওয়া যায়?
ঠাকুরমার ঝুলিতে।
24) আরাবিয়ান নাইটসের গল্পগুলো কি ধরনের গল্প?
শীঘ্রই তোমার সাথে কথা হবে.
25. লক্ষীন্দরের গল্পটি কোন ধরনের গুজব?
শীঘ্রই তোমার সাথে কথা হবে.
26) লোককথার জনপ্রিয় দুই লেখকের নাম লেখ?
ক) ডেনমার্কের ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন।
খ) জার্মানির জ্যাকব ও জুলিয়াম গ্রিস।
27. আলিবাবা এবং চল্লিশ চোরের গল্প কোন ধরনের গল্প?
লোককথা
28) টম থাম্বের গল্প কে লিখেছেন?
রিচার্ড জনসন
** এটি ইংরেজিতে ছাপা প্রথম লোকো শব্দের গল্প।
29) টম থাম্বের গল্প অনুসারে "ওল্ড অ্যাংলা" গল্পটি কে লিখেছেন?
অবনীন্দ্রনাথ ঠাকুর।
30) "যতদূর মনে পড়ে" - স্মৃতিকথাটি লিখেছেন ?
জ্যোতি বসু।
31) "পরিত্যক্ত গ্রাম" কোন ধরনের রচনা?
দক্ষিণারঞ্জন বসুর স্মৃতিকথা।
32) "দিনের কথা" - কে লিখেছেন?
মণিকুন্তলা সেনের স্মৃতিকথা।
33) 1946 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে কার স্মৃতিকথা জানা যায়?
মণিকুন্তলা সেনের।
34) "আমি নেতাজিকে দেখেছি" - স্মৃতি কথাটি কে লিখেছেন?
নারায়ণ মান্নাল।
35. "আমি সূর্য সেনের শীর্ষা" - স্মৃতি কথাটি কে লিখেছেন?
বিপ্লবী আশালতা সরকার।
36) "একাত্তরের ডায়েরি" - লিখেছেন?
সুফিয়া কামাল।
37) প্রাণের জলসাঘরে" স্মৃতি কথাটি লেখেন কে?
মান্না দে।
38) "Memories Come Live" - কোন বইয়ের ইংরেজি অনুবাদ?
জীবনের জলসাঘরে বইটির ইংরেজি অনুবাদ।
39) "জীবনের জলসাঘর" কে হিন্দিতে অনুবাদ করেন?
ইয়াদেন জি।
40) 'ওরাল হিস্ট্রি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
ব্রিটিশ মৌখিক ইতিহাস বিজ্ঞান।
41. "ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন" কে প্রতিষ্ঠা করেন?
আমেরিকান মৌখিক ইতিহাসবিদ।
42. 'Thucydides' - কোন দেশের ঐতিহাসিক ?
গ্রীসের।
43. হেরোডোটাস কোথাকার ইতিহাসবিদ ?
গ্রীসের।
44. 'হিন্দুস্তানের ইতিহাস' গ্রন্থটি কে লিখেছেন?
আলেকজান্ডার দ্য গ্রেট (180 খ্রি.)।
45. ভারতের অতীতের ইতিহাস চর্চা কারা প্রথম শুরু করে?
ইংরেজরা।.
** লর্ড ওয়ারেন হেস্টিংস প্রথম উদ্যোগ নেন।
46. ব্রিটিশ ইতিহাস চর্চার উদাহরণ দাও?
1784 সালে উইলিয়াম জোন্স দ্বারা প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি।
47. 'হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া' বইটি কে লিখেছেন?
1818 সালে জেমস মিল।
48. 'দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া' বইটির লেখক কে?
এলফিনস্টোন।
49. 'নদিয়ার গল্প' কার কি জাতীয় গ্রন্থ?
কুমুদনাথ মল্লিকের আঞ্চলিক ইতিহাস জাতীয় গ্ৰন্থ।
50) "Poverty and Unbritish Rule in India" বইটির লেখক কে?
