📚English Grammar: Nominative Absolute📚
👉 In English grammar, a nominative absolute is an independent (absolute) part of a sentence that describes the main subject and verb.(ইংরেজি ব্যাকরণে, nominative absolute হল একটি বাক্যের একটি স্বাধীন (পরম) অংশ যা মূল বিষয় এবং ক্রিয়াকে বর্ণনা করে।)
সহজ ভাষায় বললে Nominative -এর অর্থ subject related বা কর্তা সম্পর্কিত (যেটা সাধারণত Noun/Pronoun হতে পারে।) এবং Absolute -এর অর্থ to make free বা মুক্ত করা অর্থাৎ যখন দুটি বাক্যের দুটি ভিন্ন Subject-এর মধ্যে একটি subject কে মুক্ত করে বাক্যের মূল বিষয় ও ক্রিয়াকে বর্ণনা করা হয়, তখন তাকে Nominative Absolute বা Absolute Construction বলা হয়। এখন ব্যাপারটিকে একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক-
Example: The train entered. The passengers rose up.
👉The train having entered, the passengers rose up.
The train-Nominative Absolute/Absolute Construction.
The train having entered-Nominative Phrase.
👉Structure of nominative absolute:
1. S+Having+V3,+Rest-বাক্যের মধ্যে কেবলমাত্র main verb থাকলে-
Example-The sun rose. The fog dispersed.
The sun having risen, the fog dispersed.
2. S+Being+Adjective,+rest-বাক্যের মধ্যে কেবলমাত্র be-verb থাকলে-
Example: The sky was dark. We could not go out.
The sky being dark, we could not go out.
3.S+Having been+V3,+rest- বাক্যের মধ্যে be-verb এবং main verb একসঙ্গে থাকলে অর্থাৎ একটি বাক্য passive voice হলে-
Example: The pen was broken. We could not write.
The pen having been broken, we could not write.
4.S+Present Participle+rest-ঘটনাদুটি একই সময়ে হচ্ছে বোঝালে-
Example-No other matter was arising. We resolved to leave.
No other matter arising, we resolved to leave.
👉Some controversial uses of nominative absolute:
1.Removal of ‘Being’:
The fight was over. The fighters took rest.
The fight over, the fighters took rest.
2.Removal of ‘Having Been’:
The drama was done. The viewers left.
The drama done, the viewers left.
.............................................