📚সপ্তম শ্রেণির পরিবেশ বিজ্ঞান:অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:অধ্যায়-1(i) তাপ:প্রশ্নের মান-১,২,৩📚
✍️প্রশ্নের মান-১:
১.তাপ কী?
👉তাপ হলো একপ্রকার শক্তি যা গ্ৰহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়।
২.সি.জি.এস পদ্ধতিতে তাপের একক কী?
👉সি.জি.এস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি।
৩.এস.আই পদ্ধতিতে তাপের একক কী?
👉এস.আই পদ্ধতিতে তাপের একক হলো জুল।
৪.কোন্ যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়?
👉ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়।
৫.তাপ মূলত কয়প্রকার?
👉তাপ মূলত তিন প্রকার-১.বোধগম্য তাপ ২.বিকীর্ণ তাপ ও ৩.লীন তাপ।
৬.তাপের চিহ্ন কী?
👉 তাপের চিহ্ন হলো Q
৭.সি.জি.এস পদ্ধতিতে লীন তাপের একক কী?
👉সি.জি.এস পদ্ধতিতে লীন তাপের একক হলো ক্যালোরি/গ্ৰাম।
৮.এস.আই পদ্ধতিতে লীন তাপের একক কী?
👉এস.আই পদ্ধতিতে লীন তাপের একক হলো জুল/কেজি।
৯.উষ্ণতা কাকে বলে?
👉 উষ্ণতা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যেটা নির্দেশ করে বস্তুটি তাপ গ্ৰহণ করবে না বর্জন করবে।
১০.সি.জি.এস পদ্ধতিতে উষ্ণতার একক কী?
👉সি.জি.এস পদ্ধতিতে উষ্ণতার একক হলো সেলসিয়াস।
১১.এস.আই পদ্ধতিতে উষ্ণতার একক কী?
👉এস.আই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কেলভিন।
১২.কোন্ যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয়?
👉থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয়।
১৩.আপেক্ষিক তাপ কাকে বলে?
👉একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1° বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ পদার্থের আপেক্ষিক তাপ বলে।
১৪.সি.জি.এস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী?
👉সি.জি.এস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি/গ্ৰাম ডিগ্ৰী সেলসিয়াস।
১৫.এস.আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী?
👉এস.আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো জুল/কেজি কেলভিন।
১৬.কোন্ পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম?
👉পারদের আপেক্ষিক তাপ সবচেয়ে কম।
১৭.কোন্ পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
👉 জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি।
১৮.সি.জি.এস ও এস.আই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত?
👉সি.জি.এস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হলো 1ক্যালোরি/গ্ৰাম ডিগ্ৰী সেলসিয়াস।
এস.আই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হলো 42000 জুল/কেজি কেলভিন।
১৯.থার্মোমিটার কে আবিষ্কার করেন?
👉স্যার টমাস ক্লিফোর্ড অ্যালবার্ট নামে একজন ব্রিটিশ চিকিৎসক।
২০.উষ্ণতার মাত্রা কী?
👉 উষ্ণতার মাত্রা হলো M0L0T0K1
২১.লীন তাপের মাত্রা কী?
👉লীন তাপের মাত্রা হলো L2T-2
২২.বরফ গলনের লীনতাপ কত?
👉৮০ক্যালোরি/গ্ৰাম।
২৩.জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
👉537 ক্যালোরি /গ্ৰাম।
২৪.সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত?
👉 98.4°F
২৫.উষ্ণতার কোন্ মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান হয়?
👉-40 ডিগ্ৰি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান হয়।
২৬.কোন্ কোন্ প্রাণী গরম বালিতে রোদ পোহায়?
👉 গিরগিটি,সাপ প্রভৃতি ঠান্ডা রক্তের প্রাণীরা গরম বালিতে রোদ পোহায়।
২৭.0°C এবং 0°F এর মধ্যে কোনটি কম?