দাদাভাই নওরোজি।
51. "ভারতের অর্থনৈতিক ইতিহাস" বইটি কে লিখেছেন?
রমেশ চন্দ্র দত্ত।
52. বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কাকে?
ডেভিস।
53 . আধুনিক ইতিহাসের জনক বলা হয় কাকে?
ইবনে খাল দুন কে.
54. ইতিহাস কোন বিজ্ঞানের সাথে জড়িত?
ইতিহাস সামাজিক বিজ্ঞানের একটি শাখা।
55) মিউজিয়াম শব্দের উৎপত্তি কি?
মিউজিয়াম শব্দটি এসেছে গ্রীক শব্দ 'mouseion' থেকে।
👉 রচনাধর্মী প্রশ্ন উত্তর (প্রশ্নের মান -8):
1.মিথ বা পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি বা লিজেন্ড বলতে কী বোঝো? ইতিহাস রচনায় মিথ ও কিংবদন্তির গুরুত্ব আলোচনা কর।
উঃ
মিথ: -
মিথ বা পৌরাণিক কাহিনী হল প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বর্ণনা, যা মানব সভ্যতার উদ্ভবের আগে ঐশ্বরিক জগতে সংঘটিত বিভিন্ন পৌরাণিক ঘটনার উপর ভিত্তি করে। এগুলোকে মিথ বা পৌরাণিক কাহিনী বলে।
(i) বিষয়বস্তু: - পুরাণের বিষয়বস্তু রয়েছে (ক) ঋতু-
সূর্য-চন্দ্র নিয়ে কাল্পনিক আলোচনা।
(খ) দেবতা সংক্রান্ত বিষয়-দেবী দুর্গার গল্প, বিভিন্ন দেবতার গল্প, দেবতার সাথে মানুষের সম্পর্কের গল্প ইত্যাদি।
(ii) বৈশিষ্ট্য:- পুরাণের বৈশিষ্ট্যগুলি হল -
(ক) এগুলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।
(খ) এই সমস্ত গল্প প্রাগৈতিহাসিক সময়ের উপর ভিত্তি করে।
(গ) মিথ হল অলৌকিক জগতের বর্ণনা।
কিংবদন্তি:-
কিংবদন্তি হল অতীতের একটি চরিত্রের গল্প যা অতীতে ঘটেছিল এবং লোকেরা বিশ্বাস করে যে সমস্ত চরিত্র জীবিত ছিল।
(i) বিষয়বস্তু:- কিংবদন্তির বিষয়বস্তু হল অতীতের যে কোনো চরিত্র এখানে অত্যন্ত মানবিক রূপে উপস্থাপন করা হয়েছে। এখানে বাস্তব অবস্থা কল্পনার মধ্যেই বেশি।
(ii) বৈশিষ্ট্য:- একটি কিংবদন্তির বৈশিষ্ট্য হল যে (ক) কিংবদন্তির বিষয়বস্তু এবং কল্পনার প্রাচুর্য রয়েছে।
(খ) প্রতিটি কিংবদন্তির একটি কেন্দ্রীয় চরিত্র রয়েছে। আর সেই চরিত্রটিকে একসময় জীবন্ত মনে করা হতো।
(গ) কিংবদন্তিতে ভিত্তিহীন অবস্থার অস্তিত্ব লক্ষ্য করা যায়।
ইতিহাস রচনায় মিথ ও কিংবদন্তির গুরুত্ব:-
মিথের গুরুত্বঃ-
(i) ইতিহাসের পুনর্গঠন:- অতীতের দর্পণ হিসাবে পৌরাণিক কাহিনী হল গল্প আকারে সত্য ঘটনাগুলির প্রকাশ যাতে পুরাণের সাথে ইতিহাসকে পুনর্গঠন করা যায়। উদাহরণস্বরূপ, গ্রীসের প্রাচীন শহর ট্রয়ের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তৈরি করা যেতে পারে।
(ii) সময়কাল নির্ণয়:- পুরাণে অতীতের বহু ধারার ছবি দেখানো হয়েছে। ফলে অতীতের ইতিহাস বা ইতিহাসের সময়কাল নির্ণয় করা সম্ভব হয় এবং বহু বছরের ইতিহাসের তারিখ নির্ধারণ করা সম্ভব হয়।
