📚 চাকরির পরীক্ষায় জিকে: বিখ্যাত ব্যক্তির আসল নাম:
বিখ্যাত ব্যক্তির আসল নাম:
কিশোর কুমার---------- আভাস কুমার গাঙ্গুলী।
উত্তম কুমার ------------অরুণ কুমার চ্যাটার্জি।
কুমার শানু---------------- কেদারনাথ ভট্টাচার্য।
রামকৃষ্ণ------------------ গদাধর চ্যাটার্জি।
বিবেকানন্দ--------------- নরেন্দ্রনাথ দত্ত।
সিস্টার নিবেদিতা---- মার্গারেট এলিজাবেথ নোবেল।
মাদার তেরেসা------ আঞ্জেজে গনশে বোজাক্সিউ।
তানসেন----------------- রামাতনু পান্ডে।
বীরবল------------------ মহেশ দাস।
চৈতন্য মহাপ্রভু---------বিশ্বম্ভর মিশ্র।
বাল্মীকি-------------- রত্নাকর।
নানা ফরানবিশ------- বালাজী জনার্ধন ভানু।
তাতিয়া টুপি -------রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টুপি।
রানি লক্ষ্মীবাই --------মণিকর্ণিকা তাম্বে।
মুন্সী প্রেমচাঁদ--------- ধনপত রায়।
আমীর খসরু--- আবুল হাসান ইয়ামিন উদ্দীন খসরু।
রবিশঙ্কর------------- রবীন্দ্র শঙ্কর চৌধুরী।
বিসমিল্লাহ খান ----------কামরুদ্দিন খান।
বিরজু মহারাজ---------- ব্রিজমোহন মিশ্র।
বাবা রামদেব-------- রামকৃষ্ণ যাদব।
যোগী আদিত্যনাথ------- অজয় মোহন বিস্ত।
বিনোওয়া ভাবে------- বিনায়ক নরহরি ভাবে।
বাবা আমতে---------- মুরলীধর দেবীদাস আমতে।
মির্জা গালিব -----মির্জা আসাদুল্লাহ বেগ খান।
এ.আর. রহমান----- দিলীপ কুমার।
গ্রেট খালি------- দলিপ সিং রানা।
দিলীপ কুমার------ মোহাম্মদ ইউসুফ খান।
...........................