👉এদের মধ্যে 0°F কম।
✍️ প্রশ্নের মান-২:
১.বোধগম্য তাপ কাকে বলে?
👉যে তাপ কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে না, কেবলমাত্র বস্তুটির উষ্ণতার পরিবর্তন ঘটে তাকে বোধগম্য তাপ বলে। এই প্রকার তাপ থার্মোমিটারে ধরা যায়।
২.লীন তাপ কাকে বলে?
👉যে তাপ কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতার পরিবর্তন ঘটে না, কেবলমাত্র বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে তাকে লীন তাপ বলে। এই প্রকার তাপ থার্মোমিটারে ধরা যায় না।
৩.বিকীর্ণ তাপ কাকে বলে?
👉যে তাপ কোনো উৎস থেকে বিকিরণ প্রনালীতে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে।
৪.লীন তাপ কয়প্রকার ও কী কী?
👉লীন তাপ চার প্রকার-১.গলনের লীন তাপ ২.কঠিনীভবনের লীন তাপ ৩.বাষ্পীভবনের লীন তাপ ও ৪.তরলীকরণের লীন তাপ।
৫.থার্মোমিটারের উর্ধস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্ক কাকে বলে?
👉ঊর্ধস্থিরাঙ্ক: প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়, সেই উষ্ণতায় ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়।
👉নিম্নস্থিরাঙ্ক: প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয়, সেই উষ্ণতাকে নিম্নস্থিরাঙ্ক বলা হয়।
৬.থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলতে কী বোঝো?
👉থার্মোমিটারের উর্ধস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্কের মাঝের ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে।
৭.উষ্ণতার স্কেল কয় প্রকার ও কী কী?
👉দুই প্রকার ১.সেলসিয়াস স্কেল ও ২.ফারেনহাইট স্কেল।
৮.সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন?
👉 সেলসিয়াস স্কেল আবিস্কার করেন বিজ্ঞানী আঁন্দ্রে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল আবিস্কার করেন বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট।
৯.সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে নিম্নস্থিরাঙ্ক ও ঊর্ধস্থিরাঙ্কের মান কত?
👉 সেলসিয়াস স্কেলে নিম্নস্থিরাঙ্ক হলো 0°C এবং ঊর্ধস্থিরাঙ্ক হলো 100°C
👉 ফারেনহাইট স্কেলে নিম্নস্থিরাঙ্ক হলো 32°F এবং ঊর্ধস্থিরাঙ্ক হলো 212°F
১০.সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তরের মান কত?
👉 সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর হলো 100
👉 ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর হলো 180
১১.গলন এবং কঠিনীভবন কাকে বলে?
👉গলন: তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে।
👉কঠিনীভবন : তাপ নিষ্কাশনের ফলে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন বলে।
১২.বাষ্পীভবন এবং ঘনীভবন কাকে বলে?
👉বাষ্পীভবন : তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে।
👉ঘনীভবন : তাপ নিষ্কাশনের ফলে পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে।
১৩.বাষ্পায়ন ও স্ফূটন কাকে বলে?
👉 বাষ্পায়ন: যে-কোনাে তাপমাত্রায় তরলের উপরিতল থেকে তরলের ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাস্পায়ন বলে।
👉স্ফূটন: তাপ প্রয়োগে কোনো তরলকে দ্রুত বাষ্পে পরিণত করাকে স্ফুটন বলে।
১৪.বরফ গলনের লীনতাপ ৮০ ক্যালোরি/গ্ৰাম- এর অর্থ কি?
👉‘বরফ গলনের লীনতাপ ৮০ ক্যালোরি/গ্ৰাম’- এর অর্থ হলো 0°C উষ্ণতার ১ গ্ৰাম বিশুদ্ধ বরফকে 0°C উষ্ণতার ১ গ্ৰাম বিশুদ্ধ জলে পরিণত করতে ৮০ ক্যালোরি তাপের প্রয়োজন।