(iii) বংশতালিকা নির্ণয়:- পৌরাণিক কাহিনী থেকে প্রাচীনকালে বিভিন্ন রাজবংশের বংশতালিকা জানা যায়। পুরাণে বর্ণিত বিভিন্ন রাজবংশের অস্তিত্ব অনেকাংশে সত্য।
কিংবদন্তির গুরুত্ব:-
(i) সত্য নির্ণয়:- অনেক ক্ষেত্রেই ইতিহাসের আয়নায় কিংবদন্তি নিক্ষেপ করে সত্যকে উপস্থাপিত করা হয়, উদাহরণস্বরূপ, বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাত-এর কালীপুজোর ভিত্তিতে এখন একটি কালী মন্দির চিহ্নিত করা হয়েছে।
(ii) ঐতিহাসিক ভিত্তি: - কিংবদন্তি গল্পগুলি ঐতিহাসিক ভিত্তি হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ, কিংবদন্তি চরিত্র বিক্রমাদিত্যের কার্যকলাপ আসলে চন্দ্রগুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যকলাপের বর্ণনা।
(iii) নতুন ঐতিহাসিক তথ্যের আবিষ্কার:- কিংবদন্তির উপর ভিত্তি করে নতুন ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হয়। বিভিন্ন পৌরাণিক সূত্র অনুসারে, পূর্ববঙ্গের সীতা দরবারে খনন করা হয়েছে এবং প্রাচীন মধ্য বিহারে নিদর্শন পাওয়া গেছে।
..................
2.জাদুঘর বা মিউজিয়াম বলতে কি বুঝ? অতীতের পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা আলোচনা কর। (৪ + ৪ = ৮)
উঃ
ভূমিকা: জাদুঘর একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান যা সমাজের অগ্রগতি সংরক্ষণ ও ব্যাখ্যা করে। প্রাকৃতিক বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ বস্তু সংরক্ষণ করে।
• "জাদুঘর" কি তা নিয়ে বিভিন্ন মত রয়েছে।
ক) সাধারণের মত - প্রচলিত অর্থে জাদুঘর হল বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সমষ্টি। যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিল্প তথ্য বা গুরুত্বপূর্ণ নমুনা সংরক্ষণ করা হয়।
খ) বাংলা একাডেমির মত- বাংলা একাডেমি অনুসারে- "যে বাড়িতে বিভিন্ন ধরনের আশ্চর্য বা প্রাচীন জিনিস রয়েছে তাকে জাদুঘর বলে।"
প্রকৃতপক্ষে, একটি জাদুঘর এমন একটি প্রতিষ্ঠান যা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নমুনা, প্রাকৃতিক ইতিহাসের বিভিন্ন বিষয়, প্রত্নবস্তু, চিত্রকর্ম ইত্যাদি সংরক্ষণ করে যা মানুষের জ্ঞান চর্চা ও উপভোগের উদ্দেশ্যে সংরক্ষিত।
গ) শব্দের উৎপত্তি - মিউজিয়ামের ইংরেজি শব্দ - "মিউজিয়াম", মিউজিয়াম শব্দের উৎপত্তি প্রাচীন গ্রীক শব্দ 'মাউসিয়ন' - যার অর্থ গ্রীক পুরাণে শিল্পের পৃষ্ঠপোষকের মন্দির।
ঘ) জাদুঘরের উদাহরণ-
কলকাতা মিউজিয়াম বিশেষভাবে চিড়িয়াখানা, ব্রিটিশ মিউজিয়াম, ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম নামে পরিচিত।
* অতীত সংরক্ষণ বা পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা:-
মানুষের জীবনে সংস্কৃতি ও রীতিনীতি যেমন গুরুত্বপূর্ণ, ইতিহাসে জাদুঘর তেমনই গুরুত্বপূর্ণ। একটি জাদুঘর এমন একটি সংস্থা যা বিভিন্ন বিষয়ের উপর নিদর্শন সংগ্রহ করে এবং সংরক্ষণ করে।
