📚ENGLISH GRAMMAR: CLAUSE📚
✍️Clause(ক্লজ) কী?
👉‘Clause’-শব্দটির বাংলা অর্থ হল বাক্যাংশ। Clause-হলো বাক্যের একটি অংশ যা কতগুলি শব্দ দ্বারা গঠিত এবং যার মধ্যে একটি Subject বা উদ্দেশ্য ও একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকে।
✍️ Clause কয় প্রকার ও কী কী?
👉Clause মুলত দুই প্রকার যথা-1. Principal(প্রিন্সিপাল) Clause বা Main(মেইন) Clause বা Independent(ইন্ডিপেন্ডেন্ট )Clause
2.Subordinate(সাবোরডিনেট) Clause বা Dependent(ডিপেনডেন্ট) Clause
✍️ Principal Clause কী? উদাহরণ দাও। এই Clause কীভাবে চেনা যায়?
👉 Principal Clause -এর বাংলা অর্থ হল প্রধান বা স্বাধীন বাক্যাংশ। যে Clause অন্য Clauseএর উপর নির্ভর না করে বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে Principal Clause বলে।
👉 উদাহরণ: I know the man who is blind.
উপরের বাক্যে দাগ দেওয়া অংশটি হলো Principal Clause.
👉চেনার উপায়: বাক্যে Subject থেকে Linker-এর আগে পর্যন্ত অংশটি হয় Main Clause.
🤔মনে রাখার বিষয়: Linkers কী?
👉 যেসব শব্দ বাক্যের বিভিন্ন অংশকে যুক্ত করে একটি সম্পর্ক তৈরি করে তাদের Linkers বলে।
যেমন-who, which, whom, whose, where,when,while,that,as, because, though, although,if,till,until,unless,despite,inspite,after,before-ইত্যাদি হলো Linkers.
✍️ Subordinate Clause কাকে বলে? উদাহরণ দাও? এই Clause কীভাবে চেনা যায়?
👉Subordinate Clause-এর বাংলা অর্থ হল অপ্রধান বাক্যাংশ বা পরাধীন বাক্যাংশ।
যে Clause বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, ব্যবহারের সময় Main Clause এর উপর নির্ভর করে তাকে Subordinate Clause বলে।
👉 উদাহরণ: I know the man who is blind.
উপরের বাক্যে দাগ দেওয়া অংশটি হল-Subordinate Clause.
👉 চেনার উপায়: বাক্যে Linker থেকে বাকী অংশটি হয় Subordinate Clause.
✍️ Subordinate Clause কয় প্রকার ও কী কী?
👉 Subordinate Clause মূলতঃ তিন প্রকার যথা-
1.Noun(নাউন) Clause বা Nominal(নোমিনাল) Clause
2.Adjective(অ্যাডজেক্টিভ) Clause বা Relative(রিলেটিভ) Clause.
3.Adverbial(অ্যাডভার্বিয়াল) Clause.
✍️Noun(Nominal) Clause কী? উদাহরণ দাও। চেনার উপায় কী?
👉যে Clause বাক্যে Noun এর মতো কাজ করে তাকে Noun(Nominal) Clause বলে।
👉 উদাহরণ: I know that she can cook well.
উপরের বাক্যে দাগ দেওয়া অংশটি হলো Noun(Nominal) Clause.
👉 চেনার উপায়: 1.Noun(Nominal) Clause বাক্যে Noun-এর মতো কাজ করে।
2.Noun(Nominal) Clause মূলতঃ ‘কী’ প্রশ্নের উত্তর দেয়।
✍️ Adjective(Relative) Clause কী? উদাহরণ দাও। চেনার উপায় কী?
👉যে Clause বাক্যে Adjective এর মতো কাজ করে তাকে Adjective(Relative) Clause বলে।
👉 উদাহরণ: I know the man who can sing well.
উপরের বাক্যে দাগ দেওয়া অংশটি হলো Adjective (Relative) Clause.
👉 চেনার উপায়: 1.বাক্যে Adjective এর মতো কাজ করে।
2. Linker টি Antecedent(অ্যান্টিসিডেন্ট) এর ঠিক পরে বসে।
🤔মনে রাখার বিষয়: Linker এর আগে কোনো ব্যক্তি বা বস্তু থাকলে তাকে Antecedent বলে।
উপরের বাক্যে the man হলো Antecedent.
✍️Adverbial Clause কী? উদাহরণ দাও। চেনার উপায় কী?
👉যে Clause বাক্যে Adverb এর মতো কাজ করে তাকে Adverbial Clause বলে ।
👉 উদাহরণ: I can not go because it is too hot outside.
উপরের বাক্যে দাগ দেওয়া অংশটি হলো Adverbial Clause.
👉 চেনার উপায়: 1.বাক্যে Adverb এর মতো কাজ করে।
2.কখন, কোথায়, কেন,কীভাবে,কী শর্তে,কোন বৈপরীত্যে ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।
🌹 PRACTICE SET 🌹
👉 Identify the following Clauses:(নীচের Clause গুলি কোনটা কোন শ্রেণির তা চিহ্নিত করো)
1. The jury believed that the man was guilty.
2. Come when you like.
3. I know the girl who won the prize.
4. He confessed that he was guilty.
5. I know you have great regard for him.
6. Do you think that I am a fool?
7. Before I die I want to see Venice.
8. The hand that rocks the cradle rules the world.
9. I know a boy whose father serves in the army.
10. I will not go until he arrives.
11. The coffee maker that I bought for my wife is expensive.
12. If you give respect, you get respect.
13.Although I was tired, I decided to go for a walk.
14.Because Kate loves to read, she has a large library.
15. John, who is always on time, arrived ten minutes late today.
16.Since the weather is lovely today, we will go to the park.
17.He is the man who won the lottery.
18.While I was eating, the telephone rang.
19.She is the woman who loves cooking.
20.That he is not interested in the offer is clear to everyone.
21.If you study hard, you will pass the exam.
22.The fact that you apologized doesn't lessen your guilt.
23.You can sit wherever you find comfortable.
24.Since she was absent, I talked to her mother.
25.Can you wait until I come back?
26.I am afraid that I might fail.
27.I am unaware of his intentions.
28.I suspect you have made an error.
29.John had a dog whose fur was as white as snow.
30.This is the book you were looking for.
31.She never does anything that could harm anyone.
32.The car that I drive belongs to my father.
33.He who dares, wins.
34.Unless it stops raining, we cannot go out.
35.She believes that I am wrong.
36.He bought a gift that he wished to give his sister.
37.Before I arrived at the party, it was over.
38.Even though he was sick, he was asked to attend the meeting.
39.All that is written is not true.
40.She is the kindest person I have ever met.
41.He didn't attend the meeting because he was unwell.
42.This is the girl who won the scholarship last year.
43.Despite not wanting to go to the concert, I went with my friend.
44.She loves books that have a mystery element.
45.He was certain that she would arrive today.
46.No one knew who won the lottery.
47.As soon as they finished the first task, they were given another one.
48.He was surprised when she carried him to the cage.
49.He drew a picture which was very beautiful.
50.I did not go to school as I was unwell.
51.Indian cricket team is confident that it will win the match.
52.Although he was unwell, he went out.
53.He is a king who is very powerful.
54.Rani said that he had met my brother.
55.When she was hungry, the baby cried out.