বিভিন্ন গ্যাসের উপাদান
গ্যাস উপাদান
এলপিজি------প্রোপেন এবং বিউটেন গ্যাসীয় মিশ্রণ।
সিএনজি-----ঘনীভূত প্রাকৃতিক গ্যাস (প্রধান মিথেন)।
প্রাকৃতিক গ্যাস----- মিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবুটেন।
কোল গ্যাস ----- বিভিন্ন ধরনের গ্যাসের মিশ্রণ (বিটুমিনাস কয়লা অভ্যন্তরীণ চুল্লিতে নির্গত হয়)।
ওয়াটার গ্যাস----কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ।
প্রডিউসার গ্যাস----কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ।
গোবর গ্যাস----- মিথেন, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ
অয়েল গ্যাস ---- হাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইডের মিশ্রণ।
...........................
skacademyallinone.blogspot.com