1. জাদুঘরের পরিচিতি: -
সাধারণভাবে একটি জাদুঘরের ভূমিকা হল অতীত থেকে নিদর্শন সংগ্রহ করা। যা মানব সমাজের সংস্কৃতি ও ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ।
2. ইতিহাস রচনা-
হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে ইতিহাস রচনায় সাহায্য করার ক্ষেত্রে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3. সময়-কাল-নির্ণয়: -
প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের বিভিন্ন শিলালিপি, মুদ্রা, স্থাপত্য ইত্যাদি জাদুঘরে সংরক্ষিত আছে। যার সাহায্যে সে সময়ের ইতিহাস ও সময়কাল নির্ধারণ করা হয়।
4. প্রাণীজগতের বিবর্তনের ইতিহাস-
জাদুঘর কঙ্কাল, খুলি, জীবাশ্ম, ডাইনোসরের রিং বা অন্য কোন প্রাণীর নৃতাত্ত্বিক উপাদান সংরক্ষণ করে। যা দিয়ে গবেষণা করে পৃথিবীর প্রাণীজগতের বিবর্তনের ইতিহাস রচনা করা যায়।
5. সামগ্রিক বিবর্তন-
জাদুঘরটি কেবল প্রাণীজগতের বিবর্তনের ইতিহাসই দেখায় না, রাষ্ট্রের সামাজিক-সাংস্কৃতিক বিবর্তনও দেখায় যার দ্বারা অতিথির সামগ্রিক বিবর্তন আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে।
6. লিপির স্বরূপ-
জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন পুরাতন শিলালিপি ও পাণ্ডুলিপি থেকে অনেক ঐতিহাসিক তথ্য জানা যায়। যেমন মিশরীয়, হরপ্পা, শিলালিপি ইত্যাদি অতীতের পুনর্গঠনে সাহায্য করে।
..................
3.পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা কর।
উত্তর:
ভূমিকা: ইতিহাস মানব জাতির অতীত কর্মকাণ্ডের একটি কালানুক্রমিক ক্রমিক লিখিত বিবরণ। ইতিহাস অতীত ও বর্তমানকে বিচার করে ভবিষ্যতের পথ দেখায়। প্রফেসর মেইটল্যান্ডের মতে, মানুষ যা ভাবে এবং যা করে তা ইতিহাস। ইতিহাস শুধু মানুষের ক্রিয়াকলাপের খবর রাখে না, এটি তাদের চিন্তাভাবনা এবং অনুভূতিরও নজর রাখে। এডমন্ড বার্ক বলেছিলেন, ইতিহাস সবসময় বহমান, প্রবাহিত নদীর মতো থেমে থাকে না।
ক) অতীতের প্রতিফলন:
ইতিহাস অতীতের আয়না। ইতিহাস যত্ন সহকারে অতীতের গল্প সংরক্ষণ করে। বিভিন্ন সভ্যতার বিবর্তন, বিভিন্ন জাতির উত্থান-পতন, বিভিন্ন রাজ্য-রাজাদের কর্মকাণ্ড সবই ইতিহাসে সংরক্ষিত আছে। সংরক্ষিত ইতিহাসের উপকারী দিকগুলো অনুসরণ করে বর্তমান প্রজন্মকে পথ দেখাতে পারে।
খ) বর্তমান ভিত্তি:
অতীতের উপর ভিত্তি করে বর্তমান দাঁড়িয়ে আছে, ইতিহাস অতীতের সাক্ষী। তাই বর্তমানকে ভালোভাবে জানতে হলে অতীত ইতিহাস জানতে হবে। তাই ইতিহাস বর্তমানকে জানার সুযোগ দেয়।
গ) একটি গাইড হিসাবে ইতিহাস:
