📚আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে বর্ণনা দাও।
Ans. IOC-র সুপারিশ অনুসারে অলিম্পিক গেমসের পতাকা দু-ধরণের - ১. অলিম্পিক পতাকা ও ২. আনুষ্ঠানিক অলিম্পিক পতাকা।
১. অলিম্পিক পতাকাঃ- i. এই পতাকার নকশা তৈরি করেন স্বয়ং ব্যারন পিয়র ডি কুবার্টিন। তিনি 1914 খ্রিস্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক মুভমেন্টের 20তম বার্ষিক সভায় পতাকার নকশাটি প্রথম উত্থাপন করেন। ii. এটি সর্বপ্রথম ১৯২০ খ্রিস্টাব্দের অ্যান্টাপ বেলজিয়ামে অনুষ্ঠিত সপ্তম অলিম্পিক গেমসের আসরে উত্তোলিত হয়। iii. পতাকাটি ২.০৬ মি. দৈর্ঘ্য ও ৬০ সেমি প্রস্থবিশিষ্ট সাদা সিল্কের তৈরি। একেবারে কেন্দ্রের দিকে পাঁচটি পরস্পর শৃঙ্খলে সংযুক্ত পাঁচটি বলয় বা রিং অঙ্কিত রয়েছে। যাকে ‘olympic rings' বলা হয়। ১৯১২ খ্রিস্টাব্দে কুবার্টিন এই প্রতীকের নকশা প্রস্তুত করেন।
পাঁচটি বলয় পাঁচ রঙের হয়। এই পাঁচটি রং পাঁচ মহাদেশের উপস্থিতি। নীল – ইউরােপ; হলুদ – এশিয়া মহাদেশ; কালাে – আফ্রিকা মহাদেশ; সবুজ – অস্ট্রেলিয়া ও ওশেনিয়া মহাদেশ; লাল-আমেরিকা মহাদেশ। সংক্ষেপে নীহকাসল (BYBGR) iv. বলয়গুলি W আকারে সাজানাে থাকে। v. নীল রংটি পতাকান্ডের একেবারে বাঁদিকের সবচেয়ে উঁচুতে থাকে। vi. বলয়ের নীচে অলিম্পিকের মূলমন্ত্র (Motto) - CITIUS, ALTIUS, FORTIUS (দ্রুত, আরও উঁচুতে, আরও শক্তিশালী) লেখা থাকে। vii. পতাকাটি শুধুমাত্র অলিম্পিক গেমসের আসরে উত্তোলিত হয়।
২.আনুষ্ঠানিক অলিম্পিক পতাকাঃ-
i. পতাকাটি উত্তোলনের জন্য ব্যবহার করা হয় না। শুধুমাত্র অনুষ্ঠানের জন্য। ii. পতাকাটি সিল্কের তৈরি। iii. পাচটি বলয় W আকারে পাঁচ মহাদেশের উপস্থিতির সাক্ষ্য বহন করে। iv. বলয়গুলির রং - নীল, হলুদ, কালাে, সবুজ ও লাল। v. অলিম্পিক গেমসের সমাপ্তি অনুষ্ঠানে এই পতাকাটি ভাঁজ করে তুলে দেওয়া হয় মেয়রের তত্ত্বাবধানে। vi, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট দ্বারা পতাকাটি হস্তান্তর করা হয়।
........................