ইতিহাস ঘেঁটে দেখা যায়, সমাজ ও জাতির ধারাবাহিক অগ্রগতিতে বিভিন্ন দেশের বিভিন্ন শাসকদের ভুলের কারণে দেশ ও জাতির সংকট বা কোনো বিশেষ পদক্ষেপ দেশ বা জাতির ব্যাপক উন্নতি সাধন করেছে। এই সুনির্দিষ্ট পদক্ষেপগুলি এখন আমাদের গাইডের ভূমিকা পালন করে।
ঘ) রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন:
ইতিহাস থেকে অতীতে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ইতিহাসে একজন শাসকের রাজনৈতিক পদক্ষেপ ভুল ছিল কিনা, বা একটি ত্রুটিপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ জাতীয় জীবনকে বিপন্ন করেছিল কিনা বা একজন শাসক রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রশাসনিক উন্নতি আনতে সক্ষম হয়েছিল কিনা তার বিশদ ব্যাখ্যা রয়েছে।
ঙ) জ্ঞানের বিকাশ:
ইতিহাস জ্ঞানের সবচেয়ে বড় ভান্ডার। জ্ঞানের সকল শাখা যেমন সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সংস্কৃতি, বিজ্ঞান, বিপ্লব, আন্দোলন, মহাপুরুষদের কর্মকাণ্ড সবই ইতিহাসের আলোচনায় স্থান পায়।
চ) সাংস্কৃতিক অগ্রগতি:
ইতিহাস যেমন অগ্রসর হয়, তেমনি বিভিন্ন জাতির সাংস্কৃতিক জীবনও বৃদ্ধি পায়। ইতিহাস আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের বর্তমান সংস্কৃতি অতীত সংস্কৃতির ক্রমাগত বিবর্তনের ফলাফল। অর্থাৎ অতীতের সংস্কৃতির ওপর দাঁড়িয়ে কোনো দেশ বা জাতির বর্তমান সংস্কৃতি।
ছ) প্রাকৃতিক দুর্যোগ সতর্কতা:
প্রাকৃতিক দুর্যোগ সভ্যতাকে ধ্বংস করে দেয়। বহুজাতিক সীমাহীন লোকসানের সম্মুখীন। যেমন, ছিয়াত্তরের মন্বন্তর বা পঞ্চাশের মন্বন্তরে বাংলায় ব্যাপক প্রাণহানি ব্রিটিশদের ত্রুটিপূর্ণ নীতির ফল। পরবর্তী গবেষণায় এর প্রতিকারের উপায় পাওয়া গেছে। ফলে এখন প্রাকৃতিক দুর্যোগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হচ্ছে।
জ) জাতীয়তাবাদের বিকাশ:
ইতিহাস যে কোনো দেশ বা জাতির অতীত ঐতিহ্যকে তুলে ধরে। ফলে সে দেশ বা জাতির মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটে। ফলে একটি জাতি বহিরাগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং দেশ স্বাধীনতা লাভ করে। যেমন, জাতীয়তাবাদের বিকাশের মাধ্যমে ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হয়েছিল।
ঝ) আত্মবিশ্বাসের বিকাশ:
ইতিহাস যে কোনো জাতির জীবনে আত্মবিশ্বাস গড়ে তুলতে সক্ষম। অতীতে বিভিন্ন মানব বা মহামানব মহৎ কাজ করেছেন তাই বর্তমান প্রজন্ম ইতিহাস থেকে জানতে পারে। এতে বর্তমান প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাসের বিকাশ ঘটে।
উপসংহার:
ইতিহাস বর্তমানকে সচেতন করে তোলে, অতীত স্থান, সময় এবং মানুষের গল্পকে যথাযথ অনুশীলন করে। আজ, ইতিহাস আমাদের বিশ্ব এবং জীবনের জন্য সঠিক পথ। সত্যই ইতিহাস একটি বৃক্ষ, একটি বটবৃক্ষ যা আমাদের শান্তির মহান আশ্রয়স্থল।